Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

শরবতে তৃষ্ণা মেটান, দুরে থাকবে রোগভোগও

যুগে যুগে শরবত মানুষের প্রাণ ঠান্ডা করে চলেছে। শরবত কি শুধুই তৃষ্ণা নিবারক? একসময় এটাই ভাবা হতো। কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে শরীরকে নানাভাবে সুস্থ রাখতে শরবতের জুড়ি মেলা ভার! বিশেষ করে এই প্রচণ্ড গরমে শারীরিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে অনেকটাই লড়াই করা যায় কেবল মাত্র শরবত দিয়ে।  নানা ধরনের শরবতের রেসিপি জানালেন পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী। সঙ্গে রইল শরবতের পুষ্টিগুণও।

নুন-লেবুর শরবত
উপকরণ: পাতিলেবুর রস, বিটনুন, চিনির গুঁড়ো, জল ও বরফকুচি।
উপকারিতা: প্রাকৃতিক ওআরএস হিসেবে নিমেষে দেহমনকে চাঙ্গা করে তোলে। ডিহাইড্রেশন প্রতিরোধ করে, দেহের ওয়াটার-ইলেকট্রোলাইট ব্যালান্স ঠিক রাখে, লেবুর রসের ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যানেমিয়া, দাঁতের গোড়া থেকে রক্ত পড়া, ঠোঁটের কোণে ঘা ইত্যাদি সমস্যা দূর করে। সর্দিকাশি ও জ্বরেও এই শরবত অত্যন্ত উপকারী। তবে বরফ বা ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। সাধারণ ঘরের তাপমাত্রায় পান করতে হবে এই পানীয়।

কাঁচা আম পোড়ার শরবত
উপকরণ: পোড়ানো বা সেদ্ধ করা কাঁচা আম, চিনি, বিটলবণ, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, জল।
উপকারিতা: দেহের জল ও ইলেকট্রোলাইটিস ব্যালান্স ঠিক রাখে, ডিহাইড্রেশন দূর করে, হজম ভালো রাখে, কনস্টিপেশন দূর করে। কাঁচা আমের পটাশিয়াম রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণে রাখে (তবে এক্ষেত্রে শরবতে লবণ ব্যবহার করা যাবে না), ডায়াবেটিকরা চিনি ছাড়া এই শরবত খেতে পারেন। পটাশিয়াম রেস্টিকটেড ডায়েটে থাকলেও চলবে না এই শরবত।
 
বেলের শরবত
উপকরণ: পাকা বেলের শাঁস, গুঁড়ো দুধ বা দই, নুন, গুড় বা চিনি, বরফ, জল।
উপকারিতা: বেলে প্রচুর পরিমাণে সল্যুবল ডায়েটারি ফাইবার, ক্যারোটিনয়েডস, ভিটামিন সি, পটাশিয়াম ইত্যাদি ছাড়াও যথেষ্ট পরিমাণে স্টার্চ ও কিছু পরিমাণে প্রোটিন আছে। কনস্টিপেশন, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, হজমের সমস্যা, হাইপারটেনশন, হাইপার লিপিডেমিয়া, আন্ডারওয়েট, অনিদ্রা ইত্যাদি বিভিন্ন রোগে বেলের শরবত উপযুক্ত। বেলের শরবতে ব্যবহৃত দুধ বা দই ক্যালশিয়াম ও প্রোটিন সমৃদ্ধ হওয়ায় হাড় মজবুত রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধে সাহায্য করে এই শরবত।
ডায়াবেটিকরা বেলের শরবত খেতে চাইলে অল্প পরিমাণে খাবেন এবং এতে চিনি মেশানো যাবে না। বয়স্ক মানুষজনের জন্যে বেলের শরবত অত্যন্ত উপকারী। কারণ, হজমশক্তি ভালো রাখা, কনস্টিপেশন দূর করা, হাড়ের ভঙ্গুরতা প্রতিরোধ করা, ক্যাটারাক্ট বা ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করা এবং ক্যান্সার ও অ্যালঝাইমার্স প্রতিরোধে সাহায্য করে এই বেল পানা বা বেলের শরবত।
 
আনারসের শরবত
উপকরণ: পাকা আনারস, জিরে ভাজার গুঁড়ো, বিটলবণ, গোলমরিচের গুঁড়ো, চিনি বা চিনির সিরাপ, লেবুর রস, জল, বরফকুচি।
উপকারিতা: আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টস, ক্যালশিয়াম এবং ডায়েটারি ফাইবার থাকে। জ্বরজারি, সর্দিকাশি, ব্রঙ্কাইটিস, বদহজম, কনস্টিপেশন, জন্ডিস, জিভ ও ঠোঁটে ঘা, অস্টিওপোরোসিস ইত্যাদি সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে আনারস। দেহের ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালান্স ঠিক রেখে ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করে আনারসের শরবত। আনারসের ব্রোমেলিন এনজাইম হজম ও বিপাক ভালো রাখে এবং দেহের বাড়তি ওজন কমায়। ওবেসিটিতে এই আনারসের শরবত অত্যন্ত উপকারী। তবে তা হতে হবে চিনি ও লবণবিহীন। রক্তে যাঁদের কোলেস্টেরলের মাত্রা বেশি তাঁরাও চিনি ছাড়া এই শরবত খেতে পারেন। আনারসের গ্লাইসেমিক ইনডেক্স মাঝারি ধরনের, তাই ডায়াবেটিকরা মাঝেমধ্যে খেতে পারলেও খাবেন অল্প পরিমাণে এবং অবশ্যই চিনি ছাড়া।
যাঁদের আনারস বা সাইট্রাস ফ্রুটে অ্যালার্জি আছে তাঁরা আনারসের শরবত খাবেন না। যাঁরা হজম সংক্রান্ত সমস্যা বা অত্যধিক অ্যাসিডিটিতে ভোগেন তাঁদেরও চলবে না এই শরবত। হার্টের রোগীরাও অবশ্যই মাত্রামাফিক খেতে পারেন আনারসের শরবত।

শসার শরবত
উপকরণ: কচি শসা, ধনেপাতা কুচি, বিটলবণ, লেবুর রস, পুদিনাপাতা, চিনি বা স্টিভিয়া, জল, বরফ, কাঁচালঙ্কা।
উপকারিতা: শরীরকে শীতল ও সতেজ  রাখতে এই শরবতের জুড়ি নেই। যাঁরা ওজন কমাতে চাইছেন, তাঁরা প্রাণভরে পান করতে পারেন অত্যন্ত লো-ক্যালরির ভিটামিনস ও মিনারেলস সমৃদ্ধ এই শসার স্মুদি। ডায়াবেটিস থেকে হার্টের রোগী, ক্যান্সার থেকে কনস্টিপেশন, বদহজম থেকে গেঁটে বাত প্রায় সবক্ষেত্রেই চলতে পারে এই দুর্দান্ত টকঝাল শরবত। চিনির বদলে প্রাকৃতিক বিকল্প চিনি হিসেবে স্টিভিয়া ব্যবহার করতে পারেন।
 
তরমুজের শরবত
উপকরণ: তরমুজ, চিনি বা সুগার সাবস্টিটিউট, পাতিলেবু, বিটলবণ বা লো সোডিয়াম সল্ট।
উপকারিতা: তরমুজে ক্যালরির পরিমাণ অত্যন্ত কম, জলীয় ভাগ খুব বেশি হওয়ায় তীব্র দাবদাহের সময়ে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত পান করতে পারলে নিমেষে দেহের শুষ্কতা ক্লান্তি, দুর্বলতা দূর হবে, দেহ-মন হয়ে উঠবে তরতাজা। তরমুজে প্রচুর পরিমাণে লাইকোপিন জাতীয় তীব্র শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্টস থাকে যা ব্রেস্ট ও প্রস্টেট ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খাট্টা-মিঠা শরবত
উপকরণ: টকদই, কাজুবাদাম, কিসমিস, খেজুর, আখের গুড় বা চিনি, লবণ, জাফরান, বরফ ও জল।
উপকারিতা: অত্যন্ত সুস্বাদু উৎকৃষ্ট মানের এই শরবতে আয়রন, ক্যালশিয়াম, প্রোটিন, ক্যালরি, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিনস ইত্যাদি পুষ্টি উপাদান থাকে। অপুষ্টি, ক্লান্তি, দুর্বলতা, আন্ডারওয়েট, অ্যানিমিয়া প্রভৃতি সমস্যা দূর করতে এই শরবতের জুড়ি নেই। গর্ভবতী মায়েদের জন্যেও উপকারী এই শরবত। শরীরের ওয়াটার ইলেকট্রোলাইটস ব্যালান্স ঠিক রাখা ও গরমে শরীরকে স্নিগ্ধ শীতল রাখা ছাড়াও ইনস্ট্যান্ট এনার্জি দেয় এই শরবত।
 
দইয়ের  শরবত/ দইয়ের ঘোল/ ছাচ
উপকরণ: টকদই, চিনি/ মধু, বিটলবণ, পুদিনাপাতা, জিরে ভাজার গুঁড়ো, এসেন্স, বরফ, জল।
উপকারিতা: গরমে শরীর শীতল রাখার জন্যে বাঙালির ঘরে ঘরে দইয়ের শরবত পানের রেওয়াজ আছে। নানা পুষ্টিগুণে সমৃদ্ধ সুস্বাদু এই পানীয়। প্রোটিন, ক্যালশিয়াম, আয়রন, বি ভিটামিনস এবং  প্রোবায়োটিকের গুণাগুণ থাকায় এই দইয়ের শরবত বা দইয়ের ঘোল হজমে সাহায্য করে। কনস্টিপেশন দূর করে, দাঁত ও হাড় ভালো রাখতে সাহায্য করে, মেটাবলিজম বাড়ায় ও রোগ প্রতিরোধে সাহায্য করে। হাইব্লাডপ্রেশার, অ্যানিমিয়া, আইবিএস, গলব্লাডার স্টোন, ডায়াবেটিস এবং হার্টের রোগেও চলতে পারে দইয়ের ঘোল। তবে স্বাস্থ্যকর উপায়ে লস্যি বা দইয়ের ঘোল বানাতে হলে চিনিবিহীন, ননফ্যাট দই ব্যবহারই বাঞ্ছনীয়। ওজন কমাতে চাইলে অবশ্যই ডায়েটে রাখতে হবে এই উপকারী শরবত।
দক্ষিণ ভারতে এই দইয়ের শরবতের সঙ্গে বিভিন্ন পছন্দসই মশলা, আদার রস, হার্বস ইত্যাদি মেশানো হয়— যাকে বলে নিরমোর। আবার অন্ধ্রপ্রদেশে একে বলে মাজ্জিগা।

আম পান্না
উপকরণ: কাঁচা আম, চিনি, গোলমরিচ, জিরে ভাজার গুঁড়ো, কাঁচালঙ্কা, পুদিনাপাতা, ঠান্ডা জল, তুলসীপাতা, বরফ।
উপকারিতা: তীব্র গরমের দাবদাহ থেকে শরীর শীতল ও সতেজ রাখতে আম পান্নার জুড়ি নেই। মরশুমের জ্বরজারি, সর্দিকাশি ও হজমের গোলমাল দূর করতেও সাহায্য করে কাঁচা আম পান্না। কাঁচা আমে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, ভিটামিন সি ও অন্যান্য ফাইটোকেমিক্যালস থাকে এবং পুদিনাপাতা, তুলসীপাতা, হার্বস ইত্যাদি পেট ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধে সাহায্য করে।
02nd  May, 2024
এমন জ্বালা ধরা রোদে কোন সানস্ক্রিন বাছবেন?

সানস্ক্রিন একটি লোশন। সূর্যের আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের প্রভূত ক্ষতি করে। সেই ক্ষতি প্রতিরোধ করতে পারে এই লোশন।
বিশদ

02nd  May, 2024
মাছ খাওয়া কি সম্পূর্ণ নিরাপদ?

বাঙালিরা মাছ ছাড়া খাওয়ার কথা ভাবতেই পারে না। কিছু বাঙালি হয়তো রয়েছেন যাঁরা ধর্মীয় কারণে পুরোপুরি নিরামিষাশী, কিন্তু তাদের বাদ দিলে বাকিরা সবাই মাছের ভক্ত।
বিশদ

02nd  May, 2024
তরমুজের শরবত

উপকরণ: তরমুজ ২০০ গ্রাম, পুদিনাপাতা ১ মুঠো, চিয়াসিড  চা চামচ, মধু ১ টেবিল চামচ (অপসনাল), আইসকিউব ২-৩টি, লেবু ২ টুকরো, আদা ২-৪ টুকরো সরু করে বাটা।
বিশদ

02nd  May, 2024
জলে বিষক্ষয়

প্রায় প্রত্যেক বছরেই নতুন নতুন স্বাস্থ্য বাতিক চারিদিকে দেখা দেয়। এগুলো পাঁচ-ছয় মাস থাকে, এই নিয়ে খুব আলোচনা হয়, কিছু তথাকথিত সেলিব্রেটি (বা এখনকার নিয়মে ইনফ্লুয়েন্সার) এই নিয়ে বড় বড় বক্তৃতা দেন।
বিশদ

02nd  May, 2024
এই গরমে হচ্ছে হিট স্ট্রোক, নিজেকে বাঁচাবেন কীভাবে?

প্রখর দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। আগামীতে তাপমাত্রা আরও বাড়বে বলেই আভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪২-৪৩ ডিগ্রির আশপাশে।
বিশদ

02nd  May, 2024
তাপপ্রবাহে ডিহাইড্রেশন সামলাবেন কী করে

এই গরমে হাঁসফাঁস দশা। ঘামের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে অনর্গল। মূল ভয়ের জায়গা এটিই। শরীর থেকে জল ও নুন বেরিয়ে যাওয়ায় এই সময় তাপপ্রবাহের কারণে ডিহাইড্রেশন হয়। 
বিশদ

25th  April, 2024
ভয়াবহ গরমে সুগার, প্রেশার, কিডনির রোগীরা কী করবেন? 

পরিবেশে গরম খুব বেড়ে গেলে শরীর থেকে জল যেমন বেরিয়ে যায় তেমনই সোডিয়াম পটাশিয়ামের মতো ইলেকট্রোলাইটসও বেরিয়ে যায়। হিট সিনকোপ, একজশ্চন, হিট স্ট্রোকের আশঙ্কা বাড়ে
বিশদ

25th  April, 2024
বিকেল বা সন্ধ্যায় হাঁটলে কি সমান উপকার?

চৈত্র থেকেই আগুন ঝরাতে শুরু করেছে সূর্য। বৈশাখে এসেও তার বিরাম নেই। সকাল থেকেই গরমে নাজেহাল মানুষ। বর্তমান সময়ে অনেকেই সকালবেলায় হাঁটতে বা শরীরচর্চা করতে বের হন।
বিশদ

25th  April, 2024
সন্তান লেখাপড়া শিখছে না? স্পেশাল এডুকেশনেই কি সমাধান?  

লোকে বলে, বাচ্চাদের মাথা একেবারে ফাঁকা থাকে। তাই যা শেখানো হবে, তাই শিখবে, তাই মনে রাখবে। কিন্তু বর্তমান সময়ে এই জনশ্রুতি বহুলাংশেই ধাক্কা খাচ্ছে। অধিকাংশ বাবা-মায়েরই অভিযোগ, আমার বাচ্চা মনে রাখতে পারছে না। বাড়িতে বা স্কুলে শিখছে, কিন্তু পরীক্ষার নম্বরে সেই প্রতিফলন মিলছে না। তাহলে বাচ্চারাও ভুলে যায়!
বিশদ

25th  April, 2024
কীভাবে সম্পর্ক করে তোলা যায় মধুর?

সম্প্রতি পজিটিভ সাইকোলজির প্রবক্তা মার্টিন সেলিগম্যান সুখী মানুষ হওয়ার জন্য যে পাঁচটি স্তম্ভের কথা বলেছেন, তার মধ্যে ‘সুসম্পর্ক’ অন্যতম। গুণগত মানে উচ্চ এমন জীবনযাপনের জন্য এই পাঁচটি স্তম্ভ গুরুত্বপূর্ণ হলেও অন্য গবেষণাতেও দেখা গিয়েছে, ‘ইতিবাচক সম্পর্ক’ সুখের প্রধান নির্ধারক।
বিশদ

25th  April, 2024
কলকাতায় এবার এক ছাতার তলায় সব অটোইমিউন ডিজিজ-এর চিকিত্‍সা!

অটোইমিউন ডিজিজ হল এমন এক শারীরিক অবস্থা, যেক্ষেত্রে একজন ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের দেহের এক বা একাধিক অঙ্গের উপর আক্রমণ শানাতে শুরু করে। শ্বেতি, সোরিয়াসিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, সিস্টেমিক লুপাস হল এমনই সব অটোইমিউন ডিজিজ।
বিশদ

25th  April, 2024
চশমার ইতিবৃত্ত

 ‘ঠাকুরদাদার চশমা কোথা? ... দেখ্‌না হেথা, দেখ্‌না হোথা- খোঁজ না নীচে গিয়ে।...’ ঠাকুরদাদার চশমা শেষমেশ তক্তপোশে পাওয়া গেলেও প্রথম চশমার খোঁজ মিলেছিল ইতালিতে। চশমার আবিষ্কর্তা হিসেবে একজনের নাম বলা ভীষণ কঠিন
বিশদ

25th  April, 2024
তীব্র দাবদাহ: বাচ্চাদের স্কুল চলছে কী কী সতর্কতা নেবেন?

হাঁসফাঁস গরম। হিট ওয়েভ চলছে। নেহাত বাধ্য হয়ে ছোটদের স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা। কিন্তু প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। এদিকে গরমের ছুটি পড়তে এখনও কয়েক সপ্তাহ বাকি। শিশুদের অসুস্থতা এড়াতে কী করবেন এই সময়? পরামর্শে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণ মাঙ্গলিক।  বিশদ

18th  April, 2024
অস্থির গরমে সুস্থ থাকতে রোজ পাতে থাক টক দই

আমাদের আজকের আলোচনা মূলত টক দই নিয়ে। টক দই সাধারণত শুভ্র বর্ণের হয়। অনেকের আবার সাদা দই এবং ইয়োগার্ট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ইয়োগার্ট এবং দই-এর প্রস্তুতির মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে।  বিশদ

18th  April, 2024
একনজরে
পুলিস কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়াকে প্রভাবিত করছে রাজ্য ও কলকাতা পুলিসের ওয়েলফেয়ার কমিটি। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে একটি রাজনৈতিক দল। ...

২ মে ২০১৮। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি পর্বের লড়াই। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে দুরন্ত লড়াই মেলে ধরে বায়ার্ন মিউনিখ। ...

পর্দার ‘মুন্নাভাই’ মুরলি প্রসাদকে পাশ করাতে গিয়ে পরীক্ষায় বসেছিলেন শিক্ষক রুস্তম পারভি। রিয়েল লাইফে তেমনই কাণ্ড ঘটাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নিট) পরীক্ষার্থীর দাদা। ঘটনাস্থল রাজস্থানের বারমার। ...

গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত দার্জিলিং জেলায় ৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তবে জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার কোনও খবর নেই বলে জেলা স্বাস্থ্য বিভাগ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শেয়ার ও বিমা সূত্রে অর্থাগম হতে পারে। কাজের প্রসার ও নতুন কর্মলাভের সম্ভাবনা। বিদ্যা হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব রেডক্রস দিবস
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস
১৭৯৪ - ফ্রান্সের রসায়ন বিজ্ঞানের জনক এ্যান্থেনিও লেভিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল
১৮২৮- রেড ক্রস এর প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনন্টের জন্ম
১৮৬১ - বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৮৬৩ - ভারতে প্রথম রেডক্রস দিবস উদযাপিত হয়
১৯০২ - দক্ষিণ ফ্রান্সে অবস্থিত একটি পাহাড় থেকে বিকট শব্দে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় সেন পিয়ারে নামের একটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়
১৯২৯- শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী গিরিজা দেবীর জন্ম
১৯৫৩- গায়ক রেমো ফার্নাডেজের জন্ম
১৯৬২- জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন
১৯৭০ – প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেট তারকা মাইকেল বেভানের জন্ম
১৯৮১ - কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় স্থায়ী প্রধান বিচারপতি ফণিভূষণ চক্রবর্তীর মৃত্যু
১৯৯৩ - অস্ট্রেলীয় ক্রিকেট তারকা প্যাট কামিন্সের জন্ম
১৯৯৬ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয়
২০০৮ -  অভিনেতা,পরিচালক ও নাট্যব্যক্তিত্ব জ্ঞানেশ মুখোপাধ্যায়ের মৃত্যু
২০২৩ - সাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৬৬ টাকা ৮৪.৪০ টাকা
পাউন্ড ১০৩.১৭ টাকা ১০৬.৬২ টাকা
ইউরো ৮৮.৩৮ টাকা ৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৫ বৈশাখ, ১৪৩১, বুধবার, ৮ মে ২০২৪। অমাবস্যা ৯/৩০ দিবা ৮/৫২। ভরণী নক্ষত্র ২১/১৫ দিবা ১/৩৪। সূর্যোদয় ৫/৩/৪২, সূর্যাস্ত ৬/২/২৯। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৭ মধ্যে পুনঃ ৯/২৩ গতে ১১/৮ মধ্যে পুনঃ ৩/২৭ গতে ৫/১০ মধ্যে। রাত্রি ৬/৪৬ গতে ৮/৫৯ মধ্যে পুনঃ ১/২৪গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৩ গতে ৩/২৭ মধ্যে। রাত্রি ৮/৫৯ গতে ১০/২৭ মধ্যে। বারবেলা ৮/১৮ গতে ৯/৫৫ মধ্যে পুনঃ ১১/৩৩ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/১৮ গতে ৩/৪০ মধ্যে। 
২৫ বৈশাখ, ১৪৩১, বুধবার, ৮ মে ২০২৪। অমাবস্যা দিবা ৮/৪৮। ভরণী নক্ষত্র দিবা ১/৫৬। সূর্যোদয় ৫/৪, সূর্যাস্ত ৬/৪। অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/৮ মধ্যে ও ১/৪৭ গতে ৫/২০ মধ্যে এবং রাত্রি ৯/৪৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে। কালবেলা ৮/১৯ গতে ৯/৫৭ মধ্যে ও ১১/৩৪ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/১৯ গতে ৩/৪২ মধ্যে। 
২৮ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: লখনউকে ১০ উইকেটে হারাল হায়দরাবাদ

10:27:54 PM

আইপিএল: ১৯ বলে হাফসেঞ্চুরি অভিষেক শর্মার, হায়দরাবাদ ১২০/০ (৬.৩ ওভার) টার্গেট ১৬৬

10:15:03 PM

আইপিএল: ১৬ বলে হাফসেঞ্চুরি ট্রাভিস হেডের, হায়দরাবাদ ৭৯/০ (৪.৪ ওভার) টার্গেট ১৬৬

10:04:52 PM

আইপিএল: হায়দরাবাদকে ১৬৬ রানের টার্গেট দিল লখনউ

09:26:56 PM

আইপিএল: ২৮ বলে হাফসেঞ্চুরি আয়ূষ বাদোনির, লখনউ ১৪৬/৪ (১৯ ওভার), বিপক্ষ হায়দরাবাদ

09:19:23 PM

আইপিএল: ২৪ রানে আউট ক্রুণাল পান্ডিয়া, লখনউ ৬৬/৪ (১১.২ ওভার), বিপক্ষ হায়দরাবাদ

08:43:15 PM