Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

কুকুরে কামড়ালে কোন সময়ে কী টিকা?

পরামর্শে র‌্যাবিসের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুমিত পোদ্দার।

কুকুর  ভালোবাসেন নাকি কুকুরে ভয় পান? উত্তর আপনার যা-ই হোক, কুকুর আঁচড়ালে বা কামড়ালে তার বিষের প্রভাব কিন্তু সকলের শরীরে সমান! কুকুরের লালার বিষ থেকে বাঁচতে প্রতিষেধক নিতেই হবে। বহু কুকুরপ্রেমীর ক্ষেত্রে দেখা যায়, অল্পস্বল্প আঁচড় বা কুকুরের নখে সামান্য চিড়ে যাওয়া নিয়ে মাথা ঘামান না। চিকিৎসাবিজ্ঞান ও জলাতঙ্ক রোগের প্রকৃতি জানলে বুঝবেন, এই রোগের সঙ্গে যুঝতে গেলে আবেগের কোনও জায়গা নেই। কুকুর ও মানুষ আলাদা প্রজাতির প্রাণী। কুকুর মানুষকে কামড়ালে বা আঁচড়ালে জলাতঙ্ক হওয়ার ঝুঁকি থেকে যায়। তাই কুকুরটি যতই প্রিয় হোক না কেন, ‘ওর থেকে আমার কোনও ক্ষতি হবে না’— জাতীয় কথা এখানে শুধুই আবেগের বাতুলতা! কুকুর ভালোবাসুন ক্ষতি নেই, কিন্তু কুকুরের আঁচড় কামড় নিয়ে সজাগ থেকে নিজেকেও ভালোবাসতে শিখুন।
কুকুরের আঁচড় বা কামড়কে অবহেলা করলে, উপযুক্ত ভ্যাকসিন না নিলে সেই সংক্রমণ থেকে জলাতঙ্ক হওয়ার শঙ্কা থেকেই যায়। আর এই অসুখ প্রাণঘাতী। দুর্ভাগ্যের বিষয় এর কোনও চিকিৎসা এখনও অবধি নেই। লক্ষণ প্রকাশ পাওয়ার পর একজন রোগী সর্বোচ্চ সাত দিন পর্যন্ত বাঁচতে পারেন। এই মৃত্যুযন্ত্রণা এতই কষ্টকর যে সিংহভাগ সময়ে রোগীকে অর্ধচেতন করে রাখা হয়। তাই এই রোগ প্রতিরোধ করা ছাড়া অন্য উপায় নেই।

টীকার ইতিহাস
১৮৮৫ সালে ফরাসি নাগরিক জোসেফ লিস্টারকে কুকুরে কামড়ায়। লুই পাস্তুর প্রথম তাঁর শরীরে এই র‌্যাবিস ভাইরাসের টিকা ব্যবহার করেন। সেটি তখন ছিল নার্ভ-টিস্যু ভ্যাকসিন। বড় ও মোটা সূচ, বেশ বেদনাদায়ক। ভ্যাকসিনের সংখ্যাও অনেক বেশি। নাভির চারপাশে এই ইঞ্জেকশন দিতে হতো। এই ভ্যাকসিনের প্রভাবে জোসেফ সে যাত্রা প্রাণে বেঁচে যান। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ভ্যাকসিন উন্নত হয়েছে। সুচ সরু হয়ে এসেছে টিস্যু কালচার ভ্যাকসিন, যা কম বেদনাদায়ক ও বাহুতে নিতে হয়। প্রয়োজন হয় মাত্র ৫টি। বর্তমানে এই ভ্যাকসিনের পাশাপাশি র‌্যাবিস ইমিউনোগ্লোবিউলিন, টিটেনাস ও অ্যান্টিবায়োটিক মিলে এই প্রতিরোধ তৈরি করা হয়।

ঝুঁকি কখন
কুকুরের আঁচড়, কামড় বা কোনও ক্ষতস্থানে কুকুরের লালা লেগে গেলে এই অসুখের ঝুঁকি তৈরি হয়। র‌্যাবিস ভাইরাসের কারণে এই অসুখ মানবশরীরে বাসা বাঁধে। এই ভাইরাসের সঙ্গে লড়তে গেলে শুধু ইঞ্জেকশন বা ভ্যাকসিন যথেষ্ট নয়। প্রয়োজন নিয়ম মেনে ‘উন্ড টয়লেট’ করা। 

উন্ড টয়লেট কেন?
চিকিৎসাবিজ্ঞানের গাইডলাইন মেনে আক্রান্ত জায়গাটিকে প্রথমেই উচ্চ ক্ষারযুক্ত সাবান ও ২ শতাংশ পোভিডিন আয়োডিন মেশানো জল দিয়ে ১৫ মিনিট ধরে ধুতে হবে। একেই উন্ড টয়লেট বলে। এই র‌্যাবিস ভাইরাসের এমনই প্রকৃতি যে শুধু প্রতিষেধক বা টিকা দিয়ে এর ১০০ শতাংশ বিষ নির্মূল করা যায় না। ৫০ শতাংশ ভাইরাসকে সাবানজলে ধুয়ে নির্মূল করে দিতে হয়। বাকি ভাইরাস নির্মূলের জন্য ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসার উপর নির্ভর করতে হয়। তাই ভ্যাকসিনের মতোই উন্ড টয়লেট গুরুত্বপূর্ণ।

 কুকুর শুঁকলেও কি ভ্যাকসিন?
জলাতঙ্কের তিনটি ভাগ আছে। ১) কুকুরে শোঁকা, ২) কুকুরের আঁচড়, ৩) কুকুরের কামড়। কোনও কুকুর যদি আপনাকে শোঁকে, তাহলে বাড়িতে এসে ভালো করে শোঁকা জায়গাটি উচ্চ ক্ষারযুক্ত সাবান ও ২ শতাংশ পোভিডিন আয়োডিন দিয়ে ধুয়ে নিন। এতে জলাতঙ্কের ঝুঁকি এড়ানো সম্ভব। নিজের বাড়ির কুকুরের প্রয়োজনীয় সব ভ্যাকসিন নেওয়া থাকলে সেক্ষেত্রে শুঁকলে অতটা ভয় নেই। তবে অন্যের বাড়ির কুকুর হলে বাড়ি ফিরে ভালো করে হাত-পা ধুয়ে নিন।

কুকুর আঁচড়াল, কী করব?
কুকুরের নখ থেকেও র‌্যাবিস ভাইরাস ছড়ায়। এটি জলাতঙ্কের দ্বিতীয় ক্যাটেগরি। তাই চেনা বা অচেনা যে কোনও কুকুর আঁচড়ালে যদি চিরে যায়, রক্ত না বেরয়, তাহলে প্রথমে নিয়ম মেনে ওই জায়গাটি উচ্চ ক্ষারযুক্ত সাবান ও ২ শতাংশ পোভিডিন আয়োডিন দিয়ে ধুতে হবে মিনিট ১৫ ধরে। তারপর অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। পাঁচটি ইঞ্জেকশনের প্রথমটি ঘটনার দিন, তারপর ঘটনার ৩ দিনের মাথায়, তৃতায়টি ৭ দিনের মাথায় চতুর্থটি ১৪ দিনের মাথায় ও পঞ্চমটি ২৮ দিনের মাথায় নিতে হবে। এই সব ভ্যাকসিন হাতে নিতে হবে।

কামড়ালে অতিরিক্ত কী?
কুকুরের কামড়ে রক্তের দেখা মিললে বা ক্ষত তৈরি হলে উন্ড টয়লেট ও ভ্যাকসিন নেওয়ার পুরো প্রক্রিয়াটির সঙ্গে যোগ হবে র‌্যাবিস ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশন। এটি ক্ষতস্থানের মধ্যে নিতে হবে। এটি একটি রেডিমেড অ্যান্টিবডি। ভ্যাকসিন শরীরে প্রবেশ করে কাজ করতে যে ক’টি দিন সময় নেবে, তার আগেই এই ইমিউনোগ্লোবিউলিন ক্ষতস্থানে থেকে যাওয়া বিষকে প্রশমিত করবে। এর আয়ু সাত দিন। এই সাত দিনের মধ্যে শরীরের ভ্যাকসিন সক্রিয় হয়ে যাবে। এর সঙ্গে প্রয়োজন একটি টিটেনাস ইঞ্জেকশন ও প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক। 

শুধু কুকুরেই সতর্কতা?
যে কোনও উষ্ণ রক্তের প্রাণী থেকেই এই রোগ ছড়াতে পারে। কুকুর, বিড়াল, বেজি, গবাদি পশু, ঘোড়া, ভোঁদড়, শিয়াল ইত্যাদির কামড় থেকে জলাতঙ্ক ছড়াতে পারে। 
সতর্কতা
• প্রতিটি ভ্যাকসিন যেন তারিখ ও পদ্ধতি মেনে দেওয়া হয়। 
• অর্ধেক ভ্যাকসিন হাতে, অর্ধেক পেটে এভাবে নেবেন না। সব ভ্যাকসিন হাতে, ইমিউনোগ্লোবিউলিন ক্ষতস্থানে নিতে হবে।
• পুরসভা ও পঞ্চায়েতের দায়িত্ব স্থানীয় কুকুরদের প্রয়োজনীয় ভ্যাকসিনেশন ও লাইগেশন করানোর। নাগরিক সচেতনতাও প্রয়োজন।
লিখেছেন মনীষা মুখোপাধ্যায়
হার্ট অ্যাটাক না গ্যাসের ব্যাথা, বুঝবেন কীভাবে?

কীভাবে আলাদা করবেন দুই ব্যথার উপসর্গ। পরামর্শ দিলেন  ডাঃ অমিতাভ ভট্টাচার্য।  বিশদ

গুণের রাজা হলুদ! 

হলুদের ব্যবহার ভারতে হাজার হাজার বছর ধরে চলে আসছে। যে কোনও রান্নাঘরে আমরা হলুদকে কোনও না কোনও রূপে দেখতে পাই। কোথাও হলুদ গুঁড়ো ব্যবহার করা হয়, কোথায় হলুদ বেটে আবার কোথাও শুকনো হলুদ ব্যবহার করা হয়।  বিশদ

দোলের পরে ত্বকের যত্ন

দোলে রং খেলে হইহুল্লোড়ে মেতেছেন কমবেশি সকলেই। সকাল থেকে বিকেল লাল, নীল, সবুজ, হলুদ রংয়ে মেতে চেহারা আর চেনার উপায় ছিল না। কিন্তু গায়ে জ্বর আসে তখনই যখন এই সব রং পরিষ্কার করে আবার নিজেকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে যেতে হয়। কী করবেন তখন? ত্বকের যত্ন নেবেন কী করে? পরামর্শে বিশিষ্ট অ্যারোমাথেরাপিস্ট কেয়া শেঠ।
বিশদ

অক্সিজেন সিলিন্ডার

প্রবল শ্বাসকষ্ট বছর একুশের তরুণের! চিকিৎসক জর্জ হোলটজ্যাপেল পরীক্ষা করে বুঝলেন নিউমোনিয়া। রয়েছে অক্সিজেনের ঘাটতি। এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন তিনি। সিলিন্ডারে স্টোর করে রাখা অক্সিজেন দিলেন রোগীকে। ধীরে ধীরে শ্বাসকষ্টের সমস্যা কমল। বিশদ

বিরল অস্ত্রোপচারে একরত্তির প্রাণ বাঁচাল রুবি

রুবি জেনারেল হসপিটালের শিশুরোগ বিভাগের চিকিৎসকদের দক্ষতায় সুস্থ হল বিরলরোগ ডায়াফ্র্যাগম্যাটিক হার্নিয়ায় আক্রান্ত এক শিশু। মাত্র ১ বছর ২ মাস বয়সেই এই মারণরোগ থাবা বসায় তার শরীরে। মানবদেহে পেট ও বুককে যে পাতলা আস্তরণ আলাদা করে, তাকে ডায়াফ্রাম বলে। বিশদ

বাচ্চা থেকে বুড়ো- জ্বর সারলেও কমছে না কাশি, খান এই হোমিওপ্যাথি ওষুধ 

দোল খেলাও সাঙ্গ হল। কোকিল সম্ভবত পড়েছে মুশকিলে! বাসার বাইরে এসে কুহু ডাক দেবে বলে যেই না মনস্থির করছে, তখনই অপ্রত্যাশিত বৃষ্টিতে একেবারে কাকভেজা হতে হচ্ছে! গলা বসে গিয়েছে কি না জানা নেই, তবে কোকিলের ডাক একটু কমই শুনছি মনে হচ্ছে!
বিশদ

26th  March, 2024
ঘাড়ে ব্যথার সঙ্গে এই উপসর্গ? স্পন্ডাইলোসিস নয়তো?

স্পন্ডাইলোসিস এখন বহু কম বয়সি ব্যক্তিকেই আক্রমণ করছে। কীভাবে চিনবেন অসুখের লক্ষণ? কী করলে রোগ ভালো থাকবেন? জানাচ্ছেন এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক সার্জেন ডাঃ কিরণকুমার মুখোপাধ্যায়।
বিশদ

26th  March, 2024
হেঁশেলেই লুকিয়ে রোগমুক্তির রহস্য, এলাচ ও দারুচিনির রয়েছে বহু গুণ

শরীর খারাপ হলে ঘনঘন চিকিৎসকের কাছে যাওয়াটা আমাদের অভ্যাস। বর্তমানে সবকিছু ভুলে, মুঠো মুঠো ওষুধ খেয়ে সুস্থ থাকার প্রবণতাও  চলে এসেছে সকলের মধ্যে।
বিশদ

26th  March, 2024
দোলের পরেই খোকা-খুকুর জ্বর-সর্দি-কাশি? কীভাবে কমাবেন ওদের কষ্ট?

পরামর্শে পার্কসার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ-এর অধ্যক্ষ ডাঃ জয়দেব রায়। বিশদ

26th  March, 2024
কীটপতঙ্গের কামড়ে কী করবেন?

পরামর্শে মেদিনীপুর মেডিক্যাল কলেজের শিক্ষক চিকিৎসক ডাঃ শুভেন্দু বাগ বিশদ

21st  March, 2024
পূর্বভারতে প্রথম: আর এন টেগোরে রোবটের হাতে কিডনি প্রতিস্থাপন!

একে কিডনির দূরারোগ্য ব্যাধি তাতে আবার ওজন অত্যন্ত বেশি। বেসাল মেটাবলিক রেট (বিএমআর) যা দিয়ে কিনা স্থূলত্ব বোঝা যায়, তা প্রায় ৩৬.৫! এমনিতে দক্ষিণ এশিয়ায় একজন সুস্থ-স্বাভাবিক মানুষের বিএমআই থাকা উচিত ২৫-এর নীচে। সেখানে এই অঙ্ক যথেষ্টই বেশি। বিশদ

21st  March, 2024
বাড়িতে হঠাৎ চোট-আঘাত, চটজলদি কী করবেন?

বাড়িতে অসাবধানতাবশত লেগে যায় ছোট বড় আঘাত। প্যানিক না করে কীভাবে পরিস্থিতি সামলাবেন? জানাচ্ছেন পিজি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রাক্তন প্রধান ডাঃ আনন্দকিশোর পাল ও জেনারেল সার্জেন প্রফেসর বিতানকুমার চট্টোপাধ্যায়।
  বিশদ

21st  March, 2024
মেডিকায় কিডনি ট্রান্সপ্লান্ট চ্যাম্পিয়ন্স মিট

চলতি বছরে বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে আয়োজিত হল কিডনি ট্রান্সপ্লান্ট চ্যাম্পিয়ন্স মিট। এই আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল কিডনি ট্রান্সপ্লান্ট সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা। বিশদ

21st  March, 2024
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডিজিটাল ট্যুইন! 

দীর্ঘস্থায়ী বিপাকজনিত অসুখ এবং ডায়াবেটিসের চিকিৎসায় বিরাট পরিবর্তন আনতে পারে ট্যুইন হেলথ হোল বডি ডিজিটাল ট্যুইন প্রযুক্তি। সমগ্র বিশ্বেই দীর্ঘস্থায়ী বিপাকজনিত অসুখ যেমন ডায়াবেটিস, স্থূলত্ব, উচ্চ রক্তচাপ, এবং ফ্যাটি লিভার মহামারীর আকার ধারণ করেছে। বিশদ

21st  March, 2024
একনজরে
মালদ্বীপে মহম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে। চীনপন্থী এই নেতাকে বিভিন্নভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে জিনপিং সরকার। সেই প্রতিশ্রুতির একটি পানীয় জল সরবরাহ। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগতে থাকা মালদ্বীপে ১ হাজার ৫০০ টন হিমবাহ নিঃসৃত জল ...

দুই প্রার্থীকেই মানছি না। দু’জনকেই পরিবর্তন করতে হবে। এমনই দাবিতে বুধবার ভগবানগোলার বরবরিয়ায় রাস্তায় নেমে তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা। ...

বাল্টিমোর ব্রিজ দুর্ঘটনায় ভারতীয় নাবিকদের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সময়ে উদ্ধারকাজ শেষ করায় স্থানীয় প্রশাসনেরও প্রশংসা করেছেন তিনি। মঙ্গলবার পণ্যবাহী ...

শুধু ভারত নয়, বিশ্বের দরবারে ধনেখালির পরিচিতি তাঁতের শাড়ির জন্য। তবে এখন আর ধনেখালিতে হাতে টানা তাঁতের মাকুর ঠক ঠক শব্দ সেভাবে শুনতে পাওয়া যায় ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

গৃহে শুভকর্মের প্রস্তুতি ও ব্যস্ততা। হস্তশিল্পীদের নৈপুণ্য ও প্রতিভার বিকাশে আয় বৃদ্ধি। বিদ্যায় উন্নতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬৮: রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির জন্ম
১৯২৬: ক্রিকেটার পলি উমরিগড়ের জন্ম
১৯৩০: কনস্টান্টিনোপলের নাম ইস্তাম্বুল ও অ্যাঙ্গোরার নাম আঙ্কারা করা হয়
১৯৩০: বিশিষ্ট ধ্রুপদী সঙ্গীতশিল্পী মীরা বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৪১: কলকাতা থেকে মহানিষ্ক্রমণের পর নেতাজি সুভাষচন্দ্র বার্লিন পৌঁছালেন
১৯৪২: রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীন করার আহ্বান জানিয়ে ভাষণ দেন
১৯৫৪: অভিনেত্রী মুনমুন সেনের জন্ম
১৯৭৫: অভিনেতা অক্ষয় খান্নার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৬ টাকা ৮৩.৯৫ টাকা
পাউন্ড ১০৩.৯১ টাকা ১০৬.৫৪ টাকা
ইউরো ৮৯.০৮ টাকা ৯১.৫২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬৬,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬৭,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৩,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৪,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৪,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ চৈত্র, ১৪৩০, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪। তৃতীয়া ৩৩/২১ রাত্রি ৬/৫৭। স্বাতী নক্ষত্র ৩২/৩৪ রাত্রি ৬/৩৮। সূর্যোদয় ৫/৩৬/৪৮, সূর্যাস্ত ৫/৪৬/৪৮। অমৃতযোগ রাত্রি ১২/৫২ গতে ৩/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/১৩ মধ্যে পুনঃ ১০/২৮ গতে ১২/৫৫ মধ্যে। বারবেলা ২/৪৪ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪১ গতে ১/১১ মধ্যে। 
১৪ চৈত্র, ১৪৩০, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪। তৃতীয়া অপরাহ্ন ৪/৩৬। স্বাতী নক্ষত্র অপরাহ্ন ৪/৪৩। সূর্যোদয় ৫/৩৯, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ রাত্রি ১২/৪৬ গতে ৩/৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/২২ গতে ১২/৫২ মধ্যে। কালবেলা ২/৪৫ গতে ৫/৪৭ মধ্যে। কালরাত্রি ১১/৪৩ গতে ১/১২ মধ্যে। 
১৭ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: দিল্লিকে ১২ রানে হারিয়ে ম্যাচ জিতল রাজস্থান

11:38:34 PM

আইপিএল: ৯ রানে আউট অভিষেক, দিল্লি ১২২/৫ (১৫.৩ ওভার), টার্গেট ১৮৬

11:13:01 PM

আইপিএল: ২৮ রানে আউট পন্থ, দিল্লি ১০৫/৪ (১৩.১ ওভার), টার্গেট ১৮৬

11:02:01 PM

আইপিএল: ৪৯ রানে আউট ওয়ার্নার, দিল্লি ৯৭/৩ (১১.২ ওভার), টার্গেট ১৮৬

10:49:56 PM

আইপিএল: দিল্লি ৭৩/২ (৮ ওভার), টার্গেট ১৮৬

10:36:51 PM

আইপিএল: ০ রানে আউট রিকি, দিল্লি ৩০/২ (৩.৪ ওভার), টার্গেট ১৮৬

10:13:27 PM