ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
তারা জানিয়েছে, এই প্রক্রিয়ায় অপারেশনে, বুকের হাড়ে ক্ষুদ্র ছিদ্র করলেই চলে। ফলে রোগীর রক্তক্ষরণ ও যন্ত্রণা হয় কম। বয়স্ক রোগীর ক্ষেত্রে এই অপারেশন বিশেষ ফলপ্রদ। হাড় কাটতে হয় না, ফলে পচন ধরার ভয়ও থাকে না। হাসপাতালের কার্ডিওথোরাসিক বিভাগের ডিরেক্টর ও ভাসকুলার সার্জেন ডাঃ সুশান মুখোপাধ্যায় জানান, মিনিম্যালি ইনভেসিভ পদ্ধতিতে আমরা গত কয়েক বছরে দেড় হাজারেরও বেশি অপারেশন করেছি। এখন নতুন প্রযুক্তিতে বুকের বাঁদিকে দু’ইঞ্চি ছোট ফুটো করে বাইল্যাটারাল ইন্টারনাল ম্যামারি আর্টারি গ্রাফটিং করতে পারি। ফলাফলও আশাব্যঞ্জক। হাসপাতালে বেশিদিন থাকতে হচ্ছে না রোগীকে। দ্রুত কাজেও ফিরতে পারছেন তাঁরা।