মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
বিদ্যালয়ের অধ্যক্ষা মৌসুমী মহাপাত্র প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। স্কুল কয়্যারের সমবেত সঙ্গীতে গেয়ে ওঠা ‘রুডলফ দ্য রেড নোজ রেইন ডিয়ার’ বা ‘উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস’ গানের তালে বইছিল খুশির হাওয়া। এরপরই লাল আর সাদা জামায় সেজে মঞ্চে ওঠে প্রাথমিক বিভাগের খুদে পড়ুয়ারা— ‘জয় টু দ্য ওয়ার্ল্ড’ নাচের পরিবেশনায়। সবশেষে হঠাৎ মঞ্চে সান্তাক্লজের আগমন! শিশুদের মধ্যে চকলেট ও উপহার বিতরণ করে বড়দিনের আনন্দ দ্বিগুণ করে তোলে সান্তা।