Bartaman Patrika
বিকিকিনি
 

 টুকরো  খবর

সোনি-র নতুন এআই ক্যামেরা
নতুন ক্যামেরা বাজারজাত করল সোনি ইন্ডিয়া। বিশ্বের প্রথম ফুল-ফ্রেম গ্লোবাল শাটার ইমেজ সেন্সর সহ নতুন আলফা নাইন থ্রি এই মডেল নিয়ে ক্যামেরাপ্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে। এটি কোনও ব্ল্যাকআউট ছাড়াই ১২০ এফপিএস পর্যন্ত দ্রুত গতিতে শ্যুট করতে পারে। পাবেন উন্নতমানের এএফ সিস্টেম, যা চলমান ছবির ক্ষেত্রেও প্রতি সেকেন্ডে ১২০বার অবধি ফোকাস করতে পারবে। এই ক্যামেরায় থাকছে এআই প্রযুক্তির রিয়েল টাইম রেকগনিশন অটোফোকাসের সুবিধা। সব ধরনের উচ্চ প্রযুক্তি সহ একটি চার অক্ষ বিশিষ্ট মাল্টি-অ্যাঙ্গেল এলসিডি মনিটর রয়েছে এই মডেলে। শাটার চাপার আগের মুহূর্ত পর্যন্ত ভিডিও করাও সম্ভব এই মডেলে। গত ২৬ ফেব্রুয়ারি থেকে ভারতে সোনি সেন্টার এবং সোনির এক্সক্লুসিভ পোর্টাল, নামী ইলেকট্রনিক স্টোর এবং অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এই মডেল। দাম পড়বে প্রায় ৫ লক্ষ ৩০ হাজার টাকা।
বেনারসি টেক্সটোরিয়ামে শুরু চৈত্র সেল
চৈত্রমাসে সেলের বাজার বাঙালির কাছে বার্ষিক এক উন্মাদনা। গত ১ মার্চ থেকেই তাই সেল শুরু করল শ্যামবাজার সিইএসসি-র বিপরীতে ঐতিহ্যবাহী বস্ত্রপ্রতিষ্ঠান বেনারসি টেক্সটোরিয়াম। এখানে সেলে কটন হ্যান্ডলুম পাবেন মাত্র ৪৫০-২২৫০ টাকা রেঞ্জের। বাংলাদেশি ঢাকাই মিলবে ৫৪০-৪২০০ টাকায়। সাউথ কটন পাবেন ৬৫০-১৬৫০-এ। খাঁটি মঙ্গলগিরি সিল্ক মিলবে ১৮৫০ টাকায়। খাঁটি লিনেন বেনারসি, অন্যসময় যার দাম ৪৮০০-৫৫০০ টাকার রেঞ্জে, সেগুলি সেলের সময় পাবেন মাত্র ২৫৫০-৩৮৮০ টাকার মধ্যে। কোরা অর্গ্যাঞ্জা পাবেন ২২৫০-৩২০০টাকা। চান্দেরি পাবেন ১৮৫০ টাকায়। সিল্ক তসর মিলবে ১০৫০-৬৮০০ টাকা রেঞ্জে। কোরা চান্দেরি পাবেন ৪৪৫০-১৮৫০ টাকায়। কোষা সিল্ক মিলবে ৯৯০-১৪৫০ টাকা রেঞ্জে। এছাড়া স্বর্ণচরি, ব্রোকেড সিল্ক সবই থাকবে এই সেলে। খাঁটি পৈঠানি মিলবে ৫৮০০-১২,৫০০ টাকার রেঞ্জে। গরমে পরার জন্য বেনারস কটন পাবেন ১২৫০ টাকা বাজেট হলেই। চান্দেরি বেনারসি মিলবে ১২৫০-১৮০০ টাকার মধ্যে। সফট ঢাকাই পাবেন ৭৫০ টাকা বাজেট থাকলেই। রাজকোট, কাহান রাজকোট, সিকো গাদোয়াল, সাউথ সিল্ক সবই পকেটসই দামে পাবেন। সাউথ সিল্কের দাম ঘোরাফেরা করবে ১৬৫০-৩০০০ টাকার মধ্যে। এছাড়া একটু বাজেট বেশি হলে খোঁজ করতে পারেন পিওর কাতান ওপারা, পশমিনা বেনারসি, বিষ্ণুপুরী কাতান প্রিন্টেড, খাঁটি  খাড্ডি বেনারসি, তসর পটচিত্র, আর্নি সিল্ক ইত্যাদি শাড়ি। খাঁটি মুগা মিলবে ১০,৫০০-১২,৫০০ টাকার মধ্যে। খাঁটি কাঞ্জিভরম পাবেন ৬৫০০-৭২০০ টাকার মধ্যে। কাতান ব্রোকেডের দাম ঘোরাফেরা করবে ৩৫০০-৬৮০০ টাকার মধ্যে। টিস্যু পৈঠানি পাবেন ৫৮০০-৭৫০০ টাকার মধ্যে। ভাগলপুরী সিল্ক, কোরা হ্যান্ডলুম সবই পাবেন গরমের মরশুমে। এই সময়ের বিয়েবাড়িতে পরার জন্য খাঁটি মীনাকারি বেনারসি রাখতে পারেন সংগ্রহে। দাম ঘোরাফেরা করবে ১২৫০০-৩২৫০০ টাকার মধ্যে।  সেলফ ওয়ার্ক বেনারসি শুরু ৪৫০০ টাকা থেকে। সেমি রাজকোট মিলবে ২০০০-২৫০০ টাকার মধ্যে। কনট্রাস্ট বেনারসির রেঞ্জ ৫৫০০-১০৫০০। এছাড়া সবরকমের বেনারসি শাড়ির উপর ১০-১৫ শতাংশ বিশেষ ছাড় এই সময় দেওয়া হবে। ১৪ এপ্রিল পর্যন্ত শোরুম প্রতি রবিবারও খোলা থাকছে।  
পোদ্দার ওয়ালপেপার অ্যান্ড ব্লাইন্ডস
অন্দরসাজে আলাদা করে গুরুত্ব দেওয়ার রীতি শহর ও মফস্সলের গৃহসজ্জার অন্যতম অংশ হয়ে উঠেছে। আপনার সেই কাজকে আর একটু সহজ করে দিতে এগিয়ে এল পোদ্দার ওয়ালপেপার অ্যান্ড ব্লাইন্ডস কোম্পানি।  দেওয়াল জোড়া সুন্দর ওয়ালপেপার হোক বা  কৃত্রিম গাছ ও ফুল, সবই পাবেন এখানে। ব্যালকনি ও সদরের বাইরে বাহারি ঝরনা, এলইডি নেমপ্লেট তো আছেই, এছাড়াও বাগানে বাহারি বেড়া, নানা কৃত্রিম পাখি, জীবজন্তুর মডেল, বিভিন্ন মূর্তি, শো-পিস দিয়ে সাজানোর শখ থাকলে তাও পূরণ করবে এই সংস্থা। ৭, আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের এই সংস্থায় সম্প্রতি এখানে শুরু হয়েছে বিশেষ গোল্ডেন অফার। একটি রোল ওয়ালপেপারের কিনলে বিনামূল্যে আর একটি নকশাদার ওয়ালপেপার পাবেন। যোগাযোগ ৮০১৩০৯০৯০৯।
মাহিন্দ্রা-র নতুন এসইউভি 
• স্করপিও –এন জেড৮ সিলেক্ট আনল মাহিন্দ্রা। উন্নত প্রযুক্তি ও নকশার এই এসইউভি এবার আরও গ্রাহকবান্ধব। রঙের দিক থেকেও বেশ আকর্ষণীয়। এক্সক্লুসিভ মিডনাইট ব্ল্যাক রঙের এই গাড়িতে মিলবে সিগনেচার ডুয়েল ব্যারেল এলইডি হেডল্যাম্প, এলইডি প্রোজেক্টর ফগ ল্যাম্প ও দুর্ধর্ষ অন্দরসাজ এই মডেলের ইউএসপি। চালক ও যাত্রীদের আরামের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে এই মডেলে। উন্নতমানের পাঁচতারা নিরাপত্তাব্যবস্থা, ইলেক্ট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম সহ ৬টি এয়ারব্যাগও থাকছে এতে। ২০.৩২ সেমি ইনফোটেনমেন্ট স্ক্রিন ও ১৭.৭৮ সেমি কালার টিএফটি ক্লাস্টার এই মডেলের অন্যতম বৈশিষ্ট্য। গতকাল, ১ মার্চ থেকেই ডিলারদের কাছে পৌঁছে গিয়েছে এই মডেল। 
প্রেস্টিজ-এর নতুন জলের বোতল
• রান্নাঘরের অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে টিটিকে প্রেস্টিজ অন্যতম জনপ্রিয়। এবার প্রেস্টিজ সিঙ্গেল ওয়াল ওয়াটার বোতল বাজারজাত করল তারা। এই বিভাগে চারটি ভিন্ন ধরনের বোতল রয়েছে। গরম পড়তেই শরীরে হাইড্রেশনের প্রয়োজন নতুন করে জানান দিচ্ছে আবহাওয়া। তাই টেকসই, স্পিল প্রুফ ও পরিষ্কার করার সুবিধাযুক্ত এই বোতলগুলি মধ্যবিত্ত পকেটসই দামে পাবে বলেই দাবি সংস্থার। পরিবেশবান্ধব ও উচ্চমানের স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এই বোতলগুলি স্টিলের হওয়ায় প্লাস্টিকের বোতল থেকে হওয়া ক্ষতি এড়ানো যাবে। বিভিন্ন রঙে পাবেন এই বোতল। ৭৫০ ও ১০০০ মিলি-র বিকল্পে সবক’টি মডেল মিলবে। দাম ঘোরাফেরা করবে ৩৭৫ থেকে ৫৪৫ টাকার মধ্যে। 
শিল্পী হয়ে ওঠার উপাখ্যান ছবিতে
অ্যাকাডেমি অব ফাইন আর্টসে চলছে শিল্পী বিবেকানন্দ মুখোপাধ্যায়ের চিত্র প্রদর্শনী। তাঁর শিল্পী জীবনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করেছেন তিনি। অ্যাকাডেমির তিনটি গ্যালারি জুড়ে প্রদর্শিত হচ্ছে ছবিগুলি। গ্রাম থেকে শহরে আসা এক তরুণের শিল্পী হয়ে ওঠার উপাখ্যান এই প্রদর্শনী।  কলকাতাকে নিবিড়ভাবে দেখে তা তুলির টানে ফুটিয়ে তুলেছেন  শিল্পী।  ছোট বড় মিলিয়ে প্রায় আড়াইশো ছবি প্রদর্শিত হয়েছে এখানে। প্রদর্শনীর শুভ সূচনা করেন শিল্পী পার্থপ্রতিম দেব, শিল্পী বিরাজ পাল ও  গোলপার্ক রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বেদস্বরূপানন্দ। আগামিকাল, ৩ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
চারুবাসনায় প্রদর্শনী ‘চতুর্ভুজের মধ্যে’
 ‘চারুবাসনা, যোগেন চৌধুরী সেন্টার ফর আর্ট’-এ সম্প্রতি শেষ হল শিল্পী পারমিতা সরকারের দ্বিতীয় একক প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন প্রথিতযশা শিল্পী যোগেন চৌধুরী এবং তাপস কোনার। বহুলপ্রচলিত তেল রং, সিন্থেটিক পুট্টি, কটন ক্যানভাস ও উডেন বোর্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। একটি চতুর্ভুজের মাঝে যাবতীয় বদ্ধতাকে ধরাই এই প্রদর্শনীর মূল বিষয় ছিল। করোনা, অবসর, আউটস্কার্টস ও লোনার— এই চারটি সিরিজ এখানে উপস্থাপন করেছেন শিল্পী। ধরা পড়েছে পরিযায়ী শ্রমিকের দীর্ঘ পদযাত্রায় নিয়তির হাতে বন্দিদশার আখ্যান, করোনা পরবর্তী সময়ে বিশ্বাসের অভাবে থম মেরে বসে থাকা ময়না পাখির মতো মানব চৈতন্য, অবসর যাপন। আমিত্ববোধ, দু’টি ভিন্ন সময়ের মানুষের চারপাশ ঘেরা যাপন, শহরের জ্যামজট সবই ঠাঁই পেয়েছে এখানে।
02nd  March, 2024
রং খেলায় সাবধানতা

দোলের দিনে কীভাবে যত্ন নেবেন নিজের? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লিখলেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

23rd  March, 2024
 টু  ক  রো  খ ব র

আইটিসি লিমিটেডের ইনস্ট্যান্ট নুডল ও পাস্তা ব্র্যান্ড সানফিস্ট ইপ্পি শুরু করেছে ‘ইপ্পি বেটার ওয়ার্ল্ড: ক্রিয়েট ম্যাজিক’ নামে এক নতুন উদ্যোগ। প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং তা পুনর্ব্যবহারযোগ্য করে তোলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ। বিশদ

23rd  March, 2024
পুরাণের গল্পে সমৃদ্ধ  সীতামারি

পৌরাণিক গল্প আর নৈসর্গিক দৃশ্যে মোড়া সীতামারি। ঘুরে এসে বর্ণনায় তনুশ্রী কাঞ্জিলাল মাশ্চরক। বিশদ

16th  March, 2024
 টু  ক  রো  খ ব র

নারীদিবসে এক নারীর জীবনকথার প্রকাশ দেখল সাহিত্যমহল। ৮ মার্চ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর এই দিনটিকেই বেছে নেওয়া হল ভাস্বরের নতুন বই প্রকাশের দিন হিসেবে।
বিশদ

16th  March, 2024
মাইক্রো আভেন কখন বারণ?

কোন কোন খাবার কীভাবে কখন আভেনে দিলে ক্ষতির পাল্লা কমবে? রইল পরামর্শ। লিখছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

09th  March, 2024
মনমাতানো বেলপাহাড়ির পথে 

 শাল পিয়ালের বন, সেসব ঘিরে উঁচু নিচু টিলা আর মহুয়ার জঙ্গল। এই নিয়েই বেলপাহাড়ি। ঘুরে এসে লিখলেন অরিন্দম ঘোষ। বিশদ

09th  March, 2024
পানেসর আর্ট গ্যালারিতে জীবনের কথা তুলিতে
 

জীবনের নানা অনুভূতির মোচড়। শিল্পী বিশ্বরূপ চৌধুরী এর নাম রেখেছেন ‘প্লাস্টিসিটি অব লাইফ’। সাদা-কালো ছবিতে সেখানে কোথাও ধরা পড়েছে বিমূর্ত মানবজীবন। মানুষে মানুষে সাহায্য, দ্বন্দ্ব, আনন্দ বেদনা ফুটে উঠেছে ৩৩টি ছবির মধ্যে দিয়ে। বিশদ

09th  March, 2024
রি-সাইটেসনের ছন্দে গণেশ হালুই

বাংলাদেশের জামালপুর অঞ্চলে শৈশব কাটে বিশিষ্ট প্রবীণ শিল্পী গণেশ হালুইয়ের। তখনই ছবি আঁকার হাতেখড়ি হয়েছিল স্কুলের আঁকার মাস্টারমশাই গফুর মিঞার কাছে। সেই শুরু। তারপর ষাট বছর ধরে ছবিকেই আঁকড়ে ধরেছেন শিল্পী। রৈখিক প্রয়োগের মাধ্যমে প্রকৃতি ও আকৃতি নির্মাণ এই শিল্পীর আজীবনের প্যাশন। বিশদ

09th  March, 2024
 টুকরো  খবর

আজকের অন্নপূর্ণা-র সিজন ৩-এর প্রিমিয়ার শুরু হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম জি৫-এ। মশলার ব্র্যান্ড সানরাইজ পিওর এই অনুষ্ঠানের আয়োজক। ১৫ মার্চ বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা রন্ধনপ্রতিভা তুলে ধরবেন। বিশদ

09th  March, 2024
মিনি সুইৎজারল্যান্ড খাজিয়ার

রাত আটটা নাগাদ ডালহৌসি এসে পৌঁছেছি। পারদের কাঁটা জানান দিচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস। শীতে কাঁপতে কাঁপতে পৌঁছে গেলাম হোটেলে। পরের দিন থেকে আসল ভ্রমণ সূচি শুরু হবে। আর তাতে প্রথম গন্তব্য ভারতের মিনি সুইৎজারল্যান্ড, খাজিয়ার। 
বিশদ

02nd  March, 2024
মরশুম বদলের সঙ্গী ফল

আধুনিক জীবনে স্ট্রেস ও ক্লান্তি হাত ধরাধরি করে চলে। অবৈজ্ঞানিক জীবনযাপন, ভুল খাওয়াদাওয়া হয় তার দোসর। অল্প বয়স থেকেই শরীরে বাসা বাঁধে সুগার, কোলেস্টেরল, প্রেশারের মতো অসুখ। ভারতীয় প্রাচীন আয়ুর্বেদের দাবি, মরশুমি ফল খেলে ও ডায়েটে নানা ফল রাখলে বিভিন্ন রোগ থেকে দূরে থাকা যায়।
বিশদ

02nd  March, 2024
ইতিহাসকে সঙ্গী করে রাজগীর

সাত দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন রাজগীর। নতুন ও পুরনো নানা পর্যটনকেন্দ্র রয়েছে এখানে। লিখেছেন সুমিত সেনগুপ্ত।      বিশদ

24th  February, 2024
কিচেন গার্ডেনের যত্ন

হাত বাড়ালেই যদি পান পালং শাক বা লেবু? নিজের ছোট্ট আস্তানায় কীভাবে করবেন সেই বাগান? লিখছেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

24th  February, 2024
 টুকরো  খবর

ডেলয়েট গ্লোবাল পাওয়ার্স অব লাক্সারি গুডস ২০২৩-এ ১৯তম স্থান দখল করল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। অভিজাত বিপণনে ভারতের প্রথম স্পট হিসেবেও উঠে এসেছে এই সংস্থা। বিশদ

24th  February, 2024
একনজরে
দুই প্রার্থীকেই মানছি না। দু’জনকেই পরিবর্তন করতে হবে। এমনই দাবিতে বুধবার ভগবানগোলার বরবরিয়ায় রাস্তায় নেমে তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা। ...

চোটের কারণে দলে ছিলেন না লায়োনেল মেসি। পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। তা সত্ত্বেও কোস্টারিকার বিরুদ্ধে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্তিনা। মঙ্গলবার ...

লোকসভা ভোটের আগে যেনতেন প্রকারে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করাই বিজেপির কৌশল। সেই লক্ষ্যে  ভূপতিনগর থানার ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচবজরী গ্রামে সালিশি সভা বসিয়ে তৃণমূল কর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল বিজেপির লোকজনের বিরুদ্ধে ...

দোল উৎসবের রাতেও রাজনৈতিক হিংসা অব্যাহত থাকল কোচবিহার জেলার শীতলকুচিতে। মঙ্গলবার রাতে শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোঁসাইরহাট গ্রামের কটবাঁশ গ্রামে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার বাড়িতে ঢুকে হামলার অভিযোগ ওঠে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

গৃহে শুভকর্মের প্রস্তুতি ও ব্যস্ততা। হস্তশিল্পীদের নৈপুণ্য ও প্রতিভার বিকাশে আয় বৃদ্ধি। বিদ্যায় উন্নতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬৮: রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির জন্ম
১৯২৬: ক্রিকেটার পলি উমরিগড়ের জন্ম
১৯৩০: কনস্টান্টিনোপলের নাম ইস্তাম্বুল ও অ্যাঙ্গোরার নাম আঙ্কারা করা হয়
১৯৩০: বিশিষ্ট ধ্রুপদী সঙ্গীতশিল্পী মীরা বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৪১: কলকাতা থেকে মহানিষ্ক্রমণের পর নেতাজি সুভাষচন্দ্র বার্লিন পৌঁছালেন
১৯৪২: রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীন করার আহ্বান জানিয়ে ভাষণ দেন
১৯৫৪: অভিনেত্রী মুনমুন সেনের জন্ম
১৯৭৫: অভিনেতা অক্ষয় খান্নার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৬ টাকা ৮৩.৯৫ টাকা
পাউন্ড ১০৩.৯১ টাকা ১০৬.৫৪ টাকা
ইউরো ৮৯.০৮ টাকা ৯১.৫২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬৬,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬৭,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৩,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৪,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৪,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ চৈত্র, ১৪৩০, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪। তৃতীয়া ৩৩/২১ রাত্রি ৬/৫৭। স্বাতী নক্ষত্র ৩২/৩৪ রাত্রি ৬/৩৮। সূর্যোদয় ৫/৩৬/৪৮, সূর্যাস্ত ৫/৪৬/৪৮। অমৃতযোগ রাত্রি ১২/৫২ গতে ৩/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/১৩ মধ্যে পুনঃ ১০/২৮ গতে ১২/৫৫ মধ্যে। বারবেলা ২/৪৪ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪১ গতে ১/১১ মধ্যে। 
১৪ চৈত্র, ১৪৩০, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪। তৃতীয়া অপরাহ্ন ৪/৩৬। স্বাতী নক্ষত্র অপরাহ্ন ৪/৪৩। সূর্যোদয় ৫/৩৯, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ রাত্রি ১২/৪৬ গতে ৩/৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/২২ গতে ১২/৫২ মধ্যে। কালবেলা ২/৪৫ গতে ৫/৪৭ মধ্যে। কালরাত্রি ১১/৪৩ গতে ১/১২ মধ্যে। 
১৭ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: দিল্লিকে ১২ রানে হারিয়ে ম্যাচ জিতল রাজস্থান

11:38:34 PM

আইপিএল: ৯ রানে আউট অভিষেক, দিল্লি ১২২/৫ (১৫.৩ ওভার), টার্গেট ১৮৬

11:13:01 PM

আইপিএল: ২৮ রানে আউট পন্থ, দিল্লি ১০৫/৪ (১৩.১ ওভার), টার্গেট ১৮৬

11:02:01 PM

আইপিএল: ৪৯ রানে আউট ওয়ার্নার, দিল্লি ৯৭/৩ (১১.২ ওভার), টার্গেট ১৮৬

10:49:56 PM

আইপিএল: দিল্লি ৭৩/২ (৮ ওভার), টার্গেট ১৮৬

10:36:51 PM

আইপিএল: ০ রানে আউট রিকি, দিল্লি ৩০/২ (৩.৪ ওভার), টার্গেট ১৮৬

10:13:27 PM