Bartaman Patrika
আমরা মেয়েরা
 

চাবুক হাতে আগুনে মেয়ে

১৯৩০-এর ৬ এপ্রিল সমাপন হয় ডান্ডি অভিযান। লবণ সত্যাগ্রহের সেই পদযাত্রার হাত ধরেই আসে আইন অমান্য। বিপ্লবীরক্ত চলকে ওঠে দেশ জুড়ে। তেমনই এক নেত্রী কটকের বিমলপ্রতিভা দেবী। আমরা তাঁকে ভুলতে বসলেও ভোলেনি ইতিহাস। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।

রানিগঞ্জ এলাকায় ব্রিটিশ পুলিসদের হাতে শ্রমিক শোষণের খবর একবার কানে গেলেই হয়েছে! হান্টার (চাবুক) হাতে ঘোড়ায় চড়ে চলে আসতেন এর নারী। চোখে তাঁর দৃপ্ত তেজ ও সাহসে পূর্ণ শারীরিক ভঙ্গি। কোমরে থাকত রিভলভার। হাতে চাবুক আর মুখে জ্বলন্ত সিগার। যেন  রহস্য উপন্যাসের পাতা থেকে উঠে আসা অতিমানবী! ব্রিটিশ মালিকদের কাছে তিনি ‘চাবুক হাতে যমদূত’, শ্রমিকদের কাছে ‘আদরের মাইজি’! 
তিনি বিমলপ্রতিভা দেবী। জাতিতে স্বাধীনতা সংগ্রামী। দেশকে ব্রিটিশ শৃঙ্খল থেকে উন্মুক্ত করাই ছিল যাঁর প্যাশন। স্বাধীনতার ইতিহাসে কটক বরাবরই সোনা ফলিয়েছে। ওড়িশার এই রাজধানী শহরের হাওয়াবাতাসে বোধ করি এমন কিছু ছিল, যা ব্রিটিশবিরোধী মননকে উস্কে দিয়েছে ক্রমাগত। তাই সেই মাটিতেই জন্ম নিয়েছেন নেতাজি। আর সেই ভূঁয়েই ১৯০১-এ জন্ম নিলেন বিমলপ্রতিভা। বাবা সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় স্বদেশিদের পছন্দের মানুষ ছিলেন। শুরু করেছিলেন প্রবর্তক সংঘ। বহু স্বদেশি আন্দোলনরত যুবককে অর্থ ও আশ্রয় দিয়েছেন সুরেন্দ্রনাথ। বাবার ছত্রছায়ায় থেকেই জাতীয়তাবাদী বোধের সঙ্গে প্রথম পরিচয় হয় ছোট্ট বিমলের। ছোট থেকেই চেয়েছিলেন জীবনের বাঁক বেপথু হোক। কিন্তু সমাজ-নিয়ন্ত্রিত নিয়তি নিয়ে জন্মানো ভারতের মেয়েদের কবেই বা সে চাওয়া মসৃণভাবে এগিয়েছে? বিমলপ্রতিভারও এগল না। সবে বিপ্লবীদের সঙ্গে গোপন আঁতাত তৈরি করছেন, এমন এক সময় তাঁর বিয়ে হয়ে গেল কলকাতার পাত্র ডঃ চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মেয়েদের বেশি ‘বারমুখো’ হওয়া বা রাজনৈতিক কাজে জড়িয়ে পড়া পছন্দ করতেন না তিনি। মতান্তর হতে থাকে পদে পদে। বউয়ের এত রাজনৈতিক মতবাদ ভালো চোখে দেখেননি চারুচন্দ্র। বরের এত আঁটসাঁট নিয়মকেও তুড়ি মেরে উড়িয়েছেন বউ। ফলে এক পুত্রসন্তানের মা হওয়ার পরেও দেশসেবার তাগিদে সংসারের বাঁধন ছিঁড়ে একা বেরিয়ে এলেন বিমলপ্রতিভা। নিজেকে আর ওড়িশার মধ্যে আটকে না রেখে ভারতের নানা প্রদেশে ছড়িয়ে দিলেন বিমলপ্রতিভা। ছোট ছোট সংগঠন তৈরির কাজে হাত পাকালেন। মেয়েটির দেশসেবায় মন ও কর্তব্যে অবিচল মতির কথা গিয়ে পৌঁছয় ভগৎ সিংয়ের কানে। একদিন ডেকে পাঠালেন তিনি। রুদ্ধদ্বার বৈঠক করে প্রস্তাব দিলেন তাঁর ‘নওজওয়ান সভা’-য় যোগ দেওয়ার জন্য। বিমল তো এককথায় রাজি! কয়েক মাস ধরে সভার কাজ চালানোর পর তাঁক কর্মদক্ষতা ও সাংগঠনিক প্রতিভায় মুগ্ধ ভগৎ সিং তাঁকে বাংলা প্রদেশের চেয়ারম্যান মনোনীত করেন। এদিকে সংগ্রামের কাজ আরও ছড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ১৯২৮-এই যোগ দিয়েছেন কংগ্রেসে। আহ্বান এসেছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বোন ঊর্মিলা দেবীর প্রতিষ্ঠিত ‘নারী কর্মমন্দির’-এ যোগ দেওয়ার জন্যও। দেশের মেয়েদের স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করতে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন এই সমিতিতেও। 
এদিকে গান্ধীজি ততদিনে লবণ সত্যাগ্রহের ডাক দিয়েছেন। ১৯৩০-এ কংগ্রেস কর্মী হিসেবে এই পদযাত্রার হাত ধরে আসা আইন অমান্য আন্দোলনে প্রত্যক্ষ নেতৃত্ব দিলেন বিমলপ্রতিভা। তবে এতকিছুর পরেও বিমলের মনে সুখ নেই, সোয়াস্তি নেই রক্তে। তিনি বিশ্বাস করেন স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়। ভিক্ষে করে নয়। তিনি গোপনে গোপনে সশস্ত্র আন্দোলনে জড়িয়ে পড়তে শুরু করেন। অনুশীলন সমিতির বিপ্লবীদের সঙ্গে শুরু হয় যোগাযোগ। কংগ্রেসের নানা অধিবেশনে সশস্ত্র আন্দোলনের হয়ে সওয়াল করতে গিয়ে নরমপন্থীদের বিরাগভাজন হন তিনি। দলে ক্রমেই কোণঠাসা হতে শুরু করেন। ১৯৩০ সালের জুন মাসে কলকাতায় একটি মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে ছ’মাসের জন্য জেলে যেতে হয়। তারপরেও ১৯৩১-এ ভগৎ সিং-সহ তিন বিপ্লবীর ফাঁসির প্রতিবাদে বাংলায় সশস্ত্র গণপ্রতিরোধ গড়ে তুলেছিলেন একা হাতে। পুলিস ভয় পেয়ে যায়। একটি ডাকাতির মামলা ও কুমিল্লার ম্যাজিস্ট্রেটকে হত্যা করা দায়ে তাঁকে বারবার গ্রেপ্তার করা হয়। তাতেও দমে যাননি এই নারী। জেলে বসেই লিখলেন তাঁর ভাবনা ও জীবন দিয়ে সাজানো উপন্যাস ‘নতুন দিনের আলো’! ছাড়া পেয়েই আরও বিপুল উদ্যমে সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগ শুরু করেন বিমল। সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক তৈরি করলে তাতেও যোগ দেন তিনি।
১৯৪০-এ দেশজুড়ে শুরু হয় জোরদার বেগে সশস্ত্র বিপ্লব। সেসব আন্দোলনে পুরোভাগে থেকে নেতৃত্ব দিতে শুরু করেন বিমলপ্রতিভা। ইংরেজ সরকারের কাছে এই নারী হয়ে ওঠেন ত্রাস। এঁকে জেলের বাইরে বেশিদিন রাখলে সব পরিকল্পনা লণ্ডভণ্ড হয়ে যেতে পারে বুঝে তড়িঘড়ি বানানো মামলায় গ্রেপ্তার করে ইংরেজ পুলিস। অন্যায়ভাবে বিচার প্রক্রিয়াকে পিছিয়ে দিতে দিতে টানা পাঁচ বছর প্রেসিডেন্সি-সহ দেশের নানা জেলে ঘুরিয়ে অবশেষ ১৯৪৫-এ ছাড়া পান বিমলপ্রতিভা। ইংরেজ তখন শেষবেলার কড়ি গুছিয়ে নেওয়ায় মন দিয়েছে। তাই হাত পড়েছে কলকারখানার শ্রমিকদের অন্নের দিকে। ততদিনে বিমল যোগ দিয়েছেন বিএলপিআই সংগঠনের সঙ্গে। চলে এসেছেন রানিগঞ্জ এলাকায়। সেখানেই শ্রমিক পীড়ন ও শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে শাসকের যম হয়ে ওঠেন এই ‘হান্টারওয়ালি’! শ্রমিক-সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা, অসুখ হলে ডাক্তার ও পথ্য, সবটাই করতেন নিজের হাতে। শ্রমিকরাও সমস্যায় ছুটে আসতেন তাঁর কাছেই। শেষ বয়সটা কাটিয়েছেন বার্নপুরের সূর্যনগর থেকে আরও দক্ষিণে দামোদরের ধারে। স্বাধীনতার পর সেখানেই একতলা বাড়ি করে থাকতে শুরু করেন এই বিস্ময়প্রতিভা। ১৯৭৮-এ মৃত্যু হয় কটকের এই দামাল মেয়ের। 
২০০১-এ আমরা পেরিয়ে গিয়েছি তাঁর জন্মশতবর্ষ। ‘আজাদি কি অমৃত মহোৎসব’-ও সদ্য পেরিয়ে গিয়েছি আমরা। শুধু সেই মহোৎসবের ছিটেফোঁটা আলো ঢোকেনি বিমলপ্রতিভা দেবীর বাসভবনের ধ্বংসাবশেষে। মানুষ বিস্মৃতির দাস। তাই তাঁর নামাঙ্কিত রাস্তাটিও আজ স্থানীয়দের কাছে শুধুই ‘ঢাকেশ্বরী রোড’! ভাগ্যিস, আমাদের চেতনার দ্বারে ও বিস্মৃতির সম্মুখে কোনও হান্টারওয়ালি নারী দাঁড়িয়ে থাকেন না!
06th  April, 2024
মহিলাদের গৃহশ্রমের কোনও কদর নেই

আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীরা বরাবরই অবহেলিত এবং বঞ্চিত। ঘরে ও বাইরে তাঁদের অবদান খুব কম লোকই স্বীকার করতে চান। একজন গৃহবধূ তাঁর সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে রান্না করেন, ঘর গোছান বিশদ

ক্লাসরুমের একা ছাত্রীর নাম ইতিহাসে

পুরুষতান্ত্রিক কাঠামোয় এক উজ্জ্বল ব্যতিক্রম, বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার ইলা মজুমদার।  লিখছেন প্রীতম সরকার। বিশদ

ভারতের হৃদয়ে বাঁচলেন পাক তরুণী

পড়শির পাশে তো দাঁড়ায় পড়শিই। তা না হলে সে আর কীসের পড়শি? পাকিস্তানের মেয়ে আয়েশা রাশান, মাত্র ১৯ বছর বয়স। তাঁর হার্ট ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। চেন্নাইয়ের হাসপাতালে প্রাণ ফিরে পেলেন তিনি। সেখানে দিল্লি অধিবাসী ৬৯ বছর বয়সি এক রোগীর ব্রেন ডেথ হয়ে গিয়েছিল। বিশদ

লভ ব্রেন! পরিচিত কেউ আক্রান্ত নয় তো? 

রবি ঠাকুর বলে গিয়েছেন, প্রেম এসেছিল নিঃশব্দে! তবে কারও কারও জীবনে প্রেম বেশ সশব্দেই আসে। কিন্তু কে জানত যে সে শব্দ এত ঘন ঘন আসবে যে শেষ অবধি পুলিশের দ্বারস্থ হতে হবে! ধরাও পড়ল এক বিরল অসুখ! ঠিক যেমনটা ঘটেছে চীনে। বিশদ

মা হওয়ার পর অবসাদ কাটাতে সাইকোথেরাপি

মা হওয়া আনন্দের। কিন্তু সুন্দর অভিজ্ঞতার সঙ্গেই অনেক মা শিকার হন প্রসবোত্তর বিষণ্ণতার। সমস্যা ও সমাধানের খোঁজে ডঃ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিশদ

20th  April, 2024
ক্রমশ বাড়িয়ে তুলতে হয় মনোযোগ

শিশুকে মনোযোগী করে তুলুন একদম ছোট বয়স থেকেই। কীভাবে? বিশেষজ্ঞের পরামর্শ শোনালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

20th  April, 2024
৪০ দিন কমলালেবু খেয়ে বাঁচলেন অ্যান

শুধুমাত্র ফল খেয়ে কি বেঁচে থাকা সম্ভব? তাও আবার যে কোনও একটি ফল? এ নিয়ে তর্ক হতেই পারে। তবে পরীক্ষিত সত্য, একটিমাত্র ফল খেয়ে বেঁচে থাকা সম্ভব। তা প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা অ্যান অসবোর্ন। টানা ৪০ দিন কমলালেবু খেয়ে বেঁচে রয়েছেন তিনি। বিশদ

20th  April, 2024
মহিলা পরিচালিত বুথ

মহিলাদের সমানাধিকারের দাবি ভারতে নতুন নয়। তাকে মান্যতা দিতেই চলতি লোকসভা নির্বাচনে কান্নুরের মাহে বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ সামলাবেন মহিলা কর্মীরা। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিস, বয়ঃজ্যেষ্ঠ নাগরিক ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের সাহায্যকারী হিসেবে ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক— সব বিভাগই সামলাবেন মহিলারা। বিশদ

20th  April, 2024
আইএএস অনন্যার প্রেরণা কোহলি

সম্প্রতি প্রকাশিত হয়েছে সর্বভারতীয় স্তরের সিভিল সার্ভিস পরীক্ষার ফল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গত মঙ্গলবার ফলপ্রকাশ করে। এ বছর এই পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন একজন মহিলা। তেলেঙ্গানার ডোনুরু অনন্যা রেড্ডি। বিশদ

20th  April, 2024
মিস মিসেস ইন্ডিয়া

প্রাক্তন মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী অদিতি গোভিত্রিকর, রোলি ত্রিপাঠী, নিতু সাহা, টলিউড অভিনেত্রী মৌবনী সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ট্রানিসটিক্স ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় বিশদ

20th  April, 2024
চৈত্র সেলের একাল সেকাল

বৈশাখ পয়লার আগে স্মৃতি রোমন্থনে অম্লানকুসুম চক্রবর্তী। 
  বিশদ

13th  April, 2024
বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব হারিয়েছে বাঙালির কাছেই

ক্যালেন্ডার বাংলা হোক বা ইংরেজি, এটি অতি প্রয়োজনীয় বস্তু। তবে বর্তমান সময়ে বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব অনেক হ্রাস পেয়েছে। কারণ বোধহয় এই ক্যালেন্ডার অনেকেই দেখতে বা পড়তে স্বচ্ছন্দ বোধ করেন না। বিশদ

13th  April, 2024
স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়িতে স্ত্রীর অধিকার

বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আইনি দিক খতিয়ে দেখলেন অন্বেষা দত্ত। বিশদ

06th  April, 2024
বিশ্বজয়ের দৌড়ে বাঙালি কন্যে

‘স্ট্রাগল’ শব্দটার সঙ্গে ছোট থেকে পরিচয় বিদিশা বন্দ্যোপাধ্যায়ের। মেয়ে হিসেবে জন্মের পর থেকেই লড়াই শুরু হয়ে গিয়েছে, একথা বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মা। কলকাতায় স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করা বিদিশা এমন পরিবারে বড় হয়েছেন, যেখানে চাকরি করাটাই ছিল সাফল্য! বিশদ

06th  April, 2024
একনজরে
১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ গোনার দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফের পেপার ব্যালটে ভোট ফিরিয়ে আনার পাশাপাশি ভোটারদের হাতে ভিভিপ্যাট স্লিপ দেওয়ার আবেদনও খারিজ ...

জল্পনাই সত্যি হল। আইএসএলে ব্যর্থতার জেরে কোচ ইভান ভুকোমানোভিচকে ছেঁটে ফেলল কেরল ব্লাস্টার্স। শুক্রবার বিবৃতি দিয়ে তা জানিয়েও দেওয়া হয়। উল্লেখ্য, চলতি আইএসএলে ভালো শুরু করলেও ক্রমশ ছন্দ হারায় দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি দল ...

পুকুর খনন করতে গিয়ে অজানা জন্তুর হাড়গোড় উঠে আসতেই শুক্রবার চাঞ্চল্য ছড়ায় ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়তের বেলতলি ভাণ্ডানি গ্রামে। স্থানীয়দের দাবি, ওই হাড় পূর্ণবয়স্ক গণ্ডারের হতে পারে ...

অপহরণের ১৪ দিনের মাথায় বিয়ের প্রস্তাব দিয়েছিল এক হামাস জঙ্গি। বলেছিল, ‘সবাইকে মুক্তি দেওয়া হবে। কিন্তু তুমি এখানে আমার সঙ্গে থাকবে আজীবন। তুমিই আমার সন্তানদের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক মঙ্গল অনুষ্ঠান ও পুজোপাঠে আনন্দলাভ। বন্ধু বিবাদের যোগ আছে। বিদ্যাচর্চায় উন্নতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৬: মুঘল সম্রাট বাবর দিল্লির সুলতানকে পরাজিত করেন
১৬৬৭: অন্ধ এবং দরিদ্র ইংরেজ কবি জন মিলটন তার প্যারাডাইজ লস্ট কাব্যের স্বত্ব ১০ পাউন্ডে বিক্রয় করেন
১৮৭৮: কলকাতা বিশ্ববিদ্যালয় নারীশিক্ষা দানের ব্যবস্থা করে ও নারীদের এন্ট্রান্স পরীক্ষায় বসার সম্মতি প্রদান করে
১৮৮১: দাদাঠাকুর ওরফে শরচ্চন্দ্র পণ্ডিতের জন্ম
১৮৯৭: বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেনের জন্ম
১৯১২ : ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক জোহরা সেহগলের জন্ম
১৯৩৫: বাঙালি ভূতত্ববিদ, বিজ্ঞানী ও সমাজকর্মী প্রমথনাথ বসুর মৃত্যু  
১৯৩৬: ইংরেজি গণিতবিদ, জীববিজ্ঞানী ও দার্শনিক  কার্ল পিয়ারসনের মৃত্যু
১৯৬০: সাহিত্যিক রাজশেখর বসু ওরফে ‘পরশুরাম’-এর মৃত্যু
১৯৬২:  বাঙালি রাজনীতিবিদ এ. কে. ফজলুল হকের মৃত্যু
১৯৬৮: দাদাঠাকুর ওরফে শরচ্চন্দ্র পণ্ডিতের মৃত্যু
১৯৭২: অ্যাপোলো ১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে
১৯৮১: জেরক্স পার্ক বাজারে আনে কম্পিউটারের মাউস
১৯৮৯: বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫০০ মানুষ নিহত হয়
১৯৯২: রাশিয়া ও অন্যান্য প্রজাতন্ত্রগুলো আইএমএফ ও বিশ্বব্যাংকে যোগ দেয়
১৯৯৩: ডাকারে যাওয়ার পথে লিবরেভিল্লেতে বিমান দুর্ঘটনায় মারা যান জাম্বিয়া জাতীয় ফুটবল দলের সমস্ত সদস্য
১৯৯৪: দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পান কৃষ্ণাঙ্গ নাগরিকরা
২০০৬: নিউ ইয়র্ক সিটিতে যেখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল সেখানে ফ্রিডম টাওয়ার তৈরির কাজ শুরু হয়
২০০৯: ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক ফিরোজ খানের মৃত্যু
২০১৭: অভিনেতা বিনোদ খান্নার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৪৮ টাকা ৮৪.২২ টাকা
পাউন্ড ১০২.৫৬ টাকা ১০৫.৯৯ টাকা
ইউরো ৮৭.৯৩ টাকা ৯১.০৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪। তৃতীয়া ৭/৫০ দিবা ৮/১৯। জ্যেষ্ঠা নক্ষত্র ৫৮/১৩ রাত্রি ৪/২৮। সূর্যোদয় ৫/১০/৪৬, সূর্যাস্ত ৫/৫৭/৪৯। অমৃতযোগ দিবা ৯/২৭ গতে ১২/৫১ মধ্যে। রাত্রি ৮/১২ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ১/২৭ মধ্যে পুনঃ ২/১২ গতে ৩/৪১ মধ্যে। বারবেলা ৬/৪৬ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৬ মধ্যে পুনঃ ৪/২৩ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/২২ মধ্যে পুনঃ ৩/৪৫ গতে উদয়াবধি। 
১৪ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪। তৃতীয়া দিবা ৬/৪০। জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি ২/৫৩। সূর্যোদয় ৫/১১, সূর্যাস্ত ৫/৫৯। অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/৫২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে। কালবেলা ৬/৪৭ মধ্যে ও ১/১১ গতে ২/৪৭ মধ্যে ও ৪/২৩ গতে ৫/৫৯ মধ্যে। কালরাত্রি ৭/২৩ মধ্যে ও ৩/৪৭ গতে ৫/১১ মধ্যে। 
১৭ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: রাজস্থান ৭ উইকেটে হারাল লখনউকে

11:20:50 PM

আইপিএল: ২৮ বলে হাফসেঞ্চুরি সঞ্জু স্যামসনের,রাজস্থান ১৭৮/৩(১৭.৩ ওভার), টার্গেট ১৯৭

11:01:00 PM

আইপিএল: রাজস্থান ১৪৪/৩ (১৫ ওভার), টার্গেট ১৯৭

10:59:18 PM

আইপিএল: ১৪ রানে আউট রিয়ান পরাগ,রাজস্থান ৭৮/৩(৮.৪ ওভার), টার্গেট ১৯৭

10:27:57 PM

আইপিএল: ২৪ রানে আউট জয়সওয়াল,রাজস্থান ৬০/২(৬.১ ওভার), টার্গেট ১৯৭

10:18:35 PM

আইপিএল: ৩৪ রানে আউট বাটলার,রাজস্থান ৬০/১ (৫.৫ ওভার), টার্গেট ১৯৭

10:11:30 PM