Bartaman Patrika
সম্পাদকীয়
 

আপনি আচরি ধর্ম

‘কাক-এ নিয়ে গেল কান, কাকের পিছে ধাবমান’—গত আগস্ট মাসে আর জি কর হাসপাতালে এক তরুণী-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা এবং এই জানুয়ারিতে মেদিনীপুর হাসপাতালে এক প্রসূতির মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে গেল গেল রব উঠেছে, তাতে ওই প্রবাদ বাক্যটি মনে আসতে পারে অনেকের। কোনও ঘটনা বা দুর্ঘটনার ক্ষেত্রে তথ্য ও উপযুক্ত সাক্ষ্য প্রমাণকেই আইনি ভাষায় ‘সত্য’ বলে বিবেচনা করা হয়। আদালত তাতেই সিলমোহর দেয়। কোনও রাগ, উষ্মা, বিদ্বেষ, ধারণা, বিশ্বাস বিচারের ক্ষেত্রে একেবারেই গুরুত্বহীন। আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতির ঘটনায় একাধিক ব্যক্তি যুক্ত বলে দাবি তুলে গত ছ’মাস উত্তাল হয়েছে এই রাজ্য। অথচ কয়েকমাস ধরে নিরবচ্ছিন্ন তদন্ত চালিয়ে সিবিআই মাত্র একজনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট পেশ করেছে, তার ভিত্তিতে অভিযুক্তের সাজাও ঘোষণা করতে চলেছে নিম্ন আদালত। গত ৮ জানুয়ারি মেদিনীপুর সরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার ক্ষেত্রেও সেই ধারা অব্যাহত! একটি বেসরকারি সংস্থার সরবরাহ করা স্যালাইনের জেরে প্রসূতির মৃত্যু হয়েছে বলে গত কয়েকদিন লাগাতার প্রচারে স্বাস্থ্যদপ্তরকে ‘অপরাধী’ করে দেগে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই অভিযোগ নিয়ে মামলাও হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। সরকার কী রিপোর্ট দেয়, বিচারে কী উঠে আসে—তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এর মধ্যেই রাজ্য স্বাস্থ্যদপ্তর নিয়োজিত বিশেষজ্ঞদের কমিটি এবং সিআইডি পৃথকভাবে তদন্ত চালিয়ে যে দুটি রিপোর্ট সরকারের কাছে পেশ করেছে—তাতে সিনিয়র-জুনিয়র মিলিয়ে ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে ‘গাফিলতির’ স্পষ্ট প্রমাণ মিলেছে। যার মোদ্দা কথা হল, সেই রাতে মৃত প্রসূতিসহ আরও কয়েকজনকে অ্যানাস্থেশিয়া দেওয়া ও সিজার করেছেন শিক্ষানবিশ পড়ুয়া চিকিৎসকরা, যা করার অভিজ্ঞতা ও এক্তিয়ার তাঁদের নেই। সেই সময়ে ডিউটিতে থাকা সিনিয়র চিকিৎসকেরা নাকি অপারেশন থিয়েটারে পা মাড়াননি। এই ১২ জনকেই ‘সাসপেন্ড’ করেছে সরকার। তথ্য ও উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সরকার এমন পদক্ষেপ করলেও এর বিরুদ্ধে মেদিনীপুর হাসপাতালে প্রতিবাদে সরব ডাক্তাররা! প্রশ্নটা নৈতিকতার।
কে না জানে, কোনও সরকারকে হেনস্তা করার মোক্ষম জায়গা হল স্বাস্থ্যক্ষেত্র। এ রাজ্যে যেহেতু মুখ্যমন্ত্রীই স্বাস্থ্যমন্ত্রী, তাই কান টেনে নিয়ে যাওয়ার গুজবও আকাশছোঁয়া। কিন্তু সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে স্বাস্থ্যক্ষেত্রের কোনও উন্নতি হয়নি? উত্তর লুকিয়ে আছে সরকারি পরিসংখ্যানে। যেমন, বাম জমানার শেষ স্বাস্থ্য বাজেটে ৩ হাজার ৫০০ কোটি টাকা থেকে এখন বেড়ে তা হয়েছে ২০ হাজার ১৯৫ কোটি টাকা। স্বাধীনতার পর রাজ্যে মেডিক্যাল কলেজ হাসপাতাল ছিল ১১টি। এখন ৩৭টি। এর মধ্যে সরকারি ২৪টি। রাজ্যে এমবিবিএস-এ আসন সংখ্যা ১৩৫০ থেকে বেড়ে হয়েছে ৫ হাজার ৬৫০। এমডি আসনের সংখ্যা বেড়েছে ১৮৪৮টি। সরকারি হাসপাতালে শয্যার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার। ডাক্তার নিয়োগ হয়েছে ১৪ হাজার। একইহারে বেড়েছে নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র ও তার আসন সংখ্যাও। এর বাইরে রয়েছে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প, যার সুবিধা পাচ্ছেন রাজ্যের ৯ কোটি মানুষ। স্বাস্থ্য পরিকাঠামো, সবস্তরের লোকবল বাড়ানোর দায়িত্ব অবশ্যই প্রশাসনের। ওবিসি নিয়ে আদালতে মামলা চলায় বহুদিন ধরেই ডাক্তার নিয়োগ করা যাচ্ছে না। তবু একথা ঠিক, সুষ্ঠভাবে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন ও শূন্যপদ পূরণে আরও তৎপরতা দরকার। কিন্তু হাসপাতালে চিকিৎসার বিষয়টি দেখার কাজ তো ডাক্তারদের। সব ডাক্তারই কি ঠিকঠাক মতো দায়িত্বপালন করেন? সে কাজ তো স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্যসচিব করে দিতে পারবেন না। দুর্ভাগ্যের হলেও এক্ষেত্রেও তথ্য বলছে, সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার ত্রুটি নিয়ে যত অভিযোগ ওঠে, তার সিংহভাগই চিকিৎসা সংক্রান্ত। এর দায় কার? ডাক্তারবাবুরা কি তা অস্বীকার করতে পারেন?
অন্যান্য রাজ্যে সরকারি হাসপাতালে একজন চিকিৎসক কতক্ষণ ডিউটি করেন? হাসপাতাল ছাড়াও কেন্দ্র-রাজ্যে বিভিন্ন সরকারি অফিসে প্রতিদিন ডিউটির সময় কতক্ষণ? এসব প্রশ্নের উত্তর কম-বেশি সকলেরই জানা। এ রাজ্যেও একজন ডাক্তারের দৈনিক আট ঘণ্টা হাসপাতালে থাকার কথা। কিন্তু এই নিয়ম যে দিনের পর দিন লঙ্ঘিত করে চলেছেন বহু চিকিৎসক তা সরকার ও ভুক্তভোগী মাত্রই জানে। প্রসূতি মৃত্যুকাণ্ডে যাঁদের সাসপেন্ড করা হয়েছে তাঁদের মধ্যে দু’জন ওইদিন বেসরকারি হাসপাতালে ‘সিজার’ করতে ব্যস্ত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। শুধু জেলা নয়, সরকারি স্বাস্থ্য পরিষেবায় ‘মক্কা’ এসএসকেএম হাসপাতাল, মুখ্যমন্ত্রীসহ ভিভিআইপিদের চিকিৎসায় যাঁদের নিশ্চিত উপস্থিতি দেখা যায়, তাঁদের মধ্যেও কেউ কেউ সরকারি ডিউটির সময়ের মধ্যেই বেসরকারি হাসপাতালে রোগী দেখেন, অপারেশনও করেন। সরকারি অব্যবস্থা নিয়ে যেসব ডাক্তারবাবু সরব, তাঁদের ‘আপনি আচরি ধর্ম’ শেখাবে কে? বৃহস্পতিবারও সরকারি ডাক্তারদের আট ঘণ্টা ডিউটির কথা স্মরণ করিয়ে দিতে হয়েছে মুখ্যমন্ত্রীকে! এজন্য একটু লজ্জিত তো হওয়াই যায়।
18th  January, 2025
বেকারত্ব, প্রতিশ্রুতি, পরিণতি

কেউ বি টেক, কেউ এম কম! বিএ, বি এসসি পাশ তো আছেই।‌ যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ, থুড়ি, রামরাজ্যের এমন কিছু যুবকের কোনও চাকরি জোটেনি। পেটের জ্বালায় তারা বেছে নিয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার। মোটা রোজগারের আশায় তৎসহ যোগ দিয়েছে ডাকাতিতেও কেউ কেউ।
বিশদ

খেলাপ ও খেলাপিদের সুরক্ষা

শব্দই ব্রহ্ম। শব্দের পর শব্দ সাজিয়ে মানুষ কথা বলে। সেই কথাই দামি, যা অর্থবহ। ব্যক্তিত্বসচেতন ব্যক্তিরাই অর্থবহ কথা বলেন। সবচেয়ে ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তিকেই জনগণ তাদের ‘অভিভাবক’ নির্বাচন করে। অভিভাবক সেই কথা বলবেন, যা তিনি রাখতে পারবেন।
বিশদ

29th  January, 2025
সাধারণতন্ত্র মান্যতা পাক

অভিনেতা হওয়ার গুণ কী? চিত্রনাট্য অনুযায়ী তিনি মানানসই হয়ে ওঠেন। তাঁর শরীরী ভাষা, বাচনভঙ্গি, অভিব্যক্তি প্রকাশ, পোশাক চরিত্রটিকে জীবন্ত করে তোলে।
বিশদ

28th  January, 2025
আগুন নিয়ে খেলা

হতে পারে ২২ বছর আগের ঘটনা। তিনি তখন গুজরাতের মুখ্যমন্ত্রী। ২০০২ সালে নরেন্দ্র মোদির রাজ্যে সেই ভয়াবহ দাঙ্গার ঘটনায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।
বিশদ

26th  January, 2025
আর কবে রহস্য উদ্ঘাটন?

প্রতি বছর তাঁর জন্মদিন এলেই বিতর্কটা মাথাচাড়া দিয়ে ওঠে। দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ‘অন্তর্ধান রহস্য’। এই রহস্য উদ্ঘাটনে ১৯৫৫ সালে তৎকালীন নেহরু সরকার শাহ নওয়াজ কমিশন গঠন করে। তারা জানায়, ১৯৪৫ সালে তাইহোকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নাকি মৃত্যু ঘটে নেতাজির।
বিশদ

25th  January, 2025
গ্রাহক সচেতনতা বেশি জরুরি

‘তারণা’ একটি সুপ্রাচীন ব্যাধি। যেদিন থেকে মানুষ নিজেকে ‘বুদ্ধিমান’ এবং ‘সভ্য’ ভাবতে আরম্ভ করেছে প্রতারণার জন্ম বস্তুত সেদিন থেকেই। বুদ্ধিমান মানুষ ‘ভালো’ এবং ‘মন্দ’ দুটি কাজই করার অধিকারী।
বিশদ

24th  January, 2025
সমাধান ‘অপরাজিতা’ আইন 

আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে শিয়ালদহ আদালত। সোমবার ঘোষিত এই রায় অবাক করেছে মুখ্যমন্ত্রী এবং মৃতার মা-বাবা থেকে শুরু করে বেশিরভাগ মানুষকে। অসন্তোষ গোপন করেননি মুখ্যমন্ত্রী। তাঁর তাৎক্ষণিক ঘোষণা মতোই, এই রায়কে হাইকোর্টে অতিদ্রুত চ্যালেঞ্জও করেছে রাজ্য।
বিশদ

23rd  January, 2025
মামুলি সিবিআই

কেটে গিয়েছে প্রায় সাড়ে চার মাস। অসংখ্য মানুষ প্রত্যাশায় ছিলেন অভয়া কাণ্ডে অপরাধীর দৃষ্টান্তমূলক চরম শাস্তিই দেবে আদালত।
বিশদ

22nd  January, 2025
যোগ্য জবাব

সরকার চালাতে গিয়ে নরেন্দ্র মোদি ও তাঁর দলবল বারবার বুঝিয়ে দিয়েছেন দেশি-বিদেশি বহুজাতিক সংস্থাগুলির সঙ্গে তাঁদের সম্পর্ক অনেকটা ‘সুখী দম্পতি’র মতো। কয়েকমাস আগে ‘নির্বাচনী বন্ড’-কেলেঙ্কারির তথ্য সামনে আসতেই দেখা গিয়েছে, সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে কীভাবে নিজেদের দলীয় তহবিল ভরিয়ে তুলেছিল শাসক দল।
বিশদ

21st  January, 2025
উঠোন বাঁকা তত্ত্ব

এবার ভারতের যে আর্থিক বৃদ্ধি ঘটতে চলেছে তা ব্যাপক। জিডিপি বৃদ্ধির অনুমিত হার ৭ শতাংশ। একইসঙ্গে নিম্নমুখী হবে মুদ্রাস্ফীতি এবং দারিদ্রের হার।
বিশদ

20th  January, 2025
চক্রব্যূহে ঘুরপাক

একদিকে ডলারের নিরিখে টাকার অবিশ্বাস্য পতন, অন্যদিকে আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়া—এই দুই সাঁড়াশি চাপে গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে ভারতের অর্থনীতি। আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) জানিয়েছে, মোদির ভারতে শিল্পের উৎপাদন অস্বাভাবিক হারে কমে গিয়েছে। বিশদ

19th  January, 2025
মোদির ‘স্বাস্থ্যবান’ অর্থনীতি 

দু’শোর মাইল ফলক অতিক্রম করেছে ভারত, আর এই প্রথম! ব্যাপারটা কী? ধনাঢ্য (বিলিওনিয়ার) ব্যক্তির সংখ্যায় এই প্রথম ‘ডাবল সেঞ্চুরি’ হাসিল হল ভারতের। মহান ভারতে বিলিওনিয়ারের মোট সংখ্যা আপাতত ২০১। একশো কোটি ডলার সম্পদের অধিকারীর সংখ্যা বেড়েই চলেছে। বিশদ

17th  January, 2025
উদ্ভট কিন্তু উপেক্ষণীয় নয়

স্বাধীনতাই সব প্রাণীর সেরা প্রাপ্তি। কিন্তু মানুষকে পরাধীন করেছে মানুষই। মানুষের কারাগার থেকে মুক্তির জন্যই মানুষ আমৃত্যু লড়াই সংগ্রাম করে। সমাজবদ্ধ জীব হিসেবে, আধুনিক মানুষ রাষ্ট্রের ধারণা নিয়ে নিরাপত্তাসহকারে বিকশিত হতে চায়। বিশদ

16th  January, 2025
নয়া এনপিএ

জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদির উত্থান নিঃসন্দেহে চমকপ্রদ। একেবারে দেশের প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত করেই সংসদ কক্ষে পা রেখেছিলেন তিনি। অর্থাৎ ২০১৪ সালে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মোদি উঠে এসেছিলেন ভারতেশ্বরের রাজসিংহাসনে! এদেশের রাজনীতিতে এ এক বেনজির দৃষ্টান্ত। বিশদ

15th  January, 2025
শুধুই প্রচারের ঢক্কানিনাদ!

উত্তরপ্রদেশে গঙ্গার তীরে অবস্থিত বারাণসী থেকে ২০১৪ সালের মে মাসে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘মা গঙ্গার সেবা করাই আমার ভাগ্যের লিখন।’ সে বছর নিউ ইয়র্কের ম্যাসিডন স্কোয়ার পার্কে প্রবাসী ভারতীয়দের এক সভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘যদি এই নদীকে আমরা পরিষ্কার করে তুলতে পারি, তাহলে দেশের ৪০ শতাংশ মানুষের বিরাট উপকার হবে। বিশদ

14th  January, 2025
দায়িত্বশীল উত্তরণ

অপরাধের সঙ্গে মানব সভ্যতার সম্পর্কটি ওতপ্রোত। ‘অপরাধ’-এর ইংরেজি প্রতিশব্দ হল—‘crime’।  এই ‘crime’ কথাটি এসেছে প্রাচীন ফরাসি শব্দ ‘crimne’ থেকে। সেটির সূত্র আবার ল্যাটিন শব্দ ‘crimen’।  
বিশদ

13th  January, 2025
একনজরে
গভীর রাতে ওয়্যারলেস মেসেজে বদলি করা হল দক্ষিণ গোয়ার পুলিস সুপার সুনীতা সাওয়ান্তকে। রাজ্যের বিজেপি সরকারের এই পদক্ষেপের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি কংগ্রেস সহ বিরোধী দলগুলির। ...

খালিস্তানি ও গেরুয়া সন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন ব্রিটেন! ব্রিটিশ সরকারের একটি নথি থেকে সেই তথ্যই মিলছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রকের সেই নথি সম্প্রতি ফাঁস হয়ে পড়েছে। সেখানে মোট ছ’টি ক্ষেত্রকে ব্রিটেনের নিরাপত্তার জন্য ‘নয়া বিপদ’ বলে চিহ্নিত করা হয়েছে। ...

এক গুছিতে ৫০টি এবং তার সঙ্গে অতিরিক্ত আরও ২০টি পান এখন থেকে বিক্রি করতে পারবেন চাষিরা। সরকারের বেঁধে দেওয়া এই নিয়মের পর অবশেষে লাভের মুখ ...

স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প। তারই জেরে হল না ক্লাস। বন্ধ মিড ডে মিলও। বুধবার জলপাইগুড়ি পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলের এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সদরের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
aries

পদার্থ ও রসায়নিক বিদ্যার অনুশীলনে বিশেষ উন্নতি।প্রায় সম্পূর্ণ কাজে বাধা আসতে পারে। বিকেল থেকে মানসিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব কুষ্ঠ দিবস
শহীদ দিবস
১৬৪৯ - ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদ করা হয়
১৯০৩- ইম্পিরিয়াল লাইব্রেরির উদ্বোধন করলেন লর্ড কার্জন
১৯৩০- কিংবদন্তী ফুটবলার সমর বন্দ্যোপাধ্যায়ের (যিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত) জন্ম
১৯৩৩ - জার্মানীর চ্যান্সেলর হন এডলফ হিটলার
১৯৪৮- নাথুরাম গডসের গুলিতে নিহত মহাত্মা গান্ধী
১৯৪৮- ইম্পিরিয়াল লাইব্রেরির নামকরণ হল ন্যাশনাল লাইব্রেরি
১৯৮২ - ৪০০ লাইন দীর্ঘ ১ম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লিখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি এ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়
১৯৯৪ - পিটার লেকো সর্বকনিষ্ঠ গ্রাণ্ডমাস্টারের মর্যাদা পান
২০২০- ভারতের কেরলে প্রথম করোনা আক্রান্ত (মেডিক্যাল স্টুডেন্ট) এক রোগী শনাক্ত করা হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড ১০৫.৯৮ টাকা ১০৯.৭২ টাকা
ইউরো ৮৮.৭৪ টাকা ৯২.১১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮১,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮১,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৭,৫৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫। প্রতিপদ ২৪/৩৫ দিবা ৪/১১। শ্রবণা নক্ষত্র ২/১৫ দিবা ৭/১৫ পরে ধনিষ্ঠা নক্ষত্র ৫৮/৪৫ শেষরাত্রি ৫/৫১। সূর্যোদয় ৬/২০/৩১, সূর্যাস্ত ৫/১৯/২৭। অমৃতযোগ রাত্রি ১/৬ গতে ৩/৪৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৪৮ মধ্যে পুনঃ ১০/৪৪ গতে ১২/৫৬ মধ্যে। বারবেলা ২/৩৫ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৫০ গতে ১/২৮ মধ্যে।
১৬ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫। প্রতিপদ সন্ধ্যা ৫/৪১। শ্রবণা নক্ষত্র দিবা ৮/৪৮। সূর্যোদয় ৬/২৩, সূর্যাস্ত ৫/১৯। অমৃতযোগ রাত্রি ১/৮ গতে ৩/৪২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৪৬ মধ্যে ও ১০/৪৩ গতে ১২/৫৬ মধ্যে। কালবেলা ২/৩৫ গতে ৫/১৯ মধ্যে। কালরাত্রি ১১/৫১ গতে ১/২৯ মধ্যে। 
২৯ রজব। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
হিন্দুস্তান ক্লাবে চলছে ভিন্টেজ গাড়ির প্রদর্শনী

03:20:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: ১০ রানে আউট ইমামুল, পাকিস্তান ৪৭/২ (৯.২ ওভার), বিপক্ষ ভারত

03:19:00 PM

দিল্লির বিরোধী দলনেত্রী হিসেবে আতিশীকে বেছে নিল আপ

03:18:00 PM

বামপন্থীদের আক্রমণ ইতালির প্রধানমন্ত্রী মেলোনির
বিশ্বব্যাপী বামপন্থীরা দ্বিচারিতা করেন বলে আক্রমণ করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ...বিশদ

03:14:59 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: ২৩ রানে আউট বাবর, পাকিস্তান ৪১/১ (৮.২ ওভার), বিপক্ষ ভারত

03:12:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: পাকিস্তান ৩১/০ (৭ ওভার), বিপক্ষ ভারত

03:07:00 PM



Loading...