বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
গ্রাহকদের স্বার্থেই এই নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খাদ্যদপ্তর জানিয়েছে। নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার সময় পরিবারের একজনের মোবাইল নম্বর দিতে হয়। যেসব গ্রাহকের কার্ড ইতিমধ্যেই আছে তাঁদের মোবাইল নম্বর অনলাইনে ও অফলাইনে সংযুক্তিকরণের ব্যবস্থা কয়েকবছর ধরে চালু করেছে খাদ্যদপ্তর। কিন্তু তারপরও দেখা যাচ্ছে, ১ কোটি ৩২ লক্ষ রেশন গ্রাহক পরিবারের মোবাইল নম্বর দেওয়া হয়েছে। যেখানে মোট রেশন গ্রাহক পরিবারের সংখ্যা ২ কোটি ৯ লক্ষ। খাদ্যদপ্তরের রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে মোবাইল নম্বর যুক্ত করা খুবই প্রয়োজন। রেশন গ্রাহকদের নথিভুক্ত মোবাইল নম্বরে নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ খাদ্যদপ্তর পাঠায়। কী পরিমাণ খাদ্য সামগ্রী গ্রাহকের প্রাপ্য এবং বাস্তবে কতটা তিনি পেয়েছেন তা জানানো হয়।
তবে নতুন ব্যবস্থায় সমস্যা হচ্ছে বলে রেশন ডিলারদের সংগঠন অভিযোগ করেছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, বিষয়টি তিনি অবগত করেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশা করছেন তাঁরা। বহু গরিব মানুষের কাছে মোবাইল নম্বর নেই। তাঁরা অনেকেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রেশনের খাদ্য থেকে বঞ্চিত হয়েছেন। উত্তর শহরতলির এক রেশন ডিলার জানান, গ্রাহকের স্বার্থে বাধ্য হয়ে নিজের মোবাইল নম্বর ব্যবহার করে তিনি খাদ্য দিতে বাধ্য হয়েছেন। যদিও এটা বেআইনি। কারণ সরকারি নির্দেশে পরিষ্কার বলা আছে, ডিলার বা তাঁর পরিবারের কোনও সদস্যের মোবাইল নম্বর এই কাজে ব্যবহার করা যাবে না। যেমন ব্যবহার করা যাবে না ইতিমধ্যেই অন্য গ্রাহকের নথিভুক্ত মোবাইল নম্বর।