Bartaman Patrika
খেলা
 

ত্রিমুকুটের মোহনায় মোহন বাগান, আজ ৬০ হাজার উমাকান্ত বনাম মুম্বইয়ের লড়াই

সোমনাথ বসু, কলকাতা: শুক্রবারের দুপুর। কাঠফাটা রোদ। পাঁচিলের গায়ে নুইয়ে পড়া টগর গাছের ডালে শান্তিতে বসে দু-তিনটে কাক। নীল গেটে ঝুলছে কাঠের ডাকবাক্স। তবে ঠিকানা মুছে গিয়েছে কালের নিয়মে। একটি চিঠি উঁকি মারছে সেখানে। প্রেরকের নাম জানা নেই। তবে ৪২ই, সাউথ সিঁথি রোডের এই বাড়ির সঙ্গে মোহন বাগানের সম্পর্ক নিবিড়। প্রায় পঞ্চাশ বছর (১৯৭৫) আগে প্রিয় দলের হার সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছিলেন উমাকান্ত পালোধি। তাঁর চেয়ে আন্তরিক সমর্থক পালতোলা নৌকা কখনও দেখেনি। দেখবেও না। জীবনের পথে ফুলস্টপ দেওয়ার আগে সুইসাইড নোটে উমাকান্ত লিখে গিয়েছিলেন, ‘পরের জন্মে যেন মোহন মায়ের কোলেই আমার জন্ম হয় আর এই অপমানের বদলা নিতে পারি।’
আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে নিশ্চয়ই থাকবেন ক্লাব অন্ত প্রাণ উমাকান্ত। এই জন্মেও তাঁর গায়ে লেপটে রয়েছে সবুজ-মেরুন জার্সি। পরজন্মে বিশ্বাস না থাকলে ক্ষতি নেই। এই যুগের মোহন সমর্থকদের মধ্যেই তিনি রয়েছেন। বাবলু ভট্টাচার্য-প্রসূন ব্যানার্জিদের পরিবর্তে এখন মোহন বাগানের ব্যাটন রয়েছে দিমিত্রি পেত্রাতোস-শুভাশিস বসুদের হাতে। বদলেছে অনেক কিছু। কিন্তু উমাকান্ত বদলাননি। জীবনের কাছে হার মানলেও তিনি যে মৃত্যুঞ্জয়! 
শনিবার আইএসএল ফাইনালে মুম্বই সিটি এফসি’কে হারাতে পারলেই খিলখিল করে হেসে উঠবেন উমাকান্ত। ত্রিমুকুটের স্বাদই যে আলাদা। পাড়ার কমবয়সিদের মধ্যে মিষ্টি বিতরণেই যে তাঁর আনন্দ সম্পূর্ণতা পায়। ম্যাচ শুরুর পর শেষ বাঁশি বাজা পর্যন্ত বিশাল কাইথ থেকে জেসন কামিংস— প্রত্যেকের ঘামরক্তের মধ্যে তাঁর ক্লাবপ্রেম মিশে থাকতে বাধ্য। 
মরশুমের শেষ ম্যাচে মোহন বাগানের সামনে অবশ্য কঠিন চ্যালেঞ্জ। উল্টোদিকে পিটার ক্র্যাটকির মুম্বই সিটি। লিগ-শিল্ড খুইয়ে যারা বদলা নিতে মরিয়া। ছাংতের দৌড়, নোগুয়েরা ও আপুইয়ার লড়াই, পেরেরা ডিয়াজের গোলক্ষুধা এবং তিরির ফুটবলসেন্স অবশ্যই বাণিজ্যনগরীর দলটির সম্পদ। মোহন বাগানের বিরুদ্ধে ‘হেড টু হেড’ পরিসংখ্যানেও তারা এগিয়ে। কিন্তু ঘরের মাঠে দর্শক ঠাসা গ্যালারি যে উমাকান্তকে চেনে। তাঁর আবেগের বিস্ফোরণ দাবানলের মতো ছড়িয়ে পড়বে র‌্যাম্পের কোণায় কোণায়। কোচ হাবাস কিংবা মরশুমের সেরা দিমিত্রি নয়, শনিবার মুম্বই সবচেয়ে বেশি সমীহ করছে পালোধিদেরই। 
মরশুমের শুরুতে মোহন বাগানের দায়িত্বে ছিলেন হুয়ান ফেরান্দো। বোমাস-পেত্রাতোসদের নিয়ে শুরু হয় তাঁর পথ চলা। ডুরান্ড কাপ জিতে একালের উমাকান্তদের আনন্দ দেন তিনি। কিন্তু তারপরেই ছন্দপতন। আইএসএলে টানা তিনটি ম্যাচ হারের পর রাশভারী হাবাসকেই নিয়ে আসা হয় কোচের পদে। বাকিটা সবুজ-মেরুনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। আর শনিবার জিতলে? সোনায় সোহাগা। 
জয়ের জন্য কী করতে হবে মোহন বাগানকে? দলের শক্তি এবং দুর্বলতা কোথায়? জীবনমরণের সীমানা ছাড়িয়ে উমাকান্তের বিশ্লেষণ, ‘চোটের জন্য আকাশ মিশ্র না থাকায় মুম্বইয়ের দুই উইং ব্যাকই দুর্বল। মেহতাব-রাহুল ভেকেদের সমস্যায় ফেলবে লিস্টন ও মনবীর। মাঝমাঠে জনি কাউকো চেনা ছন্দে থাকলে তো কথাই নেই। দিমিত্রি দারুণ খেলছে। কামিংস গোলটা চেনে। তবে মিসের বহর কমাতে হবে। রক্ষণে ইউস্তে ঠান্ডা মাথার প্লেয়ার। কিন্তু শুভাশিস মাঝেমধ্যেই তালগোল পাকিয়ে ফেলছে। ছাংতেকে গতি বাড়াতে না দিলেই শনিবার মুম্বই নিষ্প্রভ।’
শুক্রবার রাত থেকেই টেনশনে রয়েছেন মোহন বাগান প্রিয় পালোধি। শিরদাঁড়ায় উষ্ণ প্রস্রবণ খেলে যাচ্ছে। আর মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরেই মন্দিরে পুজো দেওয়া। বিকেল বিকেল বেরিয়ে পড়তে হবে যুবভারতীর উদ্দেশে। সিঁথি থেকে শ্যামবাজার-খান্না হয়ে উল্টোডাঙা। তারপরেই ম্যাটাডোরের মাথায় রাখা চোংয়ে সবুজ-মেরুন গানে গা ভাসাতে হবে যে, ‘চিরকাল রেলায় আছে, থাকবে মোহন বাগান’। এ যুগের সমর্থকদের সঙ্গে তাল মেলাতে মরিয়া উমাকান্ত। 

04th  May, 2024
প্রস্তুতি ম্যাচে টিম কম্বিনেশনে জোর দেওয়াই লক্ষ্য রোহিতের

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। তারপর এই ট্রফি আর ভারতে আসেনি। তবে সেই খরা কাটাতে এবার বদ্ধপরিকর রোহিত শর্মারা। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু ভারতের। বিশদ

ওপেনার বিরাটকে নিয়ে ভিন্ন মেরুতে মঞ্জরেকর ও ইরফান

দেড়শোর বেশি স্ট্রাইক রেটে প্রায় সাড়ে সাতশো রান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করে আইপিএলে অরেঞ্জ ক্যাপের মালিক। কিন্তু এমন গনগনে ফর্মের বিরাট কোহলিকে কি কাপযুদ্ধে ওপেন করতে দেখা যাবে? দানা বাঁধছে সংশয়।  বিশদ

কাপযুদ্ধে কে কোথায়  

টি-২০ বিশ্বকাপে খেলবে ২০টি দেশ। প্রত্যেক গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। সি গ্রুপে আছে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি ও উগান্ডা। সুপার এইটে উঠবে দুটো দল। সেই লড়াই সীমাবদ্ধ থাকা উচিত ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে। বিশদ

সুনীল আরও কিছুদিন খেলতে পারত: গুরপ্রীত 

ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাতটা। রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে প্রস্তুতিতে মগ্ন স্টিমাচ ব্রিগেড। ফ্লাডলাইট সমস্যায় হঠাৎই  তাল কাটল। ঘন অন্ধকারে তখন ঠায় দাঁড়িয়ে সুনীল, সাহাল, ছাংতেরা। মিনিট দশেক পর আলো জ্বললেও চেনা ছন্দ ফেরেনি। বিশদ

ওয়েম্বলিতে আজ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, কৌলিন্যের নিরিখে এগিয়ে রিয়াল মাদ্রিদ

‘দ্য লাস্ট ডান্স!’ ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেই ক্লাব ফুটবলে বুট জোড়া তুলে রাখবেন টনি ক্রুজ। তাই পোডিয়ামে কাপ তুলে বিদায়ের মুহূর্ত স্মরণীয় করতে মরিয়া জার্মান মিডিও। ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহ্যামরাও সতীর্থকে ফেরায়ওয়েল গিফট দিতে চান। বিশদ

ট্রফি ও রডরিগোদের মধ্যে দাঁড়িয়ে আত্মতুষ্টি

শনিবার রাতে ঐতিহ্যের ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। ইউরোপ সেরার লড়াইয়ে যে মাদ্রিদের দলটি অবিসংবাদিত ফেভারিট তা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। বিশদ

সেরাদের হারিয়েই শ্রেষ্ঠ হতে হবে, মন্তব্য প্রজ্ঞার

বিশ্বের এক নম্বর দাবাড়ুকে তাঁর দেশেই হারিয়ে শিরোনামে প্রজ্ঞানন্দ। শুক্রবার নরওয়ে চেস টুর্নামেন্টে ক্ল্যাসিক্যাল গেমে প্রথমবার ম্যাগনাস কার্লসেনকে বশ মানিয়েছেন ভারতীয় তরুণ। ম্যাচের পর তিনি বলেন, ‘শ্রেষ্ঠ হতে গেলে সেরাদেরই হারাতে হবে। বিশদ

প্রয়াত ইকবাল আহমেদ

লড়াই থামল ইকবাল আহমেদের। মহমেডান স্পোর্টিংয়ের প্রাক্তন ফুটবল সচিব দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শুক্রবার জীবনযুদ্ধে হার মানলেন ৬৮ বছর বয়সি প্রবীণ কর্তা। তাঁর প্রয়াণে শোকের ছায়া ময়দানে। বিশদ

বিদেশে ট্রেনিংয়ের ছাড়পত্র নীরজদের

ওলিম্পিকসের প্রস্তুতির জন্য বিদেশে অনুশীলনের ছাড়পত্র পেলেন নীরজ চোপড়ারা। প্যারিসে যাঁদের পদক জয়ের আশা রয়েছে, তাদের জন্য ক্রীড়ামন্ত্রক বিশেষ অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার সেই অনুমতি পত্র পেলেন ভারতের সোনার ছেলে। বিশদ

চতুর্থ রাউন্ডে সুইয়াটেক, কোকো

ফরাসি ওপেনে দুরন্ত ছন্দে শীর্ষবাছাই ইগা সুইয়াটেক। তৃতীয় রাউন্ডের লড়াইয়ে তিনি হারালেন চেক প্রজাতন্ত্রের মারি বোজকোভা। ম্যাচের ফল ৬-৪, ৬-২। চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করলেন তৃতীয় বাছাই কোকো গাউফও। বিশদ

সেমি-ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি

সিঙ্গাপুর ওপেনের মহিলা ডাবলসের শেষ চারে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি। শুক্রবার দক্ষিণ কোরিয়ার কিম সো ইয়াং ও কং হে ইয়াং জুটির বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় তুলে নেন ভারতীয়রা। বিশদ

আমব্রোনার দশম ফাইনাল

প্রথম মাঠে যাওয়া ১৯৮১ সালে। তারপর দীর্ঘ ৪৩ বছর ধরে রিয়াল মাদ্রিদের খেলা হলেই গ্যালারিতে হাজির থাকেন হুয়ান পেড্রো আমব্রোনা। শুধু সান্তিয়াগো বার্নাব্যু কিংবা স্পেনের কোনও স্টেডিয়াম নয়, প্রিয় দলের টানে পাড়ি দেন বিদেশেও। বিশদ

প্যারিসের পথে নিশান্ত

ওলিম্পিকসের বক্সিংয়ে ভারতের হয়ে কোটা নিশ্চিত করলেন নিশান্ত দেব। ব্যাংককে যোগ্যতা অর্জন পর্বের শেষ চারের ছাড়পত্র আদায় করলেন ভারতীয় বক্সার। বিশদ

বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ, বার্তা রোহিতের

অবিশ্রান্ত বৃষ্টির মধ্যেই ক্যাবের জন্য অপেক্ষায় টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। গাড়ি আসা মাত্রই দু’জনে তড়িঘড়ি করে বৃষ্টি মাথায় উঠে পড়লেন। সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করেছেন এক ক্রিকেটপ্রেমী
বিশদ

31st  May, 2024

Pages: 12345

একনজরে
বৃহস্পতিবার রাতে হাওড়ার দাশনগরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক যুবক গুরুতর জখম হয়েছেন। দাশনগর থানার সামনেই ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরে ...

লোকসভা নির্বাচনের ফলাফল শুধুমাত্র ঘোষণার অপেক্ষা। তারপরেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের ডাক পড়তে চলেছে দিল্লিতে। দলের শীর্ষ সূত্রের খবর, ৪ জুনের অব্যবহিত পরেই বাংলার বিজেপি ...

বৃহস্পতিবার রাতে মাথাভাঙা-কোচবিহার রাজ্যসড়কে একটি ট্রাক থেকে ৫০ লক্ষ মাদক উদ্ধার করেছে মাথাভাঙা থানার পুলিস। ...

বছর বাইশের তরুণীকে ধর্ষণ করে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। তারপরও নির্যাতিতার অন্যত্র বিয়ে রুখতে তলোয়ার নিয়ে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বুধবার এমনই ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

গৃহে বা বাইরে পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গ হতে পারে। কাজকর্মে মনোযোগের অভাব। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব দুগ্ধ দিবস
১৮৭৪ - ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয়
১৮৪২ - বাঙালি লেখক, সংগীতস্রষ্টা সত্যেন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৯২৬- আমেরিকার মডেল, অভিনেত্রী ও গায়িকা মেরিলিন মনরোর জন্ম
১৯২৯- অভিনেত্রী নার্গিসের জন্ম
১৯৩৪ - কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৩৭ -  মার্কিন অভিনেতা মরগান ফ্রিম্যানের জন্ম
১৯৬৪- সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের জন্ম
১৯৬৮- মার্কিন লেখিকা ও সমাজকর্মী হেলেন কেলারের মৃত্যু
১৯৭০- অভিনেতা আর মাধবনের জন্ম
১৯৮৫ - ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিকের জন্ম
১৯৯৬-ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির মৃত্যু
২০০১- নেপাল রাজপরিবারে হত্যাকাণ্ড, যুবরাজ দীপেন্দ্র গুলি করে হত্যা করে বাবা, মা, নেপালের রাজা বীরেন্দ্র এবং রানি ঐশ্বর্যসহ পরিবারের একাধিক সদস্যকে
২০০২ - দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হানসি ক্রোনিয়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৪৩ টাকা ৮৪.১৭ টাকা
পাউন্ড ১০৪.২৩ টাকা ১০৭.৭০ টাকা
ইউরো ৮৮.৫৫ টাকা ৯১.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৬০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯২,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯২,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৮ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ১ জুন, ২০২৪। নবমী ৬/১৩ দিবা ৭/২৫। উত্তর ভাদ্রপদ নক্ষত্র ৫৫/৫০ রাত্রি ৩/১৬। সূর্যোদয় ৪/৫৫/৩৬, সূর্যাস্ত ৬/১২/৫৫। অমৃতযোগ দিবা ৩/৩৩ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫৬ গতে ৭/৩৯ মধ্যে পুনঃ ১১/১৩ গতে ১/২১ মধ্যে পুনঃ ২/৪৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ  প্রাতঃ ৫/৪৮ মধ্যে পুনঃ ৯/২১ গতে ১২/০ মধ্যে। বারবেলা ৬/৩৫ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৫৪ মধ্যে পুনঃ ৪/৩৪ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩৪ মধ্যে পুনঃ ৩/৩৭ গতে উদয়াবধি। 
১৮ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ১ জুন, ২০২৪। নবমী দিবা ৬/৯ পরে দশমী রাত্রি ৩/৪১। উত্তরভাদ্রপদ নক্ষত্র রাত্রি ২/২০। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ৩/৩৮ গতে ৬/১৫ মধ্যে এবং রাত্রি ৭/২ গতে ৭/৪৪ মধ্যে ও ১১/১৬ গতে ১/২৩ মধ্যে ও ২/৪৭ গতে ৪/৫৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৪৮ মধ্যে ও ৯/২৩ গতে ১২/৪ মধ্যে। কালবেলা ৬/৩৬ মধ্যে ও ১/১৫ গতে ২/৫৫ মধ্যে ও ৪/৩৫ গতে ৬/১৫ মধ্যে। কালরাত্রি ৭/৩৫ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৫৬ মধ্যে। 
২৩ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ: বাংলাদেশকে ৬২ রানে হারাল ভারত

11:50:19 PM

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ: ০ রানে আউট জাকের আলি, বাংলাদেশ ১১৯/৮ (১৯.৪ ওভার) টার্গেট ১৮৩

11:47:22 PM

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ: ১ রানে আউট মাহেদি হাসান, বাংলাদেশ ১১৮/৭ (১৯.৩ ওভার) টার্গেট ১৮৩

11:44:40 PM

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ: ২৮ রানে আউট শাকিব আল হাসান, বাংলাদেশ ১১৮/৬ (১৯ ওভার) টার্গেট ১৮৩

11:40:49 PM

বেড়মজুরের ঘোলাপাড়াতে মাথা ফাটল সন্দেশখালি থানার এসআইয়ের

11:10:00 PM

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ: ১৭ রানে আউট তানজিদ হাসান, বাংলাদেশ ৪১/৫ (৮.২ ওভার) টার্গেট ১৮৩

10:50:21 PM