প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত ... বিশদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই সিপিসিতে দেরিতে ধান কেনা শুরু হয়। বেলা ১১টার পর সেখানে এক রাইস মিলের পক্ষ থেকে ধান কেনা হচ্ছিল। বিকেলের দিকে চাষিদের সঙ্গে মিল কর্তৃপক্ষের তুমুল ঝামেলা শুরু হয়। অভিযোগ, ঝামেলার সময় স্থানীয় দু’জন দালাল মিল কর্তৃপক্ষের সঙ্গ দেয়। এরপর কয়েকজন চাষির সঙ্গে মিলের শ্রমিকদের হাতাহাতি শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ ঝামেলা চলে। ওইসময় দুর্গারামপুরের চাষি বিবেক মণ্ডলের মাথা ফেটে যায়। তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।
ধান দিতে আসা এক চাষি বলেন, এখানে প্রতিদিন মিল মালিকের গাড়ি দেরিতে পৌঁছচ্ছে। তাতে আমাদের ধান বিক্রি করতে রাত হয়ে যাচ্ছে। প্রতিদিন ক্যাম্পে কয়েকজন দালাল ধান বিক্রি করতে আসছে। মিল মালিক তাদের খাতির করছে। আর চাষিরা কোনও সুবিধা পাচ্ছেন না। এনিয়ে প্রতিবাদ করায় ঝামেলার সূত্রপাত। খড়গ্রাম থানার পুলিস জানিয়েছে, ঝামেলার পর সেখানে পুলিস পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।