পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির উপর তলায় এক মহিলা তাঁর ছেলেকে নিয়ে থাকেন। এদিন ছেলেকে বাড়িতে রেখে ওই মহিলা ব্যাঙ্কে কোনও কাজে যান। ছেলেকে একটি ঘরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে গিয়েছিলেন মহিলা। সেই সময়ই বাড়িতে আগুন লাগে। এদিকে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। তালা ভেঙে কোনওমতে ছেলেটিকে বাইরে বের করে আনা হয়। স্থানীয়রাই আগুন নেভাতে শুরু করেন। পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুনে দোতলার সবক’টি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ছেলেটি আগুন নিয়ে ঘরের ভিতরে কিছু একটা করেছিল। যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয়দের দাবি, ওই মহিলার ছেলে মানসিকভাবে অসুস্থ। সেই কারণেই তাকে ঘরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিয়েছিল তার মা। দমকলের এক আধিকারিক জানান, আগুন কীভাবে লেগেছিল তা তাঁরা খতিয়ে দেখছেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত চলছে।
স্থানীয় বাসিন্দা শ্যামা দাস বলেন, বাইরে থেকে তালা দিয়ে ছেলেকে বাড়িতে রেখে কাজে বেরিয়েছি ছেলেটির মা। আমরা ধোঁয়া দেখতে পেয়ে কোনওমতে তালা ভেঙে ওই কিশোরকে উদ্ধার করে দমকলে খবর দিই। ছেলেটিকে উদ্ধার করতে না পারলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। ছেলেটি আগুনের তাপে সামান্য জখম হয়েছে। হাসপাতালে ওর চিকিৎসা চলছে। হায়দরপাড়ায় বাড়িতে আগুন। - নিজস্ব চিত্র।