পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
পুলিস জানিয়েছে, মৃত খোকা টুডু (৫০) এবং স্ত্রী বীনামণি বাস্কের (৪২) বাড়ি গণাহার গ্রামে। স্থানীয় সূত্রে খবর, স্বামী-স্ত্রী দুজনেই বাড়িতে থাকতেন। বছর পাঁচেক আগে ছোট মেয়ের বিয়ে হয়ে যায়। বড় মেয়ের বিয়ে হয়েছিল তার আগেই। তবে কিছুদিন দম্পতির মধ্যে ঝামেলা লেগেই থাকত। বুধবার অনেক বেলা হয়ে যাওয়ার পরেও তাঁরা দরজা না খোলায় স্থানীয়দের সন্দেহ হয়। দরজা ভেঙে বাড়িতে ঢুকলে তাঁরা দেখেন স্ত্রীর মৃতদেহ বিছানায় এবং পাশেই স্বামীর দেহ ঝুলছে। স্থানীয়দের অনুমান, স্ত্রীকে খুন করে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়েছেন স্বামী। খবর পেয়ে বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা এবং ডিএসপি (ডিএনটি) প্রদীপ সরকার। তদন্তের স্বার্থে বাড়িটি সিল করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করেন পুলিসকর্মীরা। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।
স্থানীয় বাসিন্দা কিরণ মণ্ডল বলেন, আদিবাসী ওই পরিবারে স্বামী-স্ত্রী একসঙ্গেই থাকলেও নেশা করতেন বলে ঝগড়া লেগেই থাকত। ঝামেলা থেকেই এমন ঘটে থাকতে পারে।
যদিও পুলিসের প্রাথমিক অনুমান, স্বামী-স্ত্রী দুজনেই আত্মহত্যা করেছেন। পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। সব দিক খতিয়ে দেখে পুলিস তদন্ত শুরু করেছে।