পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
২০২২ সাল থেকে ‘টুডে চাইল্ড’ নামে একটি স্বেচ্ছাসেবক সংস্থা পরিচালনা করছেন ওয়াজির খান। আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে শিক্ষার প্রচার করাই সংস্থাটির লক্ষ্য। গত ২৪ ফেব্রুয়ারি কাবুলের বুটখত এলাকার বাড়ি থেকে ২৫ বছর বয়সি এই যুবককে ধরে নিয়ে যায় তালিবানরা।
ধৃত সমাজকর্মীর ভাই আমির খান জালান্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওইদিন কয়েকজন এসে ওয়াজিরের হাত পিছমোড়া করে বেঁধে ফেলে। কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় চোখ। এর পরে তাঁকে জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স-এর একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আমির বলেন, ‘এখনও আমরা জানি না ওয়াজির কোথায় আছে। কেমন আছে। সাত দিনের বেশি সময় পেরিয়ে গিয়েছে। তবে তার কোনও খোঁজ নেই।’ তিনি আরও বলেন, ‘ওয়াজির একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করত। ও ছোট ছোট ছেলেমেয়েদের পড়াত। তালিবানরা তো শরিয়া আইনের অধীনে ১২ বছর বয়স পর্যন্ত পড়াশোনার অনুমতি দেয়। তাহলে কেন গ্রেপ্তার করা হল? ছোট ছেলেমেয়েদের পড়ানো কি অপরাধ? অন্য সব জায়গায় এমন কাজের প্রশংসা করা হয়। অথচ আফগানিস্তানে তাকে গ্রেপ্তার করা হল।’