পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
ইতিমধ্যে আহত অবস্থায় দেশে ফিরেছেন এডিসন। তিনি বলেন, এক গাইডের সাহায্যে সীমান্ত পেরিয়ে ইজরায়েলে যাওয়ার চেষ্টা করেন থমাসরা। তখনই ঘিরে ফেলে জর্ডনের সীমান্তরক্ষী বাহিনী। ভাষা বুঝতে না পারায় থমাসদের উপর গুলি চালায় তারা। গুলি চলাকালীন জ্ঞান হারান এডিসন। তিনি বলেন, ‘কারাগার থেকে পরিবারকে ফোন করার সুযোগ পেয়েছিলাম। তাই বাড়ি ফিরেছি। সঙ্গে কোনও টাকা ছিল না। দূতাবাসের কাছ থেকে থমাসের মৃত্যুর খবর জানতে পারি।’ থমাসের জর্ডন সফরে কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পরিবার। এক আত্মীয়ের কথায়, ‘ও কেন গিয়েছিল, সেবিষয় কিছুই জানি না। শুধু যাওয়ার আগে বলেছিল যে জর্ডন সফরে যাচ্ছে। নিজেই যাবতীয় টাকা জোগাড় করেছিল। স্ত্রীকে পর্যন্ত কিছু জানায়নি। ৯ ফেব্রুয়ারি শেষবার ফোন করেছিল।’