কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে অনুভূত হয় প্রথম কম্পন। শিগাজের টিংরি কাউন্টির সোগো টাউনশিপ ছিল ভরকেন্দ্র। কম্পনস্থল, ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে। দুর্গম এলাকা টিংরি কাউন্টি। এখানে থাকেন প্রায় ৬১ হাজার মানুষ। বিপর্যয়ের পর এই জনপদের যেদিকে চোখ যাচ্ছে, সেখানেই মৃত্যুর হাহাকার। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এই ক্ষতির পাহাড়ে দাঁড়িয়েও মানুষ আতঙ্কিত শিগাজে নিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ বৌদ্ধ ধর্মগুরু পাঞ্চেন লামার বাস এখানে। তবে ইতিমধ্যেই ত্রাণ ও উদ্ধারকাজে সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। যদিও উদ্ধারকাজে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে শীতের কামড়।
এই প্রবল ভূমিকম্পের জেরে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতেও আতঙ্ক ছড়ায়। প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে ছুটেছেন পথচলতি মানুষ। বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে জখম হয়েছেন এক ব্যক্তি। নেপালের তিব্বত সীমান্তবর্তী লোবুচে এলাকায় অন্তত ২০টির বেশি আফটার শক অনুভূত হয়েছে। বাদ যায়নি ভুটানের রাজধানী থিম্পুও। ভারতের সিকিম এবং বিহার তো বটেই, সাত সকালে পশ্চিমবঙ্গেও এই বিপর্যয়ের প্রভাবেই কেঁপে উঠেছে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে জলপাইগুড়ি—সর্বত্রই ভূমিকম্প নিয়ে চর্চা চলে দিনভর।