পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার আগে দেশে ব্যাঙ্ক শাখার সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ১৮ হাজার। তা ২০২৪ সালের শেষে এসে তা দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৬১ হাজারে। এর মধ্যে এক লক্ষেরও বেশি ব্যাঙ্ক শাখা গ্রাম ও আধা শহরগুলিতে অবস্থিত। এর একটা বড় অংশ দখলে রেখেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেখানে কর্মী সংখ্যা কত? এই সংক্রান্ত জবাব সংসদেই দিয়েছে মোদি সরকার। অর্থমন্ত্রক জানিয়েছে, ২০১৭ সালে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কর্মী সংখ্যা ছিল প্রায় ২ লক্ষ ৬৯ হাজার। চলতি বছর, অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি সেই সংখ্যা কমে হয়েছে প্রায় ২ লক্ষ ৪৮ হাজার। অর্থাৎ সাত বছরে কর্মী কমেছে ২০ হাজারের বেশি। ২০১৭ সালে সাব স্টাফের সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ১৯ হাজার। সেটা এখন প্রায় ৮৯ হাজার। অর্থাৎ এখানে কর্মী কমেছে প্রায় ৩০ হাজার। ২০০৭ সালের সঙ্গে তুলনা করলে কর্মী সংখ্যা কমেছে এক লক্ষের বেশি। ব্যাঙ্ক কর্মীরা বলছেন, গ্রাহকদের পরিষেবা দেন এঁরাই। অথচ তাঁদের সংখ্যা কমে যাওয়ায় শিকেয় উঠছে পরিষেবা। গ্রাহকরা ক্ষোভ উগরে দিচ্ছেন দিনের পর দিন।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন, ‘কেন্দ্রের তথ্যই বলছে, এসবিআইয়ে ২ হাজার ১২০ জন গ্রাহকের জন্য বরাদ্দ একজন কর্মী। ইউনিয়ন ব্যাঙ্কে ২ হাজার ৭৭৮ জন গ্রাহক পিছু দায়িত্ব নেন একজন। অথচ বেসরকারি ব্যাঙ্কগুলিতে কর্মী পিছু গ্রাহক সংখ্যা গড়ে ৩০০। পাশাপাশি সরকারি আর্থিক প্রকল্পগুলির চাপ যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতেই সবচেয়ে বেশি, তাই সেইসব শাখায় ভিড়ও হয় মারাত্মক। দেশের নানা প্রান্তে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখাগুলিতেই গ্রাহকের হাতে কর্মীরা শারীরিকভাবে নিগৃহীত হচ্ছেন। এরাজ্যেও এমন ঘটনা ঘটছে। আমরা সরকারের কাছে বারবার বলছি, কর্মী নিয়োগ না হলে এই বিপুল সংখ্যক গ্রাহককে সুষ্ঠু পরিষেবা কোনও মতেই সম্ভব নয়। কিন্তু সরকার সেসব কথা শুনতে নারাজ। বাধ্য হয়ে চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ আমরা ব্যাঙ্ক ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছি।’