পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
প্রসঙ্গত, কোনও কোম্পানি সরাসরি নিয়োগ করতে পারে না এই প্রকল্পে। নিয়ম হল, সরকারি স্তরে আবেদন করতে হবে পোর্টালে। সরকার বাছাই করে নাম পাঠাবে বিভিন্ন সংস্থায়। যোগ্য প্রার্থীদের বিষয়ে সংস্থাগুলি সবুজ সংকেত দিলে অফার লেটার দেবে সরকার। লক্ষ্য করা যাচ্ছে, এপর্যন্ত ইন্টার্নশিপের অফারের ৪৫ শতাংশই হল এনডিএ শাসিত রাজ্যের কোম্পানিগুলির। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা এবং অন্ধ্রপ্রদেশ- এই পাঁচ রাজ্যের কোম্পানিতেই সবথেকে বেশি ইন্টার্নশিপের ব্যবস্থা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এটা হল প্রচারের কৌশল। এনডিএ শাসিত রাজ্যে কত বেশি কাজের সুযোগ, আর অবিজেপি শাসিত রাজ্যগুলিতে ইন্টার্নশিপ দিতে পারে এমন সংস্থার সংখ্যা কত কম, এমনটা দেখানোর চেষ্টা চলছে। রাজনৈতিক এই লক্ষ্য পূরণ করতে গিয়ে উল্টে দেখা যাচ্ছে, প্রকল্পই বিশ বাঁও জলে পড়ছে। কারণ ভিনরাজে এসে ইন্টার্নশিপ নিতে রাজি হননি বেশিরভাগ কর্মপ্রার্থী। নিয়ম হল, এককালীন সরকার ৬ হাজার টাকা দেবে। তারপর প্রতি মাসে ওই সংস্থায় ইন্টার্নশিপে করার স্টাইপেন্ড মিলবে ৫ হাজার টাকা করে। যা দিয়ে ভিনরাজ্যে টিকে থাকা সম্ভব নয়। মূল্যবৃদ্ধি চরমে! ইন্টার্নরা ৫ হাজার টাকায় থাকবেন কোথায়? খাবেনই বা কী?