পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
পুলিস সূত্রে খবর, ওই কিশোরীকে গত বছরের আগস্ট থেকে একাধিকবার ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক। ঘটনার কথা কাউকে জানালে মেয়েটিকে প্রাণে মারার হুমকিও দেয় অভিযুক্ত। চলতি বছরের ফেব্রুয়ারিতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে নির্যাতিতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসে পরিবার। সেখানে চিকিৎসকরা জানান, ওই কিশোরী ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এরপর গত ১১ ফেব্রুয়ারি থানায় অভিযোগ জানায় পরিবার। তারপরই হাইকোর্টে মেয়ের গর্ভপাতের আবেদন জানান তার বাবা। ২০২১ সালের মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি আইন (সংশোধনী) অনুযায়ী ২৪ সপ্তাহ পেরিয়ে গেলে গর্ভপাত করানো যায় না। এক্ষেত্রে আদালতের অনুমতি প্রয়োজন হয়। এক্ষেত্রে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা ওই কিশোরীর মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখে গর্ভপাতের অনুমতি দেন বিচারপতি এস কে পানিগ্রাহী।