পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
দিল্লি থেকে পুরীর দিকে রওনা দিয়েছিল ট্রেনটি। প্রায় তিন ঘণ্টা দেরিতে চলছিল। সোমবার রাতের দিকে হঠাৎ চন্দৌলির কাছে ট্রেনের কাপলিং ভেঙে যায়। আর বিচ্ছিন্ন হয়ে যায় কামরাগুলি। এক যাত্রীর কথায়, ‘আচমকাই ব্যাপক ঝাঁকুনি অনুভব করি। একটু পর ট্রেনটি থামে। সদ্য স্টেশন থেকে ছাড়ায় তেমন গতি ছিল না। তাই কোনওক্রমে বেঁচে গিয়েছি।’ রেলসূ্ত্রে খবর, পরের দিকে ক্ষতিগ্রস্ত এস ৪ ও এস ৫ কোচ দু’টিকে দীন দয়াল উপাধ্যায় জংশনে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ চলে মেরামতির কাজ। জানা গিয়েছে, প্রায় চার ঘণ্টা পর সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ছবি সৌজন্যে সমাজমাধ্যম।