পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
দীনদয়াল উপাধ্যায় মার্গে প্রদেশ কংগ্রেস অফিসে সাংবাদিক সম্মেলনে গেহলট জানান, সরকারি বা বেসরকারি হাসপাতাল, দিল্লির যেকোনও নাগরিক পাবে এই প্রকল্পের সুবিধা। প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদবকে পাশে নিয়ে গেহলট আরও বলেন, মোদি মার্কেটিংয়ে মাস্টার। কংগ্রেস সেই জায়গায় পিছিয়ে রয়েছে। পয়সা নেই। তবে কংগ্রেস ক্ষমতায় এলে সরকার এই প্রকল্প চালু করবে। গেহলট আরও বলেন, রাজস্থানে ‘চিরঞ্জীবী’ নামে একইরকম প্রকল্প চালু করে দেখিয়ে দিয়েছি যে কংগ্রেস পারে। তাই দিল্লিবাসীর কাছে আবেদন, কংগ্রেসকে জেতান। নিখরচায় স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিন। দিল্লিতে কংগ্রেসের শীলা দীক্ষিতের সরকার রাজধানীর চেহারা বদলে দিয়েছে। কংগ্রেস ফের ক্ষমতায় এলে একইভাবে কাজ করবে। কংগ্রেস আর কেজরিওয়ালের দল মোদি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক। সদ্য লোকসভা নির্বাচনেই কংগ্রেস-আপ একসঙ্গে জোট বেঁধে লড়েছে। তাহলে বিধানসভার আলাদা লড়াই বিজেপি কি সুবিধা পেয়ে যাবে না? এই প্রশ্নে গেহলট জবাব দেননি। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ওই জোট করা ভুল হয়েছিল।