পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
তিব্বতের গুরুম গ্রামে বাসিন্দার সংখ্যা ২২২। তাঁদের মধ্যে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। গ্রামের কমিউনিস্ট পার্টির প্রধান শেরিং ফুন্টসোগ জানিয়েছেন, কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে কমবয়সিরাও ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। আমার ৭৪ বছরের বৃদ্ধা মা ও পরিবারের আরও কয়েকজন ধ্বংসস্তূপের তলাতেই চাপা পড়ে গিয়েছে। তাঁদের আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রক জানিয়েছে, দমকল সহ বিভিন্ন দপ্তরের ১ হাজার ৮৫০ জন উদ্ধারকারী কাজ করছেন। মূল কম্পনের পর প্রায় ৫০০ বার আফটার শকে কেঁপে উঠেছে পবিত্র শহর শিগাজে এবং আশপাশের সব জনপদ। ভূমিকম্প এবং আফটারশকের প্রভাব এতটাই ছিল যে কম্পন অনুভূত হয় নেপাল, ভুটান, বাংলাদেশ, এমনকী ভারতেও।