পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
আইন মোতাবেক কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল প্রতি মাসে বাজার নয়তো ফ্যাক্টরি থেকে বিভিন্ন ওষুধের নমুনা সংগ্রহ করে গুণমান যাচাইয়ের জন্য সরকারি পরীক্ষা কেন্দ্রে পাঠায়। সেই রিপোর্ট এলে তা তুলে দেওয়া হয় ওয়েবসাইটে। বেশকিছু নামী কোম্পানির নির্দিষ্ট ব্যাচের ওষুধও জানুয়ারি মাসের রিপোর্টে নিম্নমানের বলে জানানো হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল যে ৯৩টি ওষুধের তালিকা তুলে দেওয়া হয়েছে সরকারি ওয়েবসাইটে, তাতে অন্তত ১৬টি ওষুধই হল রিংগার ল্যাকটেট (আরএল) স্যালাইন। এই সবক’টি স্যালাইন মেদিনীপুর মেডিক্যাল কলেজে সরবরাহ করা বিতর্কিত এক ওষুধ কোম্পানির। তবে যে ১৬টি ব্যাচের রিংগার ল্যাকটেটের নমুনা তুলে দেওয়া হয়েছে, সবক’টিরই নমুনা সংগৃহীত হয়েছে ওই বিতর্কিত নির্মাতার কর্ণাটকে সরবরাহ হওয়া আরএল স্যালাইনের।