পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
বাগুইআটিতে ওই নাবালিকার বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়েটি গত বেশ কিছুদিন বাড়ির বাইরে বের হচ্ছিল না। কয়েকদিন আগে পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি সমীক্ষা চালাতে গিয়ে জানতে পারেন, ওই এলাকায় ১২ বছরের এক নাবালিকা গর্ভবতী। তাও আবার ‘অ্যাডভান্সড স্টেজ’। গত ২৮ ফেব্রুয়ারি ভোররাতে প্রসব যন্ত্রণা নিয়ে নাবালিকা বিধাননগর মহকুমা হাসপাতালে যায়। ভর্তির ক্ষেত্রে সমস্যা হওয়ায় সে স্থানীয় এক স্বাস্থ্যকর্মীকে ফোন করে। ভোর সাড়ে ৪টে নাগাদ ওই স্বাস্থ্যকর্মী হাসপাতালে পৌঁছন। তিনি বিষয়টি কাউন্সিলার প্রসেনজিৎবাবুকেও জানান। সকালে কন্যসন্তানের জন্ম দেয় নাবালিকা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাতের ওজন হয়েছে ২ কেজি ৪০০ গ্রাম। মা সুস্থ রয়েছে। নিওনেটাল জন্ডিস হয়েছে সদ্যোজাতের। তবে চিকিৎসা চলছে। সুস্থ হয়ে যাবে দু’জনেই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার সঙ্গে নাগাল্যান্ডের এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। তাকে নিয়ে নাগাল্যান্ডেও যায় ওই যুবক। কয়েকমাস আগে নাবালিকাকে বাগুইআটিতে রেখে সে পালিয়ে যায়। কাউন্সিলার বলেন, ‘আমি পুলিস কমিশনার, জেলাশাসক এবং জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে বিষয়টি জানিয়েছি। যে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন করে এই অবস্থা করেছে, আমরা তার কঠোর শাস্তি চাই। সেই সঙ্গে নাবালিকা ও সদ্যোজাতের সুরক্ষার জন্য তাদের সরকারি হোমে রাখার ব্যবস্থা করতে বলেছি।’ উত্তর ২৪ পরগনার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য রীতা পাল বলেন, ‘বিষয়টি আমাদের জানানো হয়েছে। পুলিসকেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। মা ও মেয়ের জন্য আমরাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। ইতিমধ্যে আমাদের চেয়ারপার্সনও সেই নির্দেশ দিয়েছেন।’