পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
প্লাস্টিক দূষণ কমানোর কথা ভেবেই অব্যবহৃত প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে ৪.৯২ কিলোমিটার রাস্তা। স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের বকুলতলা থেকে হাকিমপুর হয়ে দোহারকান্দা পর্যন্ত এই রাস্তা হচ্ছে। এর ফলে প্রায় ১২ হাজার মানুষ উপকৃত হবে। রাস্তাটি চওড়ায় ৩.৭৫ মিটার। প্লাস্টিকের রাস্তাটি ডব্লুবিএসআরডিএ’র বসিরহাট ডিভিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে বারাকপুর ২ নম্বর ব্লকের শিউলি গ্রাম পঞ্চায়েতের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট থেকে।
এনিয়ে জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, প্লাস্টিকের সঙ্গে বিটুমেন মিশিয়ে তৈরি করার ফলে রাস্তা টেকসই অনেক বেশি হবে। তাছাড়া বৃষ্টিতে এর ক্ষয় কম হবে। পাশাপাশি তৈরির খরচও অনেক কম। এই ধরনের রাস্তা জেলায় আরও বেশ কিছু তৈরি করার পরিকল্পনা রয়েছে। নিজস্ব চিত্র