পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
বনগাঁ ও বসিরহাটের জল নিকাশির অন্যতম মাধ্যম হল ইছামতী। বর্ষায় ইছামতীর জল উপচে বন্য পরিস্থিতি তৈরি হয়। ভয়ঙ্কর অবস্থা হয় স্বরূপনগরেও। ঘরবাড়ি ছেড়ে সরকারের ত্রাণ শিবিরে আশ্রয় নেয় মানুষ। জমা জলে খেতের ফসল নষ্ট হয়। ঠিক হয়, এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ১৫ কিলোমিটার নদীপথ সংস্কার করবে জেলা প্রশাসন। এর ছাড়পত্র মিলে গিয়েছে। নতুন করে ৩২ কিলোমিটার সংস্কারের জন্য তোড়জোড় শুরু হল। এনিয়ে সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, এই ৩২ কিলোমিটার রাস্তা স্পিড বোটে যেতে সময় লাগল তিন ঘণ্টারও বেশি। কারণ, পলিতে নদীপথ ভরে গিয়েছে। মাঝে মাঝে ঢিপিও হয়েছে। এই সমীক্ষা রিপোর্ট জমা পরবে মুখ্যমন্ত্রীর কাছে। কেন্দ্রের ভরসা না করে আগেরবারের মতো এই প্রস্তাবেও মুখ্যমন্ত্রী ছাড়পত্র দেবেন বলেই আশা রাখি। এর ফলে নতুন করে প্রাণ পাবে আমাদের গর্বের ইছামতী।