পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
এদিন সকালে দুই মেদিনীপুরের বিভিন্ন কলেজে ছাত্র সংঘর্ষ হয়। পাঁশকুড়া বনমালী কলেজ উত্তাল হয় টিএমসিপি-ডিএসও সংঘর্ষে। ডিএসও’র অভিযোগ, টিএমসিপির আক্রমণে তাদের ১০ জন সমর্থক আহত হয়েছেন। পাল্টা টিএমসিপি বলে, জোর করে কলেজের গেট বন্ধ করে দেওয়া হলে ছাত্রছাত্রীরাই ওদের সরিয়ে দিয়েছে। মেদিনীপুর কলেজে এসএফআইয়ের সঙ্গে টিএমসিপির দফায় দফায় ঝামেলা বাধে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছবিটাও ছিল একই। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ডিএসওর বিক্ষোভে আটকে পড়েন কয়েকজন পড়ুয়া। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি নেতারা অবস্থানরত এসএফআই কর্মীদের ওঠাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। সকালে শিলিগুড়ির বাঘা যতীন পার্ক চত্বরে ডিএসও কর্মীদের সঙ্গে হাতাহাতি হয় টিএমসিপির।
কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে পিকেটিং শুরু করে বাম ছাত্র সংগঠনগুলি। যাদবপুরে এদিন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা ছিল। সূত্রের খবর, ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিংয়ে একজন পরীক্ষা দিয়েছেন। বাকি ১১টি বিভাগে পরীক্ষা হয়নি। মাস কম বিভাগে অবশ্য সবাই পরীক্ষা দিয়েছেন। এদিন যে ক্যাম্পাসিং ছিল, তা নির্বিঘ্নে মিটেছে। এসএফআই জানায়, ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা নিজেরাই ধর্মঘটে যোগ দেওয়ার কারণে পরীক্ষায় বসেননি। ছাত্র সংগঠন আইসা এবং ডব্লুটিআই বুধবার পর্যন্ত যাদবপুরে ক্লাস ও ল্যাব বয়কটের ডাক দিয়েছে। ধর্মঘটের উপর আক্রমণের প্রতিবাদে আজ, মঙ্গলবার এসএফআই রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। আজই যাদবপুরে ওয়েবকুপা সহ বিভিন্ন শিক্ষক ও অধ্যাপক সংগঠন ধিক্কার মিছিল করবে। শনিবারের ঘটনা নিয়ে ওয়েবকুপা এদিন সাংবাদিক সম্মেলন করে। তাঁদের অভিযোগ, এসএফআই শিক্ষামন্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছিল। ছবি ও ভিডিও তুলে ধরে তাঁদের আরও দাবি, জখম ছাত্রকে নিয়ে মিথ্যাচার করছে এসএফআই। যাদবপুরেই ফের তাঁরা সম্মেলন করবেন বলেও জানিয়েছেন। যাদবপুরের অধ্যাপক মনোজিত্ মণ্ডলের অভিযোগ, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘ছাত্র ধর্মঘট সফল। ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতেই হবে। দম থাকলে ক্যাম্পাসে নির্বাচন করে দেখাক।’ এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য পাল্টা ভিডিও দেখিয়ে দাবি করেন, তৃণমূলই যাদবপুর নিয়ে মিথ্যাচার করছে। এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে হাইকোর্টে এদিন একাধিক মামলার আবেদন জমা পড়েছে।