পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিজস্ব গাড়ি চুক্তিতে নিযুক্ত যে চালকরা চালান তাঁরাই এই আর্থিক সুবিধা পাবেন। তবে এজেন্সির মাধ্যমে নেওয়া গাড়ির চালকদের বেতন অন্তত ১৬ হাজার টাকা রাখার কথা ওই নির্দেশিকায় বলা হয়েছে। এতদিন চুক্তিতে নিযুক্ত সরকারি গাড়ির চালকদের কোনও নির্দিষ্ট হারে বেতন দেওয়ার নির্দেশ ছিল না। বিভিন্ন দপ্তর ও সংস্থা নিজেদের ইচ্ছামতো বেতন দিত। জানা গিয়েছে, সাধারণত ১০ থেকে ১২ হাজার টাকা বেতন দেওয়া হতো তাঁদের। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, এই সিদ্ধান্তে সরকারি জায়গায় চুক্তিতে যে গাড়ি চালকরা কাজ করেন, তাঁদের সুবিধা হবে। এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।