প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত ... বিশদ
মাত্র ১৭দিনের ব্যবধানে নন্দীগ্রাম-১ ব্লকে দুই তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তাল গোটা এলাকা। ইতিমধ্যে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে নেওয়া হয়েছে। গত ৮ ডিসেম্বর সাতখণ্ড-জালপাই গ্রামে খুন হন তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল। তারপর ২৫ ডিসেম্বর রাতে গোকুলনগর পঞ্চায়েতের বৃন্দাবনচক গ্রামের খুন হন আরও এক তৃণমূল কর্মী মহাদেব বিশাই। দুই খুনের ঘটনায় বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেপ্তারের দাবিতে পুলিসের উপর চাপ বাড়ছে। ডিএসপি(হেডকোয়ার্টার) তুহিন বিশ্বাসকে নন্দীগ্রাম থানার ইন-চার্জ করা হয়েছে। এই মুহূর্তে পুলিসের সামনে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা মস্ত বড় চ্যালেঞ্জ।
বিষ্ণুপদ খুনের ঘটনায় এফআইআরে এক নম্বরে নাম রয়েছে রাজকুমারের। ঘটনার পরই ধৃতরা ওড়িশা রাজ্যের হোটেলে গাঢাকা দিয়েছিল। সূত্র মারফত খবর পেয়ে নন্দীগ্রাম থানার একটি টিম সেখানে হানা দেয়। যদিও দু’জন বিজেপি নেতা-কর্মী গ্রেপ্তারিতে গেরুয়া শিবিরের তরফে পাল্টা পুলিসের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। বিজেপির জেলা সভানেত্রী তাপসী মণ্ডল বলেন, ওড়িশা পুলিসকে না জানিয়ে নন্দীগ্রাম থানার পুলিস প্রতিবেশী রাজ্যে গিয়ে হোটেল থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে। নন্দীগ্রাম থানার ইনচার্জের বিরুদ্ধে আমরা অপহরণের মামলা দায়ের করব। তবে, তৃণমূল কর্মী মহাদেবকে খুনের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। বিজেপি নেতা মেঘনাদ পাল সহ মোট ৩৯জন নেতা-কর্মীর বিরুদ্ধে এফআইআর হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিসের উপর চাপ বাড়ানোর লক্ষ্যে আজ, রবিবার বৃন্দাবনচক গ্রামে প্রতিবাদ সভার ডাক দিয়েছে তৃণমূল। সেখানে প্রাক্তন মন্ত্রী অখিল গিরি সহ জেলা নেতৃত্ব উপস্থিত থাকবে। নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, খুনের ঘটনায় জড়িত বিজেপি নেতা-কর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত পুলিস। তাই আজ, ২৯ডিসেম্বর নন্দীগ্রাম-২ব্লকে পূর্ব নির্ধারিত নরসিংহপুর আসদতলা সমবায় সমিতির নির্বাচন হচ্ছে না। ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। শনিবার জরুরি ভিত্তিতে নোটিস দিয়ে ওই সমিতির নির্বাচন বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়। ভোট বন্ধের প্রতিবাদে বিজেপির তরফে সমবায় সমিতির সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। সমবায়ের ম্যানেজার বরুণকুমার মান্না বলেন, থানা থেকে আমাদের চিঠি পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা মোকাবিলায় পর্যাপ্ত বাহিনী দিতে পারবে না থানা। সেজন্য ভোট স্থগিত থাকছে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারও ভোট বন্ধ থাকার বিষয়ে চিঠি দিয়েছে।