প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত ... বিশদ
২০২৫-কে স্বাগত জানাতে সেলিব্রেশনের তাল ঠুকছে তিলোত্তমাবাসী। সেই উপলক্ষ্যে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শনিবার লালবাজারে সাংবাদিক বৈঠক করেন কলকাতার পুলিস কমিশনার মনোজ কুমার ভার্মা। সেখানে তিনি বলেন, কলকাতা ও রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারদের তরফে জঙ্গি হানা সংক্রান্ত বিষয়ে বিশেষ ‘ইনপুট’ (তথ্য) এসেছে। তাই এবছর বাড়তি সতর্কবার্তা দেওয়া হয়েছে পুলিসবাহিনীকে। সেই মোতাবেক শহরের বিভিন্ন জায়গায় স্পেশাল টিম মোতায়েন করা হয়েছে। বাইরে থেকে যে হোটেলগুলিতে অতিথিরা আসেন, সেখানে বিশেষ নজরদারি থাকছে। স্থানীয় থানার অফিসারদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ক্লাব, পানশালা, শপিংমল, চিড়িয়াখানা, যাদুঘর, সব পিকনিক স্পটে পর্যাপ্ত মহিলা পুলিস মোতায়েন থাকবে। পার্ক স্ট্রিট, ধর্মতলা চত্বরে পুলিস মোতায়ন থাকবে। শহরের সমস্ত এন্ট্রি ও এক্সিট পয়েন্ট সহ ৫০-এর বেশি নাকা পয়েন্ট থাকছে।
শহরবাসীর কাছে সিপির অনুরোধ, বর্ষশেষের রাতে সবাই আনন্দ করুন। তবে আইন, ট্রাফিকবিধি লঙ্ঘন করে নয়। মদ্যপ অবস্থায় গাড়ি, বাইক চালালে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিপজ্জনক গতিতে গাড়ি ও বাইক চালালে পুলিস জরিমানা আদায় করবে। বেপরোয়া চালকদের দৌরাত্ম্য রুখতে শহরে ট্রাফিক বিভাগের তরফে ৩০টি স্পেশাল টিম রাস্তায় নামছে। রাতের শহরে অভব্যতা রুখতে থাকবে স্পেশাল অ্যান্টি ক্রাইম ফোর্স। অন্যদিকে, বর্ষবরণের রাতে মা ফ্লাইওভারে দ্বিচক্র যান চলাচলের জন্য বিশেষ ছাড় দিল কলকাতা পুলিস। দিন ও রাতে (২৪ ঘণ্টা) সবসময় মা ফ্লাইওভারে চলাচল করতে পারবে বাইক-স্কুটার। তবে একইসঙ্গে সিপির নির্দেশিকায় বলা হয়েছে, ফ্লাইওভারে দ্বিচক্র যানের গতিসীমা সর্বোচ্চ ৪০ কিলোমিটারের কম রাখতে হবে। আগে রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত দ্বিচক্র যান চলাচলে নিষেধাজ্ঞা জারি ছিল। অন্যদিকে, মা ফ্লাইওভারে দিনের যেকোনও সময়ের জন্য পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন পুলিস কমিশনার।