Bartaman Patrika
রাজ্য
 

এখানে জিতব, এখান থেকে সরকার গড়ব, নন্দীগ্রামে আত্মবিশ্বাসী মমতা
হুইল চেয়ারেই নন্দীগ্রামের মানুষের দুয়ারে পৌঁছলেন নেত্রী

শ্রীকান্ত পড়্যা, নন্দীগ্রাম : গুঞ্জনটা শুনেই সব সময়ের সঙ্গী লাঠিগাছা হাতে বেরিয়ে এসেছিলেন ৮৮ বছরের কিশোরী পাল...  টালিচালা থেকে। দুপুর ১২টা এই প্রবল গরমেও। কী একটা যেন হচ্ছে বাইরে। চমকেই গেলেন কিশোরীদেবী। বাড়ির উঠোনে ও কে? এ দেখি মমতা! বৃদ্ধাকে বাইরে বেরিয়ে আসতে দেখেই হাত নাড়লেন তিনি। হেসে ফেললেন কিশোরীদেবী। এই হাসি আনন্দের, তৃপ্তির, প্রত্যাশার মাইল খানেক বাইরের প্রাপ্তির।
নন্দীগ্রাম এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধক্ষেত্র। সম্মান রক্ষার। রাজ্য-রক্ষার। তাই ঘরে বসে তিনি থাকবেন না। থাকতে পারবেন না। জনসভা করবেন, পদযাত্রাও। হোক না হুইল চেয়ারে! কিন্তু তিনি শুধু মুখ্যমন্ত্রী নন। বাংলার ঘরের মেয়ে। তাই নিরাপত্তারক্ষীদের তটস্থ করে বড় রাস্তা থেকে নেমে যাবে সেই হুইল চেয়ার। গ্রাম্য রাস্তা বেয়ে ঢুকে পড়বে নন্দীগ্রামের মানুষের বাড়িতে। আচমকা পাড়ার মধ্যে মমতাকে দেখে খুশি বাঁধ ভাঙবে কচিকাঁচাদের। এ যে মেঘ না চাইতেই জল! গ্রামের মানুষের উচ্ছ্বাস দেখে আপ্লুত নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থীও। এই স্বতঃস্ফূর্ততা তাঁর মনের জোর বাড়ায়... আরও আত্মবিশ্বাসী করে তোলে। তাই পদযাত্রা শেষে ঠাকুরচকের সভায় তিনি জানিয়ে দেন, ‘এখানেই লড়ব, জিতব এবং এখান থেকে‌ই সরকার গড়ব।’ ঘোষণা নয়, হুঙ্কার। পাশাপাশি প্রতিশ্রুতিও...সিএম অফিস হবে। এখানে... নন্দীগ্রামে।
কথা ছিল, নন্দীগ্রামের এন্ট্রি পয়েন্ট ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুরচক পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ ক্ষুদিরাম মোড় থেকে কর্মসূচি শুরু হয়। ৬০০ মিটার এগনোর পর মুখ্যমন্ত্রী জানান, এই সড়ক নয়, তিনি পাড়ার ভিতর ঢুকে মানুষের কাছে পৌঁছতে চান। তারপর ৬০০ মিটার এগনোর পর পালইমোড়ের কাছে মুখ্যমন্ত্রীর রোড-শো গুড়িয়াপাড়ার দিকে বাঁক নেয়। ঢালাই রাস্তার দু’দিকে পুকুর, মাথার উপর বাঁশবাগান... এরকম অলিগলি পথ বেয়ে নন্দীগ্রাম-২ ব্লকের প্রত্যন্ত গ্রামে ঢুকে ভোটপ্রচার সারেন তৃণমূল সুপ্রিমো। গুড়িয়াপাড়ার পরই রেয়াপাড়া গ্রামীণ শীতলা মন্দির। নেত্রীর আসার খবরে সেই মন্দির চত্বরে তখন কাতারে কাতারে মানুষ। কর্ডলেস মাইক্রোফোন হাতে তুলে নিলেন মমতা। বললেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আপনাদের সমর্থন চাই।’
মুখ্যমন্ত্রীর রোড শো বিক্রমচক, ভীমবাজার, তারপর রেয়াপাড়া বড়পাকার পুল, খোদামবাড়ি, শ্যামরাইপুর হয়ে ঠাকুরচক পর্যন্ত যায়। বেলা ১টা। সভামঞ্চ তৈরিই ছিল। মমতা হুঁশিয়ার করে দেন মানুষকে, ‘নন্দীগ্রামে অনেক বহিরাগতকে আনা হচ্ছে। তাদের জন্য পুলিসের পোশাকও কেনা হচ্ছে। উর্দি পরে বহিরাগতরা হামলা চালাতে পারে। আপনারা সতর্ক থাকুন। আমি জানি, এখানকার মা-বোনেরা লড়ে নিতে জানে।’
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথম দফার ৩০টি আসনের মধ্যে ২৬টিতে জয়ের দাবি করেছেন। সেই প্রসঙ্গ তুলে ধরে মমতা বলেন, ‘আসলে বিজেপি ম্যাচে হেরে গিয়েছে। তাই ক্যাডারদের মনোবল বাড়াতে এসব বলছে। মনে হচ্ছে, ৩৫৬ ধারা জারি করে ভোট হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করছেন।’ তাঁর স্পষ্ট বার্তা, ‘আমি নন্দীগ্রামের মানুষের কাছে ঋণী। এখান থেকে জিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের কাছে যাব। এখানে খেলা হবেই। খেলতে হবে। নন্দীগ্রামে যাঁরা আন্দোলন করেছেন তাঁদের বিরুদ্ধে কেস দিয়েছে। আর গদ্দারবাবুদের বিরুদ্ধে কেস নেই! ওরাই সিপিএমকে ডেকে এনেছিল। সিপিএমের ক্যাডাররা পুলিসের পোশাক পরে গুলি চালিয়েছিল। সেই সব সিপিএমের হার্মাদ এখন বিজেপিতে। গণহত্যায় অভিযুক্ত সিপিএম নেতা নব সামন্ত এখন বিজেপির নেতা।’
নেত্রী ঠাকুরচকের সভা শেষ করে বয়াল এবং তারপর আমদাবাদে সভা করেন। রবিবার তিনি রেয়াপাড়া সিদ্ধনাথ ময়দানে বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন। বিশিষ্ট কীর্তন শিল্পী তথা রাজারহাট-গোপালপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির গানে জমজমাট হয়ে ওঠে বসন্ত উৎসব। মমতা আবারও বুঝিয়েছেন, এবার ভোট মানুষের স্বার্থে, মেরুকরণের বিরুদ্ধে। লাঠিহাতে একগাল হাসি মুখে মেখে দাঁড়িয়ে আছেন কিশোরীদেবীরা। তাঁরাই যে মমতার সম্পদ!

টিকিট না পেয়েই আত্মঘাতী বিজেপির নেতা, বলল কমিশন
দিনহাটার ঘটনায় নতুন মোড়

একই দিনে জোড়া স্বস্তি শাসকদলে। একদিকে, দিনহাটা কাণ্ডে বিজেপির খুনের তত্ত্ব নস্যাৎ করে দিল নির্বাচন কমিশন। অন্যদিকে, মান্যতা পেল তৃণমূলের অভিযোগও। সেই মতো ‘বহিরাগত’দের বিরুদ্ধে পুলিসকে অভিযান চালানোর নির্দেশও দিয়েছে কমিশন। বিশদ

পশ্চিমবঙ্গে দিদির জনপ্রিয়তার ধারে
কাছে নেই মোদি, জানালেন প্রশান্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির জনপ্রিয়তম নেতা হতে পারেন। কিন্তু, বাংলায় দিদি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় নন। সোমবার এক ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তাঁর অভিমত, এই জনপ্রিয়তাই মমতাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে। পাশাপাশি, বিজেপির হাওয়াকেও নস্যাৎ করে দিয়েছেন প্রশান্ত। বিশদ

জঙ্গলমহলে ভোট শেষ হতেই
এনআইএর হাতে ধৃত ছত্রধর

২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক এর  ঘটনায় গ্রেপ্তার করা হল তৃণমূল নেতা ছত্রধর মাহাতকে। শনিবার জঙ্গলমহলের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর রবিবার ভোর তিনটে নাগাদ জাতীয় তদন্তকারী সংস্থার ৩০ জনের একটি দল তাঁর বাড়িতে হানা দেয়। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে সোজা কলকাতায় নিয়ে আসা হয়। তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। বিশদ

মোর্চার পক্ষে ভোটের আবেদন বুদ্ধর, বাজি দলের নতুন প্রজন্মই

রাজ্যের বর্তমান হাল বদলাতে এবারের বিধানসভা ভোটে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাজি নবপ্রজন্ম। শিল্প ও কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে তরুণ প্রজন্মের লক্ষ লক্ষ ছেলেমেয়ে যেভাবে পথে নেমেছেন, তা এই ভোটের প্রেক্ষাপটে যথেষ্ট ইতিবাচক বলে মনে করেন তিনি। তাঁর মতে, এই তরুণ প্রজন্মই রাজ্যের সামনে তৈরি হওয়া বিপদ রুখে দিতে পারবে। বিশদ

রাজ্যে ভোটে এত নগদ, ড্রাগ, সোনা
উদ্ধার কেন, উৎস খুঁজতে মরিয়া কমিশন

ভোটের মধ্যে পশ্চিমবঙ্গে হিসেব বর্হিভূত এত কাঁচা টাকা আসছে কোথা থেকে? কোনও রাজনৈতিক দলের সঙ্গে  কি এর যোগ রয়েছে? কোন রুটে আসছে এই টাকা? কাদের হাত দিয়ে তা কোথায় যাচ্ছে, ইত্যাদি হাতেনাতে ধরতে তৎপরতা বাড়াচ্ছে নির্বাচন কমিশন। গত ২৬ ফেব্রুয়ারি ভোট ঘোষণার পর থেকে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৩৭কোটি ৩৪ লক্ষ টাকা স্রেফ নগদে বাজেয়াপ্ত হয়েছে। বিশদ

চিকিৎসকরা ‘ঘুষখোর’, ‘রাক্ষস’, বিজেপির
ভিডিও নিয়ে তোলপাড় রাজ্যের ডাক্তারসমাজ
ক্ষমা চাওয়ার দাবি

বিজেপি’র প্রচারাভিযানের একটি ভিডিওতে চিকিৎসকদের ‘ঘুষখোর’ এবং ‘রাক্ষস’ বলা হয়েছে। শুধু তাই নয়, সেই ভিডিওতে এমনও বলা হয়েছে, যে তারা সেই ঘুষের টাকাতে তোলাবাজদের পকেট ভরে। এমনই অভিযোগ উঠেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের চিকিৎসক সমাজের একটি বড় অংশেই ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশদ

লক্ষ্য নন্দীগ্রামে গণ্ডগোল পাকানো
উত্তরপ্রদেশ, বিহার থেকে গুন্ডা
এনেছে বিজেপি, তোপ মমতার

নন্দীগ্রামে ভোটে গণ্ডগোল পাকানোর জন্য উত্তরপ্রদেশ, বিহার থেকে বিজেপি গুন্ডা এনেছে। সোমবার এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগতদের কোথায় রাখা হয়েছে, সে ব্যাপারে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীও ইঙ্গিত দিয়েছেন। বিশদ

ভাইজানের ঘরে ভাঙন, আইএসএফের
সহ-সভাপতি যোগ দিলেন তৃণমূলে

বিধানসভা ভোট চলাকালীনই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের সংগঠনে বড়সড় ভাঙন। সোমবার সংগঠনের সহ-সভাপতি হাজি মহম্মদ কওসর আলি মল্লিক যোগ দিলেন তৃণমূলে। তাঁর সঙ্গে সংগঠনের কয়েকশো কর্মী যোগ দিয়েছেন। বিজেপির বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার কথা ঘোষণা করেছেন তিনি।  বিশদ

ভোটের প্রশিক্ষণে না যাওয়া পশু চিকিৎসকদের পাশে কোর্ট

ভেটিরিনারি ডাক্তার ও অন্যান্য কর্মীরা ভোটের প্রশিক্ষণে না গেলেও রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু, ডাক পেয়েও প্রশিক্ষণে না যাওয়ায় নির্বাচন কমিশন তাঁদের অনেককে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে। বিশদ

গরমের দাবদাহ থেকে সাময়িক স্বস্তির আশ্বাস
রাজ্যজুড়ে হতে পারে বৃষ্টি, দাবি হাওয়া অফিসের 

মার্চ মাসের শেষের দিকে গরমের দাবদাহে জ্বলছে রাজ্য। সকাল থেকেই কাঠফাটা রোদ্দুরে ঘর থেকেই বের হওয়াই দায়। তবে এর মধ্যেই স্বস্তির আশ্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যার পর রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 
বিশদ

29th  March, 2021
ফের রাজ্যে আসছেন অমিত শাহ
আগামীকাল নন্দীগ্রামে রোড শো 

আগামীকাল মঙ্গলবার ফের রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন অমিত শাহ। এবার তিনি মূলত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র নন্দীগ্রামে রোড শো করবেন। একসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে এক দিনে রোড শোতে অংশ নেবেন। আগামী ১ এপ্রিল বাংলায় ২ দফার ভোট।  
বিশদ

29th  March, 2021
ঘোড়া কেনাবেচা, বাংলার
ইতিহাসে এই ট্রেন্ড অচেনা!

কার ঘোড়া কে নেবে? এই চলছে এখন বাংলার রাজনীতিতে। একদিকে তৃণমূলের সাজানো ঘর ভাঙছে। আর সেই ঘর-ভাঙা ঘোড়াদের নিয়ে নিজেদের ঘর সাজিয়ে তুলছে বিজেপি। ভোটের আগে শাসকদলকে যতটা সম্ভব দুর্বল করা যায় সেই চেষ্টাতেই উঠেপড়ে লেগেছেন দিলীপ-কৈলাসরা। বিশদ

29th  March, 2021
প্রবল বাঙালিয়ানা দিয়ে হিন্দি ‘আধিপত্যবাদের’
বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছেন মমতা

‘সাংস্কৃতিক বাঙালিত্বের সঙ্গে বিজেপির যোগসূত্র ক্ষীণ। বিজেপির ঝুলিতে কোনও বাঙালি মনীষী নেই। তাই তারা এখন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সুভাষচন্দ্রকে নিয়ে টানাটানি করছে। কিন্তু, বিজেপির উগ্র হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের সঙ্গে এই মনীষীদের মেলানো খুবই মুশকিল... সুভাষচন্দ্র ছিলেন সম্পূর্ণ অসাম্প্রদায়িক। বিশদ

29th  March, 2021
আলতো আবিরে মনের মানুষকে
রাঙাতে প্রস্তুত বাঙালি

গত বছর নমো নমো করে বাঙলি দোল খেলতে পেরেছিল ঠিকই। তবে মনের ভিতরে একটা ভয় ছিলোই। বছর ঘুরতে সেই ভয় তো একেবারেই কাটেনি, উলটে জাঁকিয়ে বসছে। ভয়টা হল করোনা ভাইরাস। কিন্তু বাঙলি হুজুগে। আশপাশে লকডাউনের ভ্রুকুটি আপাতত নেই। বিশদ

29th  March, 2021

Pages: 12345

একনজরে
‘আরে ছাড়ুন তো। অনেক লিখেছেন। মাস্টারমশাইয়ের প্রোগ্রাম ঠিক করা আছে। সবাই অপেক্ষা করছে।’ বেশিক্ষণ নয়, মিনিট পনেরো চেয়েছিলাম কালীদহ গোয়ালদহ রসিকলাল মেমোরিয়াল হাইস্কুলের অঙ্কের ‘রিটায়ার্ড’ মাস্টারমশাইয়ের ...

বৈঠক ও অফার কিছুই কাজ দিল না। গেরুয়া শিবিরের আদি নেতারা যাতে সরাসরি ভোটে নির্দল প্রার্থী হিসেবে না নামেন, তার সব চেষ্টাই বিফলে গেল। সঙ্ঘের ...

রুদ্ধশ্বাস লড়াইয়ে অল্পের জন্য হার মানতে হয়েছে তাঁকে। তবে ক্রিকেটপ্রেমীদের মন জিতেছে বুক চেতানো পারফরম্যান্স। কিন্তু তা সান্ত্বনার জন্য যথেষ্ট নয়। ভারতের কাছে ৭ রানে ...

জন্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামীর কাছে ক্ষমা চাইলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা। সোমবার ডিএমকে নেতা বলেন, আমি কখনই মুখ্যমন্ত্রীর মাকে অপমান করতে চাইনি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্লান্তি বৃদ্ধি। প্রিয়জনের মানহানির আশঙ্কা। দাম্পত্য জীবনে মতানৈক্য এড়িয়ে চলা প্রয়োজন। অত্যধিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব চিকিৎসক দিবস
১৮৯৯ - বাঙালি লেখক ও চিত্রনাট্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯১৯: রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধের ডাক গান্ধীজির
১৯৪৫: অস্ট্রিয়াকে আক্রমণ করল সোভিয়েত ইউনিয়ন
১৯৫৬- বাংলা ভাষার রূপকথার বিশিষ্ট রচয়িতা ও সংগ্রাহক দক্ষিণারঞ্জন মিত্রমজুমদারের মৃত্যু
১৯৫৬: পরমাণু পরীক্ষা করল সোভিয়েত ইউনিয়ন
১৯৬৫- বাঙালি সাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর মৃত্যু
১৯৭৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট জ্যাজ্ সঙ্গীত শিল্পী, পিয়ানো বাদক এবং অভিনেত্রী নোরা জোন্সের জন্ম
১৯৮১: ওয়াশিংটন ডিসি’র এক হোটেলের বাইরে জন হিঙ্কলে নামে এক ব্যক্তি প্রেসিডেন্ট রোনাল্ড রেগনকে গুলি করেন
১৯৮৬ - স্প্যানিশ ফুটবল খেলোয়াড় সার্জিও র্যামোসের জন্ম
২০০২- বিশিষ্ট কবি ও গীতিকার আনন্দ বক্সীর মৃত্যু
২০১৩ - মার্কিন কবি ও শিক্ষাবিদ ড্যানিয়েল হফম্যানের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৭২ টাকা ৭৩.৪৩ টাকা
পাউন্ড ৯৮.১৫ টাকা ১০১.৬৩ টাকা
ইউরো ৮৩.৯৫ টাকা ৮৭.০৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
27th  March, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৩,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
28th  March, 2021

দিন পঞ্জিকা

১৬ চৈত্র ১৪২৭, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১। দ্বিতীয়া ২৯/৪১ অপরাহ্ন ৫/২৮।  চিত্রা নক্ষত্র ১৬/৫৬ দিবা ১২/২২।  সূর্যোদয় ৫/৩৫/৯, সূর্যাস্ত ৫/৪৭/৫। অমৃতযোগ দিবা ৮/১ গতে ১০/২৭ গতে ১২/৫৪ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২১ গতে ৪/৫৯ মধ্যে। রাত্রি ৬/৩৫ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১৭ মধ্যে পুনঃ ১/৩৮ গতে ৩/১২ মধ্যে। বারবেলা ৭/৭ গতে ৮/৩৮ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪৪ মধ্যে। কালরাত্রি ৭/১৫ গতে ৮/৪৪ মধ্যে। 
১৬ চৈত্র ১৪২৭, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১। দ্বিতীয়া রাত্রি ৮/৩৬। চিত্রা নক্ষত্র দিবা ৩/১৩। সূর্যোদয় ৫/৩৭, সূর্যাস্ত ৫/৪৮। অমৃতযোগ দিবা ৭/৫৪ গতে ১০/২৩ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৩/২২ গতে ৫/১ মধ্যে এবং রাত্রি ৬/৩৭ মধ্যে ও ৮/৫৬ গতে ১১/১৫ মধ্যে ও ১/৩৩ গতে ৩/৬ মধ্যে। বারবেলা ৭/৮ গতে ৮/৪০ মধ্যে ও ১/১৪ গতে ২/৪৫ মধ্যে। কালরাত্রি ৭/১৬ গতে ৮/৪৫ মধ্যে। 
১৫ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
পাঁশকুড়ায় রোড শো অমিত শাহর

04:21:26 PM

পিছিয়ে গেল ‘চেহরে’-র রিলিজ
‘চেহরে’ চলচ্চিত্রকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ‘চেহরে’ আক্ষরিক ...বিশদ

04:20:52 PM

কেতুগ্রামের কান্দরা অঞ্চলে তৃণমূল প্রার্থী শেখ শাহনওয়াজের প্রচার

04:10:00 PM

খড়্গপুর শহরে বিজেপি প্রার্থীর সমর্থনে রেলমন্ত্রী পীযূষ গোয়েল

03:28:00 PM

বিজেপি প্রার্থীর মনোনয়ন ঘিরে পুলিসের সঙ্গে বচসা
রায়না বিধানসভার বিজেপি প্রার্থী মানিক দাসের মনোনয়নের কিছু কাজ বাকি ...বিশদ

03:17:00 PM

সস্তা হল পেট্রোল, ডিজেল
মধ্যবিত্তের বোঝা কমিয়ে কিছুটা কমল পেট্রোল, ডিজেলের দাম। মঙ্গলবার কলকাতা-সহ ...বিশদ

03:11:15 PM