পারিপার্শ্বিক কোনও ঘটনা চিন্তা বাড়াতে পারে। সাংস্কৃতিক কর্মে যোগদান ও মানসিক তৃপ্তিলাভ। শরীরের খেয়াল রাখুন। ... বিশদ
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়েকে নিয়ে সোদপুর থেকে ট্রেনে চেপে শ্যামনগর স্টেশনে নামেন শিউলি। এরপর শ্যামনগর স্টেশন থেকে অটোয় চেপে তাঁরা পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হন। অটোতে আরও দুই ছাত্রী ও আর এক অভিভাবক ছিলেন। শিউলি দেবী বসেছিলেন অটোর সামনের আসনের ডান দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষপাড়া রোড ধরে অটোটি যাওয়ার সময় পাওয়ার হাউস মোড়ে একটি মোটর ভ্যানকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। অটোর নীচে চাপা পড়ে গুরুতর জখম হন শিউলি দেবী। তবে আর কেউ আঘাত লাগেনি। ঘটনাস্থলে উপস্থিত পুলিস ও স্থানীয়দের সহযোগিতায় শিউলিকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, পুলিসের সহযোগিতায় তিন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আতপুর ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর সুরেশ্বর মণ্ডল বলেন, ‘দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে শিউলি দেবীকে আমরা হাসপাতালে নিয়ে যাই। তিন জনকে পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে দিয়েছি।’ ঘটনাস্থল থেকেই জগদ্দল থানার পুলিস অটো ও চালককে আটক করেছে। পুলিস জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।