পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) সঞ্জীব কুমার বলেন, ‘গুজবে কান দেবেন না। নিরাপদে ট্রেন সফর করুন। যাত্রী সুরক্ষাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই রেল পরিকাঠামোর ধারাবাহিক সংস্কার কাজ চলে। এই ধরনের কোনও কাজ করার পরিকল্পনা হলে আগাম প্রস্তুতি নেওয়া হয়। সেই কাজের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হলে তার বিস্তারিত বিবরণ সংবাদমাধ্যমেও প্রকাশ করা হয়। যাতে যাত্রীরা আগে থেকে বিকল্প ব্যবস্থা করে নিতে পারেন।’ রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়ায় বেনারস রোডের উপর বামুনগাছির নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে। এর জন্য বাতিল করতে হয়েছে বহু লোকাল। ঘুরপথে বা অন্য সময়ে চলছে দুরপাল্লার একাধিক ট্রেনও। এই কাজের জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে তার জন্য হাওড়ায় দু’দিনের জন্য কোনও লোকাল ট্রেন ঢুকবে না, এরকম কোনও পরিকল্পনা পূর্ব রেলের তরফে নেওয়াই হয়নি। ট্রেন চলাচল যেভাবে চলছে সেভাবেই বহাল থাকবে। যদি কোনও পরিবর্তন হয়, তাহলে তা নিয়ে আগাম ঘোষণা হবে বলে হাওড়া ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।