পারিবারিক ঝামেলার সন্তোষজনক নিষ্পত্তি। প্রেম-প্রণয়ে শুভ। অতিরিক্ত উচ্চাভিলাষে মানসিক চাপ বৃদ্ধি। প্রতিকার: আজ দই খেয়ে ... বিশদ
এমনিতেই আসন্ন লোকসভা নির্বাচনে কৃষক সমস্যা, বেকারত্ব, নাগরিকত্ব বিলের মতো একাধিক ইস্যুতে মোদি বিরোধিতার অন্যতম প্রধান এজেন্ডা তৈরি করতে চলেছেন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাতেরা। ইতিমধ্যে নাগরিকত্ব বিলের বিরোধিতা করে আজ একটি প্রেস বিবৃতিও প্রকাশ করেছেন সিপিএমের ত্রিপুরার তিনজন এমপি। দলের রাজ্যসভার সদস্য ঝর্ণাদাস বৈদ্য এবং লোকসভার এমপি জীতেন্দ্র চৌধুরি ও শঙ্করপ্রসাদ দত্ত সেই বিবৃতিতে জানিয়েছেন, কেন্দ্রের নাগরিকত্ব বিলের বিরোধিতায় তাঁরা আগামীকাল, ত্রিপুরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্বঘোষিত কর্মসূচি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। অবিলম্বে বিলটিকে প্রত্যাহার করার দাবি জানিয়ে তাঁরা অভিযোগ করেছেন, এর ফলে বহু মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে। দলীয় সূত্রের খবর, সিপিএমের পলিটব্যুরো বৈঠকে গত ৩ ফেব্রুয়ারি রাজ্যে দলের ব্রিগেড সমাবেশের প্রসঙ্গ উঠেছে। লোকসভা ভোটের প্রাক্কালে ব্রিগেডে সিপিএমের যে লোকসমাবেশ দেখা গিয়েছে, তাতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত খুশি। যদিও সিপিএমের বঙ্গ নেতৃত্বকে দলের কেন্দ্রীয় নেতারা নির্দেশ দিয়েছেন, ব্রিগেডের এই ভিড়কে যেন ভোটমুখী করা যায়, সেই লক্ষ্যে পদক্ষেপ নিতে। পাশাপাশি রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির সুবিধা বাংলা সিপিএম কতটা পাবে, তারও নির্দিষ্ট হিসেব নিকেশ করতে বলা হয়েছে রাজ্য কমিটিকে। আসন্ন লোকসভা নির্বাচনে দলের ইস্তাহার কী হবে, তা নিয়েও একটি প্রাথমিক খসড়া এই পলিটব্যুরো বৈঠকে করে রাখতে চাইছে সিপিএম।