রাজনীতিক ও পেশাদারদের ব্যস্ততা বাড়বে। বয়স্করা শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ধনযোগ আছে। ... বিশদ
আগামী ১৯ মার্চ উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্য সচিব ও মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের আধিকারিক দেবকুমার হাজরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্য নির্দেশক ভর্গোনাথ ভট্টাচার্য। প্রতিদিন দুটি করে নাটক প্রদর্শিত হবে এবং দুটি নাটকের বিরতিতে থাকবে নাটকের গান। থাকছে সংলাপ কলকাতার ‘শ্যামাবাবুর ডায়েরি’, ইফটার ‘ঋতু সংহার’, যাদবপুর মন্থনের ‘ইলা’, হরিপাল নাট্যপ্রহরীর ‘বাঘু মামার বে’, রবীন্দ্রনগর নাট্যায়ুধের ‘স্ত্রীলিঙ্গ নির্মাণ’, অশোকনগর নাট্যমুখের ‘সময়যান’, বেলেঘাটা ঈক্ষণের ‘পিতৃপক্ষ’ ও থিয়েলাইটের ‘শয়তান’। নাটকের গান শোনাবেন লোপামুদ্রা গুহনিয়োগী, দেবযানী মুখোপাধ্যায়, স্যামসন মাথুর চক্রবর্তী ও দেবরাজ গঙ্গোপাধ্যায়।
নিজস্ব প্রতিনিধি