বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার রোড রেসে অসুস্থ ৩ প্রতিযোগী

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শনিবার কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে সাগরদিঘির পাড়ে পুরুষদের দশ কিলোমিটার ও মহিলাদের পাঁচ কিলোমিটার রোড রেস অনুষ্ঠিত হয়। দুপুর দু’টোয় দৌড়ের আয়োজন করা হয়েছিল। সাগরদিঘির পাশে প্যাটন ট্যাঙ্কের সামনে অনুষ্ঠানের উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা। প্রায় ১২০ জন পুরুষ ও ৩০ জন মহিলা এই দৌড়ে অংশ নেন। বয়সসীমা ছিল ১৪-৩৬ বছর। দৌড়ের আগে রাজবাড়ি স্টেডিয়ামে সকলের শারীরিক পরীক্ষা করা হয়। তারপরেই সকলকে নম্বর প্রদান করা হয়। কিন্তু তারপরেও দৌড়নোর সময় তিনজন মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। যদিও সকলকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, দিন কয়েক আগেই পুণ্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে রোড রেসের আয়োজন করা হয়েছিল। পাতলাখাওয়া থেকে পুণ্ডিবাড়ি পর্যন্ত আট কিলোমিটার সেই দৌড়ে অংশ নিয়ে প্রথম বর্ষের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। যা নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছিল। কোনওরকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কীভাবে ছাত্রদের এই দৌড়ে নামিয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। গত রবিবার জেলাতেই এমন একটা ঘটনা ঘটার পর এদিন ফের রোড রেসের আয়োজন করা হয়। যদিও এদিন মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়। যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে।কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত বলেন, যাঁরা এদিন দৌড়ে অংশ নিয়েছেন তাঁদের সকলের শারীরিক পরীক্ষা করা হয়। দৌড়নোর সময় কিছুটা চাপ, উদ্বেগ তো থাকেই। এতে তিনজন মহিলা অসুস্থ বোধ করেন। তবে প্রাথমিক চিকিৎসা করে তাঁদের ছেড়ে দেওয়ার পর তাঁরা এসে পুরস্কার নিতে এসেছিলেন। 
- নিজস্ব চিত্র।
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা