বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

তপনে দ্বিতীয়বার বিয়ের জন্য মেয়ে দেখতে এসে প্রতারণার ফাঁদে যুবক

সংবাদদাতা, তপন: দ্বিতীয় বিয়ে করার জন্য মেয়ে দেখতে এসে প্রতারণা চক্রের খপ্পরে যুবক। খোয়ালেন ১ লাখ ৩২ হাজার টাকা। ঘটনায় তপন থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস।  ধৃত আশরাফ আলী সরকারের বাড়ি তপন থানার বালিহারা এলাকায়। রহিমুদ্দিন সরকার থাকেন হরিরামপুর থানা এলাকায়।  সেরাজুল শেখের বাড়ি করণদিঘি রসাখোয়া এলাকায় এবং গাড়ির চালক জাকির হোসেন তপন থানার গুড়াইল এলাকার বাসিন্দা। পুলিস সূত্রে খবর, মালদহ জেলার মোথাবাড়ি এলাকার পঞ্চনন্দপুরের বাসিন্দা ফিরোজ আলী। তাঁর প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। কোনওভাবে সেই খবর পান প্রতারণা চক্রের মূল অভিযুক্ত আশরাফ। এরপর তিনি ফোনে যোগাযোগ করেন ফিরোজের সঙ্গে। মেয়ে দেখানোর টোপ দিয়ে গত শুক্রবার ডেকে পাঠানো হয় ফিরোজকে। আত্মীয়দের নিয়ে ফিরোজ গঙ্গারামপুর এলে সেখান থেকে জাকিরের গাড়ি করে তাঁদের নিয়ে আসা হয় তপনের বাখরপুর এলাকায়। অভিযোগ, বাখরপুরে ফিরোজদের বেঁধে রাখেন অভিযুক্তরা। এরপর চাওয়া হয় মুক্তিপণ। তখন ঘুম ভাঙে পাত্রপক্ষের। বুঝতে পারেন তাঁরা প্রতারণা চক্রের খপ্পরে পড়েছেন। ফিরোজদের কাছ থেকে অনলাইনে ৯০ হাজার এবং নগদে ৪২ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারণা চক্রের অভিযুক্তরা। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে পাত্রপক্ষ। তপন থানার পুলিস চারজনকে গ্রেপ্তার করে  আদালতে পাঠালে পাঁচদিনের পুলিস হেফাজত হয়েছে। তপন থানার পুলিস  জানিয়েছে, বিয়ে করতে এসে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ দায়ের হয়। চারজনকে গ্রেপ্তার করে তদন্ত চলছে।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা