বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

প্রতিশ্রুতি পালনে মন্ত্রীদের দরবারে সিতাইয়ের বিধায়ক

সংবাদদাতা, দিনহাটা: নির্বাচিত হয়েই সিতাইয়ের উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নিলেন নতুন বিধায়ক সঙ্গীতা রায়। নিজের এলাকার উন্নয়নের স্বার্থে পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রীদের দরবারে।
সিতাই ব্লকে কলেজের জন্য জমি দান হয়েছে। কিন্তু তা এখনও তৈরি হয়নি। একই অবস্থা সিতাই দমকল কেন্দ্ররও। নদী ভাঙনে কারণে কয়েক হাজার মানুষ প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘদিন ধরেই বাঁধের দাবিতে আন্দোলন হচ্ছে। কিন্তু বাঁধ তৈরি হয়নি। নতুন বিধায়ক নির্বাচিত হওয়ার পরই কলেজ, দমকল, বাঁধ নির্মাণের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন সঙ্গীতা। দু’দিন ধরে  সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের সঙ্গে তিনি দেখা করেছেন। দ্রুত কলেজে, দমকল ও গীতালদহে বাঁধ নির্মাণের দাবিও তাঁদের কাছে জানিয়ে এসেছেন তিনি। 
উপনির্বাচনের সিতাইয়ে দমকল তৈরির প্রতিশ্রুতি দেয় তৃণমূল। সিতাইয়ের বিডিও অফিসের জমিতে চিহ্নিত করা হয়। কিন্তু এতদিনেও দমকল কেন্দ্র গড়ে উঠেনি। নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে বৃহস্পতিবার কলকাতায় দমকলমন্ত্রী সুজিত বসু সঙ্গে দেখা করেন বিধায়ক। 
২০১২ সাল থেকে সিতাইয়ের কোনাচাত্রায় জমি দান করেছিলেন একজন। সেই জমি চিহ্নিত করে দানকারি ব্যক্তির নামে প্রস্তাবিত কলেজের নামকরণ করা হয়। এখন অব্দি কলেজের অনুমোদন আসেনি। দিনহাটা মহকুমায় একটি মাত্র কলেজ রয়েছে। অন্য কলেজ থেকে সিতাইয়ের ওই জায়গায় তৈরি করার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অনুরোধ করেন সঙ্গীতা রায়। শুক্রবার জল সম্পদ ভবনে গিয়ে গীতালদহের জাড়িধরলা ৩৩০০ মিটার বাঁধ তৈরির প্রয়োজনীয়তার বিষয়টি জানান। শিঙিমাড়ি নদীর তীরে বাঁধ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বাসিন্দারা। সেখানে বাঁধ তৈরির জন্য কলকাতায় দরবার করেছেন তিনি। 
সিতাইয়ের বিধায়ক বলেন, কলেজ, দমকল কেন্দ্র  এবং বাঁধ তৈরির জন্য মানুষকে কথা দিয়েছি। সেই প্রতিশ্রুতি রক্ষার জন্যই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত সমস্যাগুলি সমাধান করার জন্য মন্ত্রীদের অনুরোধ করেছি।
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা