বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

শিলিগুড়িতে এসে দার্জিলিং চায়ের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার জন্টি রোডস

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: স্ট্যামিনা, পারফর্মম্যান্স আর চাপ সহ্য করার ক্ষমতা, টেস্ট ফর্মাটে একজন ক্রিকেটারের কাছে এগুলি অগ্নিপরীক্ষার মত। টি-২০ ফর্মাট নিয়ে মাতামাতি হলেও ক্রিকেটিয় কেরিয়ারে টেস্ট ফর্মাটই একজন ক্রিকেটারের মান নির্ণয় করে। পাঁচ দিনের টেস্ট ক্রিকেট কখনই নিজের জৌলুস হারায়নি। হারাবেও না। শুক্রবার শিলিগুড়িতে এসে টেস্ট ফর্মাটের পক্ষে এভাবেই সওয়াল তুললেন বিশ্ব ক্রিকেটের ‘ফিল্ডিং কিং’ জন্টি রোড্স। এদিন দার্জিলিংয়ের চায়ের প্রশংসাও করেন তিনি।  
সবুজ জার্সি গায়ে সাউথ আফ্রিকার হয়ে তাঁকে ময়দান কাঁপাতে দেখেছেন সকলে। হাওয়ার ভেসে ক্যাচ ধরার সেই দৃশ্য আজও মনে গেঁথে সবার। ক্রিকেট দুনিয়ার একদা সেই বিশ্ব তারকাকে শহরে হাজির করিয়েছিল একটি বেসরকারি স্কুল। সেখানে কঁচিকাঁচাদের সঙ্গে মিশে যান এই তারকা। বর্ডার গাভাসকার ট্রফিতে হতাশাজনক পারফর্মম্যান্স হলেও ভারতীয় ক্রিকেট দলের ভুয়সী প্রশংসা শোনাগেল সাউথ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টির মুখে।  
দেশে সমালোচনার মুখে পড়লেও বুমরাহ থেকে শুরু করে অন্য খেলোয়াড়দের প্রশংসায় ভরিয়ে দেন এই প্রাক্তন খেলোয়ার। জন্টি মনে করেন, ভারতীয় দল ভালো উন্নতি করছে। প্রত্যেক খেলোয়াড়দের উচিৎ এই প্ল্যাটিফর্মকে ব্যবহার করা। জসপ্রীত বুমরাহ সুযোগের ভালো ব্যবহার করেছে। ১২-১৪ বছর আগে ছবিটা একদম অন্যরকম ছিল। এখন প্রত্যেকে নিজের সবথেকে ভালো পারফরম্যান্স তুলে ধরতে মরিয়া। ভারতীয় দলের শুধু আইপিএল নয়, প্রত্যেক খেলায় নিজেকে তুলে ধরার সুযোগ রয়েছে। আর এটাই সবথেকে জরুরি। ভারতে স্কুল স্তর থেকে এই সুযোগ রয়েছে। এটা আমার সব থেকে ভালো লাগে। তিনি তুলনা টেনে বলেন, সাউথ আফ্রিকার র‍্যাল রিগালটন টি-২০তে জায়গা পাওয়ার পর ওয়ান ডে আর টেস্টেও ভালো ফল করেছে। কিন্তু ভারতের সমস্যা হল, তাদের এতো ভালো ভালো ট্যালেন্ট রয়েছে, তাদের দিয়ে কী করবে সেটা বোঝাই মুশকিল। ইন্ডিয়ার যা পরিস্থিতি তারা তিনটে দল তৈরি করেছে। এক সময়ে শিখর ধাওয়ান একটা দল নিয়ে শ্রীলঙ্কা ট্যুরে, রোহিতরা আবার অন্য ট্যুরে। আর তারা জয়ীও হচ্ছে। আমি আগে ভারতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছি। আমার মনে হয়, ভারত সব থেকে অভিজ্ঞ দল। আইপিএলের পর থেকে ক্রিকেটে একটা বড় পরিবর্তন এসেছে। টি-২০ তে ফিল্ডিংয়ের স্তর দারুণ। বিরাট কোহলির দেখানো পথেই এই পরিবর্তনটা এসেছে বলে আমি করছি। আগে ভারতীয় দলে একজন ভালো ফিল্ডার থাকতো। এখন প্রত্যেক খেলোয়াড়েরাই ভালো ফিল্ডার।
শিলিগুড়িতে জন্টি রোডস। শুক্রবার তোলা নিজস্ব চিত্র।
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা