বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

শহরে পার্কিং জোন খুঁজতে নেমে ফুটপাত দখলমুক্ত করাই চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহরে পার্কিং জোন খুঁজতে নেমে ফুটপাতের হাল দেখে চক্ষু চড়কগাছ পুরসভা ও পুলিস প্রশাসনের। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড, সমাজপাড়া মোড়, জোড়াবাতি মোড়, দিনবাজারের মতো ব্যস্ততম এলাকায় ফুটপাত বলতে কিছুই আর নেই। গোটাটাই ব্যবসায়ীদের দখলে চলে গিয়েছে। রাস্তার পাশের দোকানগুলি কোথাও ফুটপাতের উপর সাজিয়ে রেখেছে পসরা। কোথাও আবার ব্যবসায়ীরা তাঁদের দোকানের সামনের ফুটপাত টাকার বিনিময়ে ‘ভাড়া’ দিয়ে দিয়েছেন। বাইরে থেকে হকাররা এসে দিব্যি সেখানে বসে ব্যবসা করছেন। 
শুধু রাস্তার পাশের ব্যবসায়ীরা নন, খোদ সরকারি কর্মীও ফুটপাত দখল করে দোকান বানিয়ে রেখেছেন! দৈনিক মজুরির ভিত্তিতে কর্মী রেখে চালাচ্ছেন সেই দোকান। শুক্রবার পার্কিং জোন চিহ্নিত করতে সমীক্ষায় নেমে এসবই নজরে এসেছে পুরসভা ও পুলিসের কর্তাদের। আর তারপরই পুরসভা ও প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দ্রুত ফুটপাত খালি করে দিতে হবে। না হলে ফুটপাতে রাখা যাবতীয় সামগ্রী বাজেয়াপ্ত করবে পুরসভা। 
এদিন এনিয়ে রাস্তায় দাঁড়িয়ে মাইকিংও করেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। ফুটপাতের উপর থেকে কিছু দোকান সরিয়েও দেওয়া হয়। মার্চেন্ট রোডের ধারে একটি শপিং মলের সামনে গিয়ে পুরসভা ও প্রশাসনের কর্তারা দেখতে পান, সেখানে পার্কিংয়ের কোনও ব্যবস্থা নেই। ওই শপিং মল কর্তৃপক্ষকে দ্রুত পার্কিংয়ের ব্যবস্থা করতে বলা হয়। ঠিক হয়েছে, কোতোয়ালি থানা মোড় থেকে মার্চেন্ট রোডজুড়ে বাইক, স্কুটার, সাইকেল রাখার জন্য পেইড পার্কিং জোন হবে। দিনবাজারে যাওয়ার রাস্তাতেও হবে পার্কিং জোন। দিনবাজারের মারওয়াড়িপট্টি এলাকায় হবে গাড়ি রাখার পার্কিং। 
পুলিস প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাস্তার একদিকে মাসের পনেরো দিন পার্কিং জোন থাকবে। ঠিক তার উল্টোপাশে ওই পনেরো দিন থাকবে নো পার্কিং জোন। পরের পনেরো দিন ঠিক তার উল্টোটা হবে। সেক্ষেত্রে বহু হকারকে সরে যেতে হবে। এদিন তাঁদের জানিয়ে দেওয়া হয়, ১ ফেব্রুয়ারি থেকে পুরসভা পেইড পার্কিং জোন চালু করবে। তার আগেই ফুটপাত দখলমুক্ত করতে হবে। রাস্তা আটকে কোনও ব্যবসা করা যাবে না। 
জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, পুলিস প্রশাসনকে সঙ্গে নিয়ে এদিন আমরা শহরে পার্কিং জোন চিহ্নিত করতে সমীক্ষা চালাই। ব্যস্ত রাস্তায় ফুটপাত দখল করে অনেকে ব্যবসা করছেন। তাঁদের দ্রুত ফুটপাত খালি করতে বলা হয়েছে। না হলে পুরসভা ফুটপাতে থাকা জিনিসপত্র বাজেয়াপ্ত করবে। শহরকে যানজটমুক্ত করতে যা পদক্ষেপ নেওয়ার, সেটাই নেবে পুরসভা। 
ডেপুটি পুলিস সুপার (ট্রাফিক) অরিন্দম পালচৌধুরী বলেন, শহরে কোথায় কোথায় পার্কিং জোন করা যেতে পারে, সেব্যাপারে পুরসভাকে জানানো হয়েছে এদিন। এবার পুরসভা তা কার্যকর করবে।  নিজস্ব চিত্র।
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা