বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

পাঞ্জিপাড়ায় জাতীয় সড়কের পাশে বর্জ্য, পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন

সংবাদদাতা, ইসলামপুর: পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প ঠিকঠাক চলছে না। ৩১ নং জাতীয় সড়ক ঘেঁষে ফেলা হচ্ছে বর্জ্য। আবর্জনার স্তুপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। মাঝে মাঝে আবর্জনার স্তুপে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুর্গন্ধ ও ধোঁয়ায় পথচলতি মানুষ বিরক্ত। অভিযোগ, এবিষয়ে পঞ্চায়েত প্রশাসন কোনও পদক্ষেপ করছে না। 
পঞ্চায়েত এলাকার বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট জায়গা আছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে কিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছে এলাকার বর্জ‌্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলার। কিন্তু এলাকার বর্জ্য ওই নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না বলে অভিযোগ। পাঞ্জিপাড়ায় সড়কের পাশে আবর্জনা জমা হচ্ছে। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধান ওবেদুল্লা সামস (মুন্না)। বলেন, ব্রিজ সংলগ্ন এলাকায় বাসিন্দারা আবর্জনা ফেলছেন। পঞ্চায়েত থেকে বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট জায়গা করা আছে। কয়েকটি এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ ভালো হচ্ছে। কিন্তু বাজার এলাকায় বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলার দায়িত্বে থাকা মহিলা দল কাজ করছে না। ফলে সমস্যা হচ্ছে। সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন প্রধান।
বাসিন্দারা বলছেন, পাঞ্জিপাড়া বাজার লাগোয়া জাতীয় সড়কের ধারে একটি  ব্রিজের পাশে দিনের পর দিন আবর্জনা ফেলা হচ্ছে। প্রকল্পের কর্মীরা না থাকায় স্থানীয় দোকানদার কিংবা বাসিন্দারা ওই জায়গায় বর্জ্য ফেলছেন। আবর্জনার গন্ধে অতিষ্ঠ মানুষ।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গির আলমের কথায়, ওই ব্রিজের পাশ দিয়েই হাইস্কুলে যায় পড়ুয়ারা। গ্রামের মানুষজন বাজারে যায়। ব্রিজের পাশ দিয়ে গেলেই নাকে গন্ধ আসে। মাঝে মাঝে আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টি পঞ্চায়েত প্রশাসনের দেখা উচিত।  নিজস্ব চিত্র
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা