বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

প্রসব বেদনা নিয়ে ভর্তি নাবালিকা, হাসপাতালের অভিযোগ পেয়ে স্বামীকে গ্রেপ্তার করল পুলিস

সংবাদদাতা, মাথাভাঙা: হাসপাতালে প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছে এক নাবালিকা। এই অভিযোগ পেয়েই তদন্তে নেমে নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করল ঘোকসাডাঙা থানার পুলিস। ধৃত মাথাভাঙা-২ ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের উত্তর রাঙামাটির বাসিন্দা। পুলিস জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধ আইনের ধারা সহ একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ২ ডিসেম্বর মাথাভাঙা মহকুমা হাসপাতালের ওয়ার্ড মাস্টারের থেকে নাবালিকার প্রসব বেদনা নিয়ে ভর্তি হওয়ার অভিযোগ পায় পুলিস। পরের দিন তদন্তে যান মাথাভাঙা থানার এক এএসআই। ৪ তারিখে তিনি মাথাভাঙা থানার আইসির কাছে লিখিত অভিযোগ জমা করেন। অভিযোগটি পাঠানো হয় ঘোকসাডাঙা থানায়। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিস। নাবালিকার স্বামী এবং তার বাবা-মায়ের নামেও অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তরা এতদিন গা ঢাকা দিয়েছিল। এদিন নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। 
১৮ বছরের নীচে মেয়েদের কোনওভাবেই যাতে বিয়ে দেওয়া না হয়, সেজন্য বছরভর নানা কর্মসূচি করা হয়। স্কুলে স্কুলে কন্যাশ্রী ক্লাব গড়ে সচেতন করা হয় ছাত্রীদের। তারপরও গ্রামীণ এলাকায় বাল্যবিবাহ চলছে। অল্প বয়সে মা হওয়ার কারণে মা ও শিশু, দুজনের শরীরেই নানা সমস্যা দেখা দেয়। এখনও তা নিয়ে সচেতন হননি কিছু অভিভাবক। 
এদিকে, হাসপাতাল থেকে খবর পেয়ে নাবালিকার স্বামীকে গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক আলোড়ন পড়েছে। অভিজ্ঞমহলের দাবি, এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিস দুতরফে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এভাবে পদক্ষেপ নেওয়া হলে এধরনের সামাজিক সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। মাথাভাঙার মহকুমা পুলিস আধিকারিক সমরেণ হালদার বলেন, মহকুমা হাসপাতাল থেকে এক নাবালিকার প্রসব বেদনা নিয়ে ভর্তির খবর পাওয়ার পরই তদন্ত শুরু হয়। এএসআই পরবর্তীতে অভিযোগ জমা দিয়েছিলেন। তার ভিত্তিতে নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা