বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বিডিও’র আশ্বাসে উঠেছিল অবরোধ, ২৪ ঘণ্টার মধ্যেই সাঁকোর কাজ শুরু

সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রতিশ্রুতি দিয়েছিলেন বিডিও। সেই প্রতিশ্রুতি মতো ধরলা নদীর উপর বাঁশের সাঁকো সংস্কারের কাজ শুক্রবার শুরু হল ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর তৎপরতায়। সাঁকো সংস্কার শুরু হওয়ায় খুশি বাসিন্দারা। তবে তাঁরা সাঁকোর পরিবর্তে পাকা সেতু চাইছেন। বিডিও’কে সেতুর দাবিতে স্মারকলিপি দেবেন বলে তাঁরা জানিয়েছেন। 
দীর্ঘ কয়েক বছর ধরে মাধবডাঙা-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ভোটপট্টি গোডাউন মোড় থেকে পূর্ব হারমতি পাঠানেরডাঙা যাওয়ার পথে ধরলা নদীর উপর পাকা সেতুর দাবি জানিয়ে আসছেন। তবে জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাস পেলেও এখনও পর্যন্ত পাকা সেতু নির্মাণ হয়নি। সেতু না থাকার কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এদিকে, বাঁশের সাঁকো বেহাল অবস্থায়। কৃষকরা কৃষিজপণ্য নিয়ে যেতে সমস্যার মধ্যে পড়ছেন। প্রায় সাত কিমি ঘুরতে হচ্ছে তাঁদের। বাঁশের সাঁকোর উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা পারাপার হয়। এর আগে দুর্ঘটনাও ঘটেছে এই সাঁকোতে। সেই গ্রামবাসীরা পাকা সেতুর দাবিতে বৃহস্পতিবার সার্ক রোড অবরোধ করেছিলেন। খবর পেয়ে প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে এসেছিলেন। বিডিও গ্রামবাসীদের জানিয়েছিলেন, বাঁশের সাঁকো নতুন করে বানিয়ে দেওয়া হবে। সেই মোতাবেক শুক্রবার নতুন সাঁকো তৈরির কাজ শুরু হয়েছে। 
স্থানীয় বাসিন্দা মনোজিৎ সরকার বলেন, আমরা বিডিওকে ধন্যবাদ জানাচ্ছি। তবে পাকা সেতুর দাবিতে আমাদের আন্দোলন চলবে। বিডিও বলেন, প্রথম পর্যায়ে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হচ্ছে। গ্রামবাসীরা স্মরকলিপি দিলে সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব। অবশ্যই তাঁদের দাবি পূরণের চেষ্টা করব। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা