উত্তরবঙ্গ

কেন্দ্রের নির্দেশে এক মাস আগে এবার চায়ের মরশুম শেষ

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রতিবার ডিসেম্বর পর্যন্ত বাগান থেকে কাঁচা চা পাতা তোলা হয়ে থাকে। কিন্তু কেন্দ্রের নির্দেশে এবার একমাস আগেই আজ, ৩০ নভেম্বর শেষ হচ্ছে চায়ের মরশুম। আর এতেই মাথায় হাত পড়েছে বাগান মালিকদের। বিশেষ করে ক্ষতির মুখে উত্তরবঙ্গের কয়েক হাজার ক্ষুদ্র চা চাষি। তাঁদের বক্তব্য, পুজোর পর বৃষ্টি হয়েছে। ফলে বাগানে এখনও প্রচুর কচি পাতা আছে। ওই পাতা তুলতে না দেওয়া হলে মারাত্মক লোকসান হবে। 
এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ক্ষুদ্র চা চাষি সমিতির জলপাইগুড়ির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী। তাঁর বক্তব্য, পাতা তোলার সময়সীমা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারকে বারবার লিখিত আবেদন জানানো হয়েছিল। তারপরও কিছু হয়নি। কেন্দ্রের এই অবিবেচক সিদ্ধান্তের প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। 
ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অমৃতাংশু চক্রবর্তী বলেন, বাগানে যথেষ্টই পাতা রয়েছে। একমাস আগে মরশুম শেষ করার কেন্দ্রীয় সিদ্ধান্তে চা বাগান মালিকদের প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। এর জেরে পরবর্তীতে বাগান চালাতেও বেগ পেতে হবে অনেককে। এমনটা মোটেই কাম্য ছিল না। 
একমাস আগে চায়ের মরশুম শেষের সিদ্ধান্ত নিয়ে টি বোর্ডের অবশ্য সাফাই, ডিসেম্বরে কাঁচা পাতার মান ভালো থাকে না। ফলে ওই পাতা থেকে উৎপাদিত চায়ের গুণমানও খারাপ হয়। তাছাড়া চাহিদা ও জোগানের মধ্যে সামঞ্জস্য রাখতেই ৩০ নভেম্বর এবার মরশুম শেষের নির্দেশ দেওয়া হয়েছে। টি বোর্ডের সাফাই অবশ্য মানতে নারাজ বাগান মালিকরা। তাঁদের বক্তব্য, বাগানে কাঁচা পাতার মান দেখার জন্য তো টি বোর্ড রয়েছে। অসমের সঙ্গে পশ্চিমবঙ্গকেও যোগ করে ৩০ নভেম্বর চা পাতা তোলার শেষ দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু মাথায় রাখা হয়নি, দু’রাজ্যের আবহাওয়া দু’রকম। 
চা বাগান মালিকদের দাবি, গতবার ডিসেম্বর মাসে এ রাজ্যে ৪৯ মিলিয়ন কেজি অর্থাৎ ৪ কোটি ৯০ লক্ষ কেজি চা উৎপাদন হয়েছিল। এবার ডিসেম্বরে পাতা তোলা যাবে না বলে কেন্দ্রের তরফে নির্দেশ জারি করা হয়েছে। ফলে কতটা ক্ষতি হবে বোঝাই যাচ্ছে। 
এদিকে, একমাস আগে চায়ের মরশুম শেষ হওয়ায় শ্রমিকদের কাজ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই ক্ষুদ্র চা বাগানের মালিকরা বলতে শুরু করেছেন, আবহাওয়া ভালো থাকলে নতুন বছরের মরশুম শুরু হতে মার্চের প্রথম সপ্তাহ। এতদিন যেহেতু পাতা তোলা বন্ধ থাকবে, ফলে এসময় শ্রমিকদের বাগানে কোনও কাজের ব্যবস্থা করে দিতে পারবেন না তাঁরা। এনিয়ে চা বাগানের শ্রমিক সংগঠনগুলিকে জানিয়েও দেওয়া হয়েছে। সবমিলিয়ে বাগানে অস্থিরতা তৈরির আশঙ্কাও করছেন অনেকে।  
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা