উত্তরবঙ্গ

আদিনা ইকোপার্কে বসবে ১০ ফুটের বুদ্ধ মূর্তি, কমিউনিটি হল তৈরি করার উদ্যোগ
 

সংবাদদাতা, পুরাতন মালদহ: শীত একটু জাঁকিয়ে পড়লেই পিকনিকের মরশুম শুরু হয়ে যাবে। তার আগে মালদহ জেলার অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা ইকো পার্ক ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পার্কের মধ্যে ১০ ফুটের গৌতম বুদ্ধের মূর্তি বসানো হবে। জেলার পর্যটন প্রসারে ওই মূর্তি দেবেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। মূর্তি বসানোর পাশে সৌন্দর্যায়ন করে সেলফি জোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানিয়েছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, আদিনা ইকো পার্ক নিয়ে আমাদের অনেক স্বপ্ন। পার্কে ধাপে ধাপে কাজ হচ্ছে। এগিয়ে এসেছেন জেলাশাসকও। গাজোলকে ভালোবেসে এবং পর্যটন কেন্দ্র প্রসারে তিনি ১০ ফুটের বুদ্ধ মূর্তি দেবেন। মোজাম্মেলের সংযোজন, পিকনিকের সময় এই পার্কে প্রচুর পর্যটক আসেন। তার আগেই মূর্তি বসানো হবে।
ইকোপার্কের মধ্যে কমিউনিটি হল তৈরির উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত সমিতি। তারা ৩৫ লক্ষ টাকা খরচে সেখানে কমিউনিটি হল বানাবে। লক্ষ্য, এলাকার মানুষ কম খরচে এখানে সামাজিক অনুষ্ঠান করতে পারবেন। কত টাকা ভাড়া দিতে হবে, সেই বিষয়ে এখনও ঠিক হয়নি। নির্মাণের পরে আগামী দিনে বৈঠক করে তা স্থির হবে। 
পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকার কারও বিয়ে বা অন্য কোনও সামাজিক অনুষ্ঠানে প্যান্ডেল বানাতে এবং লজ ভাড়া করতে মানুষের মোটা টাকা খরচ হয়। এতে অনেকের অসুবিধা হয়। তাঁদের কথা মাথায় রেখে এই কমিউনিটি হল তৈরির উদ্যোগ।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা