উত্তরবঙ্গ

আবাসের তালিকায় নাম, রেলকে জমি দিয়ে ফাঁপড়ে একাধিক দাতা

সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জন্য জমি কেনার কাজ শুরু করেছে প্রশাসন। সেই জমিদাতাদের একাংশের নাম আবাস যোজনার তালিকায় থাকায় জট পাকছে। রেলকে জমি দেওয়ার পর এখন তাঁরা কোথায় বাড়ি করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জমিদাতারা।
তাঁদের জমি প্রশাসনের অধীনে থাকায় আবাসের বাড়ি পাওয়া নিয়ে সংশয় বাড়ছে। বিষয়টি নিয়ে অন্ধকারে রয়েছে প্রশাসনও। কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় গ্রামের বাসিন্দাদের পাশাপাশি এই জমিদাতাদের বাড়ি তৈরির বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সেবিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন। পরিস্থিতি কোন দিকে এগয়, সেদিকেই তাকিয়ে জমিদাতারা।
দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন,আবাস যোজনার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের অনেকের জমি রেলের প্রকল্পে পড়েছে। আমরা সমীক্ষা করে তাঁদের আলাদা তালিকা তৈরি করেছি। এবিষয়ে বৈঠক হলেও কোনও সিদ্ধান্ত হয়নি। রাজ্যের কাছে চিঠি দেওয়া হয়েছে। কী নির্দেশ আসে, সেই অপেক্ষায় রয়েছি।
ইতিমধ্যে বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত রেলকে জমিদাতাদের ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দিয়েছে প্রশাসন। হিলি পর্যন্ত বাকি জমিদাতাদের টাকা ধীরে ধীরে দেওয়া হবে। শতাধিক এমন জমিদাতা রয়েছেন, যাঁদের বাড়ি মাটি এবং টিনের। রেলকে জমি দেওয়ার পর অন্যত্র জায়গা কেনার চেষ্টা করছেন। এই অবস্থায় তাঁদের নাম আবাস যোজনায় চলে আসায় দুশ্চিন্তায় পড়েছেন। সমীক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দিয়েছেন এই জমি রেল নিয়ে নিয়েছে। অন্য জায়গায় জমি থাকলেই বাড়ি করা হবে। সমীক্ষা করতে যাওয়া কর্মীরা জিও ট্যাগ করলেও অন্যত্র বাড়ি করার কোনও নিয়ম রয়েছে কি না স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। তবে সূত্রের খবর, হিলি ও বালুরঘাটের বিডিওকে আলাদা করে তালিকা তৈরি করে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
এপ্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, দলীয়ভাবে আমাদের কাছে এনিয়ে অভিযোগ এসেছে। অনেকে রেলকে জমি দিয়েছেন। কিন্তু তালিকা অনুযায়ী তাঁদের সেখানেই বাড়ি করতে হবে। এই অবস্থায় আমরাও প্রশাসনের দ্বারস্থ হয়েছি। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। কেউ যাতে বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে প্রশাসনকে অনুরোধ করেছি।  রেল প্রকল্পে জমিদাতার বাড়িতে আবাসের সমীক্ষক দল। 
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা