উত্তরবঙ্গ

আদিনা ফরেস্ট যাওয়ার প্রধান রাস্তায় পেভার ব্লক, খরচ ২কোটি

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের অন্যতম পর্যটন কেন্দ্র গাজোলের আদিনা ফরেস্ট যাওয়ার প্রধান রাস্তা ঝাঁ চকচকে করা হচ্ছে। সেজন্য ওই রাস্তা আগামী মাসখানেক বন্ধ থাকবে। জেলা পরিষদের উদ্যোগে মোট ২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে পর্যটন কেন্দ্র এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তাটিতে দুটি নতুন কালভার্ট হবে। এবং এই দুই কিমি রাস্তায় পেভার ব্লক বসবে।  বৃহস্পতিবার মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিংহ জানান, পুরো কাজ ডিসেম্বরের প্রথম দিকেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এতে আগামীদিনে পিকনিকের মরশুমে পর্যটকদের অসুবিধা হবে না। ১২ নম্বর জাতীয় সড়ক থেকে দুই কিমি দূরে আদিনা গ্রামে এই ফরেস্ট। সবসময় সেখানে পর্যটকের ভিড় লেগেই থাকে। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল ছিল। বৃষ্টি হলে জল জমে যেত। এতে পর্যটকরা সমস্যায় পড়তেন।  সমস্যা হতো গ্রামবাসীদেরও। বেহাল রাস্তা সংস্কারে এর আগে স্থানীয়রা বিক্ষোভও দেখিয়েছেন। পেভার ব্লকে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির হেমা মণ্ডলও বলেন, দীর্ঘদিন পর কাজ হচ্ছে। এতে পর্যটকদের পাশাপাশি গ্রামবাসীদেরও সুবিধে হবে। 
আদিনা ফরেস্টে যাওয়ার প্রধান রাস্তা বন্ধ থাকায় পর্যটকদের কিছুদিন অসুবিধা হবে। এমনটাই মনে করছেন অনেকে। তবে প্রধান রাস্তা বন্ধ থাকলেও আদিনা ফরেস্ট যেতে বিকল্প রাস্তা রয়েছে। ঝিকরা এবং শুকানদিঘির রাস্তা দিয়েও ফরেস্ট যাওয়া যায়। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা বলেন, অসুবিধা হওয়ার কথা নয়। বিকল্প রাস্তা চালকরা চেনেন। সেই রাস্তা দিয়ে যেতে বেশি সময়ও লাগে না। গাজোলের রেঞ্জ অফিসার লতিফ শেখ বলেন, শুনেছি, প্রধান রাস্তা মেরামতের জন্য কিছুদিন বন্ধ থাকবে। তবে ফরেস্টে আসার বিকল্প রুট রয়েছে। এনিয়ে চিন্তার কোনও কারণ নেই।  আদিনা ফরেস্ট যাওয়ার রাস্তায় কালভার্ট তৈরি করা হচ্ছে।-নিজস্ব চিত্র
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা