উত্তরবঙ্গ

ছটপুজোয় সূর্যদেবের আরাধনা, নদীর ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ছটপুজোয় মাতল গৌড়বঙ্গ। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের শহর ও গ্রামের নদীগুলির ঘাটে সূর্যদেবতার আরাধনা করলেন ছটব্রতীরা। মালদহ জেলায় ছোটবড় মিলিয়ে মোট ১৯৫ টি ছটপুজো হয়। প্রতিটি ঘাটে এদিন বিশাল পুলিস বাহিনীর পাশাপাশি মোতায়েন ছিল সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, বিপর্যয় ব্যবস্থাপনা এবং কুইক রেসপন্স টিম। বৃহস্পতিবার বিকেল থেকে মহানন্দা নদীর কুড়িটিরও বেশি ঘাটে ছটপুজো হয়। 
বালুরঘাটের আত্রেয়ী নদীতে এবার জলস্তর বৃদ্ধি  পাওয়ায় কড়া নিরাপত্তায় ছটপুজো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বালুরঘাটের সদরঘাটে আসেন জেলাশাসক ও পুলিস সুপার। স্পিডবোটে উঠে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, এবছর নদীতে জল রয়েছে বেশি। তাই সিভিল ডিফেন্স কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, জেলার সমস্ত ঘাটে সিনিয়র অফিসারদের নজরদারি চলছে। এদিন দুপুর থেকে উত্তর দিনাজপুরের বহু নদীঘাটে ছটপুজো হয়। সেই উপলক্ষ্যে মেলাও বসে। রায়গঞ্জ শহরে কুলিক নদীর দুই পাড়ে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রায়গঞ্জ পুরসভার উদ্যোগে বন্দর, খরমুজা ঘাটে বিশেষ আয়োজন ছিল। 
হাজার হাজার পুণ্যার্থী জড়ো হয়ে ছটের উপাচার পালন করেন সেখানে। রায়গঞ্জের মহকুমাশাসক বিপর্যয় মোকাবিলা দপ্তরের বোটে চেপে নদীপথে সামগ্রিক পরিস্থিতি পরিদর্শন করেন। সিভিল ডিফেন্স সহ বিভিন্ন দপ্তর মোতায়েন ছিল। কুলিক ব্রিজের উপর ব্যারিকেড দিয়ে যান চলাচল সামাল দেওয়া হয়। চোপড়া ও ইটাহারে প্রবল উদ্দীপনার সঙ্গে পালিত হল ছটপুজো। বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্যদেবকে প্রথম অর্ঘ্য নিবেদন করেন ছটব্রতীরা। দিনে ছটপুজোর ঘাটগুলি পরিদর্শনে যান চোপড়া থানার আইসি সুরজ থাপা। 
সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন জানান, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মহানন্দার ঘাটে আলো ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ইটাহারের চাঁকলা এলাকায় সুই নদী ঘাটে ছটপুজো পরিদর্শনে গিয়ে পুণ্যার্থীদের শুভেচ্ছা প্রদান সহ সম্প্রীতির বার্তা দেন ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন। 
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি চাঁকলা সুই নদী ঘাটে যান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাসকে সঙ্গে নিয়ে। সেখানে গিয়ে এলাকার শতাধিক ছটব্রতী সহ পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন বিধায়ক। এদিন চাঁকলা সুই ঘাট পরিদর্শন করেন এসডিপিও বানভট অরবিন্দ ও আইসি সুকুমার ঘোষ।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা