উত্তরবঙ্গ

মালদহের ‘প্যাকেজিং হাউস’ ঢেলে সাজাতে উদ্যোগী জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, মালদহ: দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালদহের ‘প্যাকেজিং হাউস’কে ঢেলে সাজানোর উদ্যোগ নিল প্রশাসন। উদ্যানপালন দপ্তর ও বণিকসভাকে নিয়ে প্যাকেজিং হাউস পরিদর্শন করেছেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। শীঘ্রই এনিয়ে রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি।  
জেলাশাসক জানান, কুড়ি বছর আগের সমস্ত যন্ত্রাংশ খারাপ হয়ে গিয়েছে। তাই প্যাকেজিং হাউসের আধুনিকীকরণ করে পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরজন্য আমরা উদ্যানপালন দপ্তরকে আবেদন করব। বাম আমলে ২০০৪ সালে মালদহ এবং মুর্শিদাবাদকে আম ও লিচুর জন্য ‘এগ্রি এক্সপোর্ট জোন’ হিসেবে ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। রাজ্যের তৎকালীন বাম সরকার ইংলিশবাজারে একটি ‘প্যাকেজিং হাউস’ তৈরি করে। যা পুরোপুরি তৈরি হয়ে ২০০৭-০৮ সাল থেকে চালু হয়। এই দুই জেলার বিভিন্ন প্রজাতির আম এবং সুস্বাদু লিচু বিভিন্ন দেশে রপ্তানি হত। 
কিন্তু ধীরে ধীরে প্যাকেজিং হাউসের দামি যন্ত্র, মেশিন বিকল হতে থাকে। তারপর তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। মাঝে বর্তমান রাজ্য সরকার এখানে হট ওয়াটার ট্রিটমেন্ট চালু করলেও তা বেশিদিন চালানো সম্ভব হয়নি। উদ্যান পালন দপ্তরের মালদহ জেলার উপ অধিকর্তা সামন্ত লায়েক বলেন, এখানকার প্রয়োজনীয় সমস্ত মেশিনের আধুনিকীকরণ করে প্যাকেজিং হাউসটি পুনরায় চালু করতে জেলা প্রশাসন উদ্যোগী হয়েছে। তার নিরিখেই একটা যৌথ পরিদর্শন হয়েছে। জেলাশাসক যার রিপোর্ট আমাদের দপ্তরে পাঠাতে চলেছেন। সেসময় ১.৩৩ একর জমি নিয়ে প্যাকেজিং হাউসটি তৈরি হয়। বর্তমানে সেটি কার্যত পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। হাউসের বাইরের অংশে জঙ্গল গজিয়ে উঠেছে। আগাছায় ভরেছে বিল্ডিং। মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক উত্তম বসাক বলেন, প্যাকেজিং হাউসটি পুনরায় চালু হলে মালদহের আম আবার বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।  প্যাকিং হাউস পরিদর্শনে জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া।-নিজস্ব চিত্র
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা