উত্তরবঙ্গ

মাটির রূপকথা ফুটিয়ে তুলছে আপার বাগডোগরার হাটখোলা

শ্যামল পাল, বাগডোগরা: দুর্গাপুজোর আয়োজন ঘিরে বাগডোগরা এখন জমজমাট। সাপ-লুডো খেলা এবং মাটির রূপকথা এবার মন কাড়বে বাগডোগরাবাসীর। এখন চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে দুটি ক্লাবের পুজো প্রাঙ্গনে।
লোয়ার বাগডোগরা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার ৬৮ বছরে। জীবন সংগ্রামকে থিম করে তারা বাজিমাতের অপেক্ষায়। মানুষের জীবনের সংগ্রামের দিকগুলো মণ্ডপে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলার কাজ করছেন শিল্পীরা। উন্নতির পথে চলতে চলতে হঠাত্ই অবনমন, পতন- যা জীবনের অন্যতম দিক। আবার হঠাত্ই ভালো সুযোগ পেয়ে উন্নতির পথে তরতর করে উঠে যাওয়ার দিকও রয়েছে। জীবনের সঙ্গে সাপ-লুডো খেলার তুলনা টেনে প্রতিটি বিষয় দেখানো হবে মণ্ডপে।
পুজো কমিটির যুগ্ম সম্পাদক পঙ্কজ রায় বলেন, গত কয়েকবছর ধরে এশিয়ান হাইওয়ে-২ এর পাশে রেলের মাঠে এই পুজো হয়ে আসছিল। তবে জায়গা বদলে এবছর চিত্তরঞ্জন হাইস্কুলের মাঠে পুজো হচ্ছে। বাগডোগরার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে এই পুজো অন্যতম। মহালয়ার সকালে বিরাট শোভাযাত্রা করা হয়। যা মন কেড়ে নিয়েছে বাগডোগরাবাসীর। কয়েক হাজার মানুষের সমাগম হয় সেই শোভাযাত্রায়। আর ঠিক তেমনই পুজোও সকলের মন কাড়বে বলে আমরা আশাবাদী। অন্যদিকে, আপার বাগডোগরা হাটখোলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের বিশেষ আকর্ষণ মাটির রূপকথা। মাটি দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। এখন মণ্ডপের ৮০শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানান পুজো কমিটির সম্পাদক সুবীর দাস। শিলিগুড়ি থেকে ডাকের সাজে প্রতিমা এবং চন্দননগরের আলোকসজ্জা থাকছে হাটখোলার পুজোয়। প্রতিাবারের মতো এবারও দর্শনার্থীদের ঢল নামবে বলে আশা করছেন উদ্যোক্তারা। -নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা