উত্তরবঙ্গ

৩০ নভেম্বরের পর নেপালের চা ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি উত্তরের ক্ষুদ্র চাষিদের

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চলতি মরশুমে ৩০ নভেম্বরের পর কোনও বাগানে চা পাতা তোলা যাবে না। এনিয়ে আগেই নির্দেশিকা জারি করেছে ভারতীয় চা পর্ষদ। এরই পরিপ্রেক্ষিতে এবার উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের হুঁশিয়ারি, ৩০ নভেম্বরের পর নেপাল থেকেও চা ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে তাঁরা নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে ধর্নায় বসবেন। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক ও টি বোর্ডকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তীর। তিনি বলেন, টি বোর্ড বলছে চাহিদা ও জোগানের মধ্যে সামঞ্জস্য রাখতেই ৩০ নভেম্বরের পর আর বাগান থেকে কাঁচা চা পাতা তোলা যাবে না। গতবার ২৬ ডিসেম্বর পাতা তোলার শেষদিন ধার্য করা হয়েছিল। এবার আমরা দাবি করেছিলাম, ১৫ ডিসেম্বর পর্যন্ত পাতা তুলতে দেওয়া হোক। কিন্তু আমাদের বক্তব্য শোনা হয়নি। ফলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমরা যেমন ৩০ নভেম্বরের পর আর চা পাতা তুলব না, তেমনই নেপাল থেকেও যেন ওই সময় কোনও চা না ঢোকে। পরের বছর আবার এখানে মরশুম শুরু না হওয়া পর্যন্ত নেপাল চা রপ্তানি করতে পারবে না। যদি জোর করে রপ্তানির চেষ্টা হয়, সেক্ষেত্রে আইনশৃঙ্খলার অবনতি হবে। আমরা নেপালের চায়ের গাড়ি আটকে দেব।
পাহাড়, তরাই ও ডুয়ার্সের চা বাগান মালিকদের বক্তব্য, এমনিতেই উত্তরবঙ্গে ফি বছর চায়ের উৎপাদন কমছে। তার উপর নেপাল থেকে গত বছরও ১৬ মিলিয়ন কেজি চা ঢুকেছে। রপ্তানি শুল্ক দিতে না হওয়ায় অনেক কম দামে ওই চা এখানে বিক্রি হচ্ছে। এতে বিপদ ঘনাচ্ছে উত্তরের চা শিল্পে। রপ্তানিকারকদের বক্তব্য, নেপালে ৯০-১০০ টাকা কেজি দরে ওখানকার সিটিসি চা পাওয়া যায়। অথচ এখান থেকে যখন কোনও চা পাঠানো হচ্ছে, তার ন্যূনতম দর ধার্য করে দেওয়া হচ্ছে ২০০ টাকা কেজি। তার উপর ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হচ্ছে। ফলে দাম বেড়ে যাচ্ছে অনেকটাই।  উল্টোদিকে, অনেক কম দামে বিক্রি হওয়ায় উত্তরের বাজারের দখল নিচ্ছে নেপালের চা।  - ফাইল চিত্র।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল যোগ। জরুরি কাজগুলি আগে করুন। সাফল্য পাবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা